সোমবার থেকে শুরু হচ্ছে Honor Gala Festival Sale। পাঁচদিন ব্যাপী এই সেলে সস্তা হবে কোম্পানির স্মার্টফোন, ওয়ারেবেল ও ট্যাবলেট। Flipkart ও Amazon থেকে এই সেলে বিভিন্ন Honor প্রোডাক্টে 50 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। কোম্পানি জানিয়েছে এই সেলে 50 কোটি টাকার সুবিধা পাবেন গ্রাহকরা। তবে কোন ফোনে কত ছাড় পাওয়া যাবে জানায়নি চিনের কোম্পানিটি।
ইতিমধ্যেই Flipkart –এ এই সেলের মাইক্রো সাইট শুরু হয়েছে। সেখানে স্মার্টফোন, ওয়্যারেবেল ও ট্যাবলেটে ছাড় দেওয়ার কথা জানিয়েছে Honor।
Flipkart –এ জানানো হয়েছে Honor 9N, Honor 9 Lite আর Honor 10 Lite এর মতো জনপ্রিয় স্মার্টফোন সস্তা হবে। অবিশ্বাস্য অফারে বিক্রি হবে Honor 7A, Honor 7S, Honor 9i আর Honor 10 এর মতো জনপ্রিয় স্মার্টফোনগুলি।
সম্প্রতি mi.com সহ সব ই-কমার্স ওয়েবসাইটে Mi Fan Festival 2019 নিয়ে এসেছে Xiaomi। এই সেলে সব ধরনের Xiaomi প্রোডাক্ট সস্তা হয়েছে। সেই সেল অনুসরণ করে এবার ভারতে Honor Gala Festival Sale শুরু হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন