সম্প্রতি Magic 2 ফোনের টিজার প্রকাশ করেছে Honor। এই টিজারে দেখা গিয়েছে এই ফোনে থাকবে ফুল ভিউ ডিসপ্লে। এর সাথেই Honor Magic 2 তে থাকবে স্লাইডিং ক্যামেরা ডিজাইন। ফোনের সামনের দিকে পুরো জায়গা জুড়েই থাকবে ডিসপ্লে। এই ফোনে ডিসপ্লের উপরে কোন নচ থাকবে না। এই ফোনের স্লাইডিং ক্যামেরার জন্য Magic 2 তে 100 শতাংশের কাছাকাছি স্ক্রিন-টু-বডি রেশিও থাকবে।
বার্লিনে IFA ইভেন্টে স্টেজে অল্প সময়ের জন্য Magic 2 ফোন দেখিয়েছে Honor। এর সাথেই Magic 2 এর প্রধান ফিচারগুলি জানিয়েছে কোম্পানি। তবে ফোনের স্পেসিফিকেশান সম্পর্কিত কোন তথ্য জানায়নি কোম্পানি। তবে প্রকাশিত ছবি থেকে দেখা গিয়েছে এই ফোনে ডিসপ্লের চারপাশে কোন বেজেল বা নচ থাকবে না।
Honor Magic 2 এর প্রধান আকর্ষণ ফুল ফিউ ডিসপ্লে। এর ফোনের ডিসপ্লের চারপাশে কোন বেজেল থাকবে না। ডিসপ্লের উপরে থাকবে না কোন নচ। এই বছরে লঞ্চ হওয়া Oppo Find X ফোনে একই ধরনের ডিজাইন দেখা গিয়েছিল। কয়েকদিন আগেই Mi Mix 3 সম্পর্কিত এক খবরেও একই ধরনের ডিজাইন দেখা গিয়েছিল।
Honor Magic 2 ফোনের ভিতরে থাকবে Kirin 980 প্রসেসার। গত সপ্তাহে নতুন এই প্রসেসার লঞ্চ করেছে Huawei। এর প্রথম মোবাইল কম্পিউটিং এ 7nm চিপসেট তৈরী হল। এর সাথেই নতুন এই প্রসেসারে আগের থেকে অনেক কম ব্যাটারি খরচ হবে। ফলে ফোনের ব্যাটারি ব্যাক আপ অনেকটাই বেড়ে যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন