Honor জুলাই 2 বিশ্বের সবচেয়ে স্লিম ফোল্ডেবল স্মার্টফোন আনছে, থাকবে 200MP ক্যামেরা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 23 জুন 2025 10:34 IST
হাইলাইট
  • Honor Magic V5-কে-কে বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন বলে দাবি করা হচ্ছে
  • ফোনটির সাথে Samsung Galaxy Z Fold 7-এর প্রতিযোগিতা চলবে
  • এটি Snapdragon 8 Elite চিপসেটে দ্বারা পরিচালিত হতে পারে

Honor Magic V5 LTPO OLED ডিসপ্লের সাথে আসবে

Photo Credit: Honor

Honor Magic V5 জুলাইয়ের প্রথমেই আত্মপ্রকাশ করবে। চীনা স্মার্টফোন ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে তাদের পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোনের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। এটি প্রাথমিকভাবে চীনে বিক্রি হলেও, পরবর্তীতে অন্যান্য দেশেও পাওয়া যেতে পারে। কোম্পানি তাদের Weibo (মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) হ্যান্ডেলে ফোল্ডেবল ফোনটির স্লিম ডিজাইন প্রকাশ করেছে। Honor Magic V5 গত বছরের Magic V3 এর উত্তরসূরি হিসেবে আত্মপ্রকাশ করবে। এতে Snapdragon 8 Elite প্রসেসর, 6,100mAh ব্যাটারি, ও 8 ইঞ্চি ইন্টারনাল ফোল্ডিং স্ক্রিন থাকবে বলে শোনা যাচ্ছে। এটি আপকামিং Samsung Galaxy Z Fold 7-কে চ্যালেঞ্জ জানাবে।

Honor Magic V5 এর লঞ্চ ইভেন্ট চীনে জুলাই 2 স্থানীয় সময় সন্ধ্যা 7.30 টায় (ভারতীয় সময় বিকেল 4:30 টায়) শুরু হবে। ব্র্যান্ডটি ইতিমধ্যেই তাদের অফিসিয়াল স্টোরগুলির মাধ্যমে প্রি-রিজার্ভেশন চালু করে দিয়েছে। উল্লেখ্য, Honor-এর সিইও জেমস লি MWC Shanghai 2025 ইভেন্টের সময় টিজারে Magic V5 ফোল্ডেবল স্মার্টফোনটির একঝলক দেখিয়েছিলেন।

টিজারে ক্যামেরা আইল্যান্ডটি বেশ কিছুটা উঁচু বলে মনে হয়েছিল। এটি বিশ্বের সবচেয়ে পাতলা এবং হালকা স্মার্টফোন হিসেবে আত্মপ্রকাশ করবে বলে দাবি করা হচ্ছে। ফোনটিতে AI-সমর্থিত বৈশিষ্ট্য ও 'পার্সোনাল কম্পিউটার-লেভেলের প্রোডাক্টাভিটি' অফার করা হবে বলে জানা গিয়েছে। Honor Magic V5 এর পরিমাপ এখনও অজানা। তবে ফোনটির প্রধান প্রতিদ্বন্দ্বী আসন্ন Samsung Galaxy Z Fold 7 খোলা অবস্থায় 3.9 মিমি ও ভাঁজ করার সময় 8.9 মিমি হবে বলে জানা গিয়েছে।

Honor Magic V5 স্পেসিফিকেশন

জানিয়ে রাখি, এখনও অনার ম্যাজিক ভি5 এর স্পেসিফিকেশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। আগের ফাঁস হওয়া তথ্য অনুসারে, ফোনটির ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে। এতে 6.45 ইঞ্চি LTPO OLED কভার স্ক্রিন এবং 8 ঞ্চি 2K ইনার ডিসপ্লে থাকবে।

ফোল্ডেবল ফোনটি এই মাসের শুরুতে Geekbench ওয়েবসাইটে MHG-AN00 মডেল নম্বরের সাথে দেখা গিয়েছিল। বেঞ্চমার্ক প্ল্যাটফর্মটির লিস্টিংয়ে 16GB RAM ও Snapdragon 8 Elite চিপসেট নিশ্চিত করা হয়েছে। এটি Android 15 অপারেটিং সিস্টেমে চলবে ও IPX8-রেটেড বিল্ড অফার করবে বলে আশা করা হচ্ছে। ফোনটিতে 6,100mAh ব্যাটারি থাকতে পারে যা 66W ফাস্ট চার্জিং সমর্থন করবে।

এদিকে শোনা যাচ্ছে, Samsung আগামী জুলাই 9 পরবর্তী গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের আয়োজন করবে। সেখানে Galaxy Z Fold 7 এবং Galaxy Z Flip 7 লঞ্চ হতে পারে। সংস্থার তরফে Galaxy Z Fold 7 মডেলটিকে এখনও পর্যন্ত সবচেয়ে পাতলা, হালকা এবং সবথেকে উন্নত ফোল্ডেবল বলে দাবি করা হচ্ছে। এতে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও Snapdragon 8 Elite প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 4K Vlog বানানোর ফোন iQOO Z10R শীঘ্রই দেশে আসছে, লঞ্চের আগেই দাম ফাঁস হল
  2. Vivo X200 FE ভারতে 6,500mAh ব্যাটারি, দুর্ধর্ষ 50MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল
  3. স্মার্টফোনের ক্যামেরায় যুগান্তর! Samsung Galaxy S26 Ultra-তে Sony-র প্রথম 200MP সেন্সর
  4. Amazon Prime Day Sale 2025: প্রাইম ডে সেলে বিপুল ছাড়ে বিক্রি হচ্ছে Vivo ও iQOO, নতুন ফোন নেবেন নাকি
  5. Amazon Prime Day Sale 2025: ফোনের থেকেও সস্তায় মিলছে ট্যাব, অর্ধেকেরও কম দামে কেনার শেষ সুযোগ
  6. Amazon Prime Day Sale 2025: মেগা সেলে ল্যাপটপে 65 শতাংশ ছাড় দিচ্ছে অ্যামাজন
  7. Amazon Prime Day Sale 2025: প্রাইম ডে সেল শুরু হল, অবিশ্বাস্য ছাড়ে Samsung-এর ফোন বিক্রি হচ্ছে
  8. 21,999 টাকার হেডফোন সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে Nothing, কীভাবে পাবেন জেনে নিন
  9. Vivo T4R 5G মধ্যবিত্তের বাজেটে লঞ্চ হচ্ছে, জলে ভিজলেও কিস্যু হবে না, দাম জেনে নিন
  10. Infinix Hot 60 5G+ মাত্র 10,499 টাকায় বাজারে এল, সঙ্গে 2,999 টাকার গিফট ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.