Honor Robot Phone গিম্বল-ভিত্তিক ক্যামেরা আর্মের সাথে এসেছে, যা স্মার্টফোনের পিছন থেকে বেরিয়ে আসে।
Photo Credit: Honor
Honor Robot Phone has an AI camera that pops out from its rear camera setup
Honor Robot Phone নিয়ে বড় ঘোষণা এল। রোবট ক্যামেরা যুক্ত স্মার্টফোনটি মার্চে বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC 2026)-এ গ্লোবালি লঞ্চ হচ্ছে। বহু প্রত্যাশিত এই ফোনের সাথে Honor Magic V6 মডেলকেও রিলিজের ঘোষণা করা হয়েছে। Honor Robot Phone কনসেপ্টের প্রথম ঝলক গত বছরেই দেখিয়েছিল কোম্পানি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক টেকনোলজির মেলমন্ধন শোরগোল ফেলে দিয়েছিল। এটি গিম্বল-ভিত্তিক ক্যামেরা আর্মের সাথে এসেছে, যা ফোনের পিছনের দিক থেকে বেরিয়ে আসে। তারপর ক্যামেরাটি নিজে থেকেই ঘাড় ঘুড়িয়ে নানা দিক থেকে ছবি কিংবা ভিডিও তুলতে সক্ষম।
অনার রোবট ফোন ও অনার ম্যাজিক ভি6 পয়লা মার্চ অফিসিয়ালি লঞ্চ হবে। ভারতীয় সময় রাত 12:30টা থেকে 1:30টার মধ্যে দুই মডেলের উপর থেকে পর্দা সরানো হবে। নিঃসন্দেহে অনুষ্ঠানে যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে অনার রোবট ফোন। টিজারে অনুসারে, ডিভাইসটির ক্যামেরা পিঠ থেকে বেরিয়ে এসে মাথার উপরে উঁকি মেরে চারপাশের দৃশ্য লেন্সবন্দি করতে পারবে।
ক্যামেরাটি গিম্বল ও একটি রোটেটিং মোটরের সাথে যুক্ত থাকবে। সংস্থার দাবি, রোবট ফোনে উন্নত রোবোটিক্স, মাল্টি-মোডাল ইন্টেলিজেন্স, এবং নেক্সট-জেনারেশন ইমেজিং প্রযুক্তি একসাথে কাজ করবে। শুনলে অবাক হবেন যে এটি শুধু ছবি তোলা নয়, পরিবেশ ও পরিস্থিতি বুঝে প্রশ্নের উত্তর দিতে পারবে। এই কারণে অনার বলছে, এই স্মার্টফোনে শক্তিশালী AI ব্রেন ও রোবটের মতো চলাফেরার ক্ষমতা মিলবে। ফোনের ক্যামেরা সামনে দাঁড়িয়ে থাকা কুকুর দেখলে সেটি কোন জাতের, তাও জানিয়ে দেবে।
Honor Robot Phone কেমন স্পেসিফিকেশন এবং ফিচার্সের সাথে আসবে, তা এখনও প্রকাশ হয়নি। তবে লঞ্চের তারিখ ঘোষণা হওয়ায় এই বিষয়ক তথ্য শীঘ্রই প্রকাশ্যে আসবে বলে আশা করা যায়। অন্য দিকে, Honor Magic V6 হল একটি ফোল্ডেবল ফোন। এটি Snapdragon 8 Elite Gen 5 চিপসেটের সাথে আসছে।
অনারের আসন্ন ফোল্ডেবল ডিভাইসে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ব্যবহার হবে। এর ক্যামেরা সেটআপে একটি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে, যা 3.5x অপটিক্যাল জুম সাপোর্ট করবে। ফোনটিতে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে একটি ডুয়াল সেল ব্যাটারি — 2,230mAh ও 4,680mAh৷ ব্যাটারিকে 7,200mAh ক্যাপাসিটি হিসেবে প্রচার করা হতে পারে।
প্রসঙ্গত, Honor Magic 8 Pro Air সোমবার স্লিম ডিজাইনের সাথে লঞ্চ হয়েছে। ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি মাত্র 6.1 মিলিমিটার পুরু। এটি 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ট্রিপল রিয়ার ক্যামেরা, ও 16 জিবি র্যাম পেয়েছে। ফোনটির সাথে Honor Magic 8 RSR Porsche Design চীনে রিলিজ হয়েছে। এতে 24 জিবি পর্যন্ত র্যাম, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, এবং 200 মেগাপিক্সেল ক্যামেরা আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন