Honor X7c 5G-ত বেশি ইন্টারনাল স্টোরেজ থাকার কারণে 60,000 অথবা বা তার বেশি ছবি স্টোর করা দেবে বলে দাবি করেছে সংস্থা। আবার সঙ্গে 8 জিবি ভার্চুয়াল র্যামের সাপোর্ট রয়েছে। আরও ভাল করে শোনার জন্য 300 শতাংশ হাই-ভলিউম মোড সহ ডুয়াল স্টেরিও স্পিকার সেটআপ রেখেছে অনার।