Photo Credit: Clove UK
গত বছর চিনে লঞ্চ হয়েছিল Honor Play 8A। সেই ফোনে কিছু পরিবর্তন করে সম্প্রতি ইংল্যান্ডে লঞ্চ হল Honor 8A 2020। সম্প্রতি ইংল্যান্ডে কোম্পানির ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। স্পেসিফিকেশন খুব বেশি পরিবর্তন না বলেও নতুন ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা গিয়েছে। 15 এপ্রিল বিক্রি শুরু হবে এই ফোন।
64GB স্টোরেজে Honor 8A 2020-র দাম 130 ইউরো (প্রায় 10,800 টাকা)।
ডুয়াল সিম Honor 8A 2020-তে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব EMUI 9.0 স্কিন। এই ফোনে থাকছে একটি 6.09 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের উপরে থাকছে ছোট নচ। Honor 8A 2020-র ভিতরে থাকছে MediaTek Helio P35 চিপসেট,3GB RAM ও 64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য এই ফোনের পিছনে থাকছে 13 মেগাপিক্সেল ক্যামেরা। সাথে থাকছে LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা।
ফোনের ভিতরে থাকছে 3,020 mAh ব্যাটারি। ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনে থাকছে ফেস আনলক সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন