Honor X7c 5G ফরেস্ট গ্রিন এবং মুনলাইট হোয়াইট রঙের বিকল্পে উপলব্ধ
Photo Credit: Honor
Honor X7c 5G সপ্তাহের প্রথম দিনেই ভারতে লঞ্চ হল। স্মার্টফোনটি আর্ন্তজাতিক বাজারে পা রাখার প্রায় দশ মাস পর এ দেশে হাজির হয়েছে। এটি Andrid 14 OS এবং Snapdragon 4 Gen 2 চিপসেটের সঙ্গে এসেছে। Honor X7c 5G এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 5-স্টার ড্রপ ও ক্র্যাশ রেজিস্ট্যান্স, AI মোশন সেন্সিং ক্যাপচার, IP64 জলরোধী চ্যাসিস, 16 জিবি পর্যন্ত র্যাম (ভার্চুয়াল র্যাম অর্ন্তভুক্ত), 300 শতাংশ হাই-ভলিউম মোড সহ ডুয়াল স্টেরিও স্পিকার, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল ব্যান্ড Wi-Fi ইত্যাদি। অনার ফোনটির বাক্সে একটি TPU কেস দিচ্ছে। স্ক্রিন প্রোটেক্টর আগে থেকেই লাগানো থাকবে।
Honor X7c 5G ভারতে 14,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 8 জিবি র্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজের দাম। ফোনের একটাই ভেরিয়েন্ট এসেছে। এটি Amazon-এর মাধ্যমে আগস্ট 20 থেকে দেশে বিক্রি হবে। আপনি ফরেস্ট গ্রিন এবং মুনলাইট হোয়াইট রঙের বিকল্পে কিনতে পারবেন।
Honor X7c 5G এর সামনে 6.8 ইঞ্চি টিএফটি এলসিডি ডিসপ্লে রয়েছে, যা FHD+ রেজোলিউশন (2412x1080 পিক্সেল),120 হার্টজ রিফ্রেশ রেট, 16.7 মিলিয়ন কালার, ও 850 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। অনার আরও জানিয়েছে, স্মার্টফোনটি ট্রিপল-রেজিস্ট্যান্স প্রোটেকশন অফার করে। জল ও ধুলো থেকে যেমন রক্ষা করবে, তেমনই হাত থেকে পড়ে গেলেও সহজে ভাঙবে না। এর জন্য যেমন IP64 রেটিং আছে, তেমনই ড্রপ ও ক্র্যাশ টেস্টে পাঁচ তারার মানপত্র আদায় করে নিয়েছে এটি।
অনার এক্স7সি 5G স্ন্যাপড্রাগন 4 জেন 2 প্রসেসরে চলে। এটি 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজের (UFS 3.1) সঙ্গে যুক্ত। এতে 60,000 অথবা বা তার বেশি ছবি স্টোর করা যাবে বলে জানিয়েছে সংস্থা। আবার র্যাম 16 জিবি পর্যন্ত ভার্চুয়ালি বৃদ্ধি করা যাবে (8 জিবি + 8 জিবি)। এটি Android 14 নির্ভর MagicOS 8.0 কাস্টম সফটওয়্যারে রান করবে।
ছবি এবং ভিডিও তোলার জন্য, Honor X7c 5G এর পিছনে 50 মেগাপিক্সেল (f1.8) প্রাইমারি ক্যামেরা + 2 মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা (f/2.0) দেওয়া হয়েছে। এর সঙ্গে অটোফোকাস ও এলইডি ফ্ল্যাশ রয়েছে। সামনে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। কোম্পানির AI ইমেজ প্রসেসিং ছবি আরও শার্প করে, এক্সপোজারের ভারসাম্য বজায় রাখে এবং ন্যাচারাল লুকসের জন্য ছবির রংগুলি অপ্টিমাইজ করে।
Honor X7c 5G ফোনটিতে 35W সুপারচার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,200mAh লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারি আছে। এটি 24 ঘন্টা অনলাইন স্ট্রিমিং, 18 ঘন্টা অনলাইন শর্ট ভিডিও, 59 ঘন্টা মিউজিক প্লেব্যাক ও 46 ঘন্টা পর্যন্ত ভয়েস কলিং টাইম অফার করবে। সঙ্গে একটি আল্ট্রা পাওয়ার-সেভিং মোডও রয়েছে, যার মাধ্যমে 2 শতাংশ চার্জ থাকলেও 75 মিনিট ধরে মোবাইলে কথা করতে পারবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.