Honor Magic 8 RSR Porsche Design features a triple rear camera unit
Photo Credit: Honor
Honor Magic 8 RSR Porsche Design শোরগোল ফেলে চীনে আত্মপ্রকাশ করল। ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরের সাথে লঞ্চ হয়েছে। এর ব্যাক প্যানেল মাইক্রোক্রিস্টালাইন ন্যানো-সেরামিক উপাদান দিয়ে তৈরি হয়েছে। শক্তিশালী হার্ডওয়্যার একে অন্যতম সেরা প্রিমিয়াম মোবাইল ফোনে পরিণত করেছে। Honor Magic 8 RSR Porsche Design স্মার্টফোনে 24 জিবি পর্যন্ত র্যাম, 200 মেগাপিক্সেল ক্যামেরা, AiIMAGE কালার ইঞ্জিন, IP68 + IP69 + IP69K জল ও ধুলোরোধী রেটিং, স্যাটেলাইট কানেক্টিভিটি, 80W ওয়্যারলেস ফাস্ট চার্জিং, DTS সাউন্ড, ডুয়াল স্টেরিও স্পিকার-সহ একঝাঁক শীর্ষস্তরের ফিচার্স পাওয়া যাবে।
অনার ম্যাজিক 8 আরএসআর পোর্শা ডিজাইন ফোনের সামনে 6.71 ইঞ্চি কার্ভড OLED LTPO ডিসপ্লে আছে। এটি 6,000 নিট পিক HDR ব্রাইটনেস, 120 হার্টজ রিফ্রেশ রেট, 4,320 হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি PWM ডিমিং, 1.5K রেজোলিউশন (1,256 x 2,808 পিক্সেল), ও HDR10+ সাপোর্ট করে। ফোনে 7,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 120W ফাস্ট চার্জিং এবং 80W ওয়্যারলেস চার্জিং অফার করে।
নতুন Honor ফোনে তিনটি রিয়ার ক্যামেরা আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 100x ডিজিটাল জুম এবং 3.7x অপটিক্যাল জুম-সহ 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।
ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা 4K রেজোলিউশনে 60fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। এটি বর্তমানে দুনিয়ার অন্যতম শক্তিশালী প্রসেসর দ্বারা পরিচালিত। ফোনের সেই Snapdragon 8 Elite Gen 5 চিপসেট 24 জিবি LPDDR5x Ultra র্যাম এবং 1 টিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত। এতে Android 16 নির্ভর MagicOS 10 কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টল আছে।
Honor Magic 8 RSR Porsche Design ফোনের 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভার্সনের দাম চীনে 7,999 ইউয়ান (প্রায় 1,04,000 টাকা) রাখা হয়েছে। অন্য দিকে, 24 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 8,999 ইউয়ান (প্রায় 1,17,000 টাকা)। এটি মুনলাইট স্টোন এবং স্লেট গ্রে কালার অপশনে উপলব্ধ। ফোনটি ভারত-সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে কিনা, তা এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, Honor আজ Magic 8 Pro Air নামে একটি আল্ট্রা স্লিম স্মার্টফোন লঞ্চ করেছে। এটি মাত্র 6.1 মিলিমিটার পুরু। এতে MediaTek Dimensity 9500 প্রসেসর, 6.31 ইঞ্চি OLED ডিসপ্লে, 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ট্রিপল রিয়ার ক্যামেরা, ও 16 জিবি পর্যন্ত র্যাম রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.