Honor 7A Flipkart এর মাধ্যমে এখনো ফ্ল্যাশ সেলে বিক্রি হচ্ছে। এই ফোন কবে ওপেন সেল শুরু হবে তা জানায়নি Honor। Honor 7C ওপেন সেলে বিক্রি শুরু হওয়ার ফলেই নাজেট ফোনের বাজারে প্রতিযোগিতা জমে উঠল।
ভারতে এবার ওপেন সেলে বিক্রি শুরু হল Honor 7C। গত মাসে Honor 7A এর সাথে এই ফোনটি ভারতে লঞ্চ হয়েছিল। এতদিন শুধুমাত্র ফ্ল্যাশ সেলেই Amazon এর মাধ্যমে Honor 7C কেনা যাচ্ছিল। Honor 7C কেনার জন্য নো কস্ট EMI এর সুবিধা রেখেছে Amazon। Honor 7C এর 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 9,999 টাকা। অন্যদিকে হাই এন্ড 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 11,999 টাকা। দুটি ভেরিয়েন্টই নীল কালো ও সোনালী রঙে পাওয়া যায়।
যদিও এই ফ্ল্যাশ সেলে মোট কত ফোন বিক্রি হয়েছে তা জানায়নি Huawei। যদিও এই ফোনের সাথেই লঞ্চ হওয়া Honor 7A Flipkart এর মাধ্যমে এখনো ফ্ল্যাশ সেলে বিক্রি হচ্ছে। এই ফোন কবে ওপেন সেল শুরু হবে তা জানায়নি Honor। Honor 7C ওপেন সেলে বিক্রি শুরু হওয়ার ফলেই নাজেট ফোনের বাজারে প্রতিযোগিতা জমে উঠল।
Honor 7C তে রয়েছে 18:9 অ্যাসপেক্ট রেশিওর 5.99 ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে। Honor 7A এর ভিতরে রয়েছে একটু বেশি শক্তিশালী Snapdragon 450 প্রসেসার। সাথে রয়েছে 3GB/4GB RAM আর 32GB/64GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনেও মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে মেমোরি।
Honor 7C তেও রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। রিয়ার ক্যামেরায় আছে একটি 13 মেগাপিক্সেল ও একটি 2 মেগাপিক্সেল সেন্সার। এছাড়াও এই বাজেট ফোনে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর এই ক্যামেরার সাথেও রয়েছে সেলফি ফ্ল্যাশ। এছাড়াও Honor 7C তে রয়েছে ফেস আনলক ফিচার।
Honor 7C তেও প্রিলোডেড থাকবে অয়ানড্রয়েড ওরিও। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব EMUI 8.0 স্কিন। এছাড়াও এই ফোনে রয়েছে 3000 mAh ব্যাটারি। এই ফোনের ওজন 164 গ্রাম।
নতুন এই ফোনে রয়েছে বিশেষ থ্রি ডি সাউন্ড এফেক্ট ফিচার। এছাড়াও এই ফোনে কোম্পানি যোগ করেছে নতুন একটি রাইড মোড। স্যামসাং এর S Bike মোডের মতোই কাজ করবে নতুন এই ফিচারটি। এছাড়াও এই ফোনে যোগ হয়েছে পার্টি মোড। এর মাধ্যমেই একসাথে একাধিক ফোনের স্পিকারে একই গান বাজাতে পারবেন গ্রাহকরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Qi2 Power Bank for Galaxy S26 Series With 15W Wireless Charging Leaked Online
Oppo Find X9 Ultra Design Spotted in Real-Life Images With Bigger Telephoto Kit