Photo Credit: Deutsche Bahn AG
স্মার্টফোন হারিয়ে যাওয়া এক বেদনাদায়ক অনুভুতি। তবে শুধু সাধারন মানুষ হয়, টেক কোম্পানিগুলিও স্মার্টফোন হারিয়ে ফেলে। বেশ কয়েক বছর আগে একটি পাবে iPhone 4 হারিয়ে ফেলেছিল Apple। তখন বেশ চাপে পড়েছিল Apple। গত বছর ট্যাক্সির পিছনের সিটে পাওয়া গিয়েছিল একটি Google Pixel 3 XL। এবার জার্মানিতে একটি প্রোটোটাইপ ফোন হারিয়ে ফেলেছে Honor। কেউ এই ফোন খুঁজে পেলে তা ফিরিয়ে দিলে 5,000 ইউরো (প্রায় 4 লক্ষ টাকা) পুরস্কার দেবে কোম্পানি।
ট্যুইটারে এই ঘোষণা করেছে Honor। জার্মানিতে কোম্পানির অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে এক পোস্টে জানানো হয়েছে ডাসেলড্রফ থেকে মিউনিখ যাওয়ার ICE 1125 নম্বর ট্রেনে কোম্পানির এক কর্মী একটি প্রোটোটাইপ ফোন হারিয়ে ফেলেছেন। 22 এপ্রিল এই ফোন হারিয়েছিল। Huawei এর সাব ব্র্যান্ড Honor জানিয়েছে কোন ব্যক্তি এই ফোন ফিরিয়ে দিলে 5,000 ইউরো পুরস্কার দেওয়া হবে। হারিয়ে যাওয়া ফোনে একটি ধুসর রঙের কেস লাগানো রয়েছে।
⚠️Bitte helft uns ⚠️
— HonorDE (@HonorGermany) April 22, 2019
Hinweise an de.support@hihonor.com oder jeden Servicemitarbeiter der Deutschen Bahn! ???????? pic.twitter.com/vI5ZjDOlpN
21 মে লন্ডনে নতুন Honor 20 সিরিজ লঞ্চ করবে কোম্পানি। অনেকেই মনে করছেন এই লঞ্চ ইভেন্টের প্রোটোটাইম ফোনটি হারিয়ে গিয়েছে।
অফিশিয়াল লঞ্চের আগে পরীক্ষার জন্য কোম্পানির কর্মীদের প্রোটোটাইপ ফোন দেও স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানিগুলি। এই ফোনগুলি সাধারনত কেসের মধ্যে ঢুকিয়ে ব্যবহার করেন কোম্পানির কর্মীরা। এর ফলে রাস্তাঘাটে কেউ সহজে নতুন ফোন চিনতে পারেন না।
আগামী মাসে লঞ্চ হবে Honor 20 সিরিজ। 21 মে লন্ডনে এক ইভেন্টে কোম্পানির নতুন ফোনগুলি লঞ্চ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন