Huawei Pura 80 Ultra (Pictured) Features a 50MP 1 Inch Camera Sensor
Photo Credit: Huawei
Huawei বরাবরই তাদের স্মার্টফোনে উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করার জন্য পরিচিত। গত বছর বিশ্বকে প্রথম কমার্শিয়াল ট্রাই-ফোল্ড ফোন উপহার দিয়েছিল তারা, যা তিনটি অংশে ভাঁজ করা যায়। তবে এবার সংস্থাটি যে চমক আনতে চলেছে তার সঙ্গে ফোনের কাঠামোগত কোনও সম্পর্ক নেই। রিপোর্ট বলছে, Huawei এমন একটি স্মার্টফোন বানাচ্ছে যার মধ্যে ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। বর্তমানে বেশ কিছু প্রিমিয়াম স্মার্টফোনে একটাই 200 মেগাপিক্সেল রেজোলিউশনের ক্যামেরা আছে। উদাহরণ হিসেবে সম্প্রতি লঞ্চ করা Vivo X300 সিরিজ ও Realme GT 8 সিরিজের কথা বলা যায়। কিন্তু Huawei Pura 90 Ultra বিশ্বের প্রথম ফোন হতে পারে, যার পিছনে দুইটি 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।
স্মার্টফোন দুনিয়ার গোপন খবর ফাঁস করার জন্য পরিচিত, টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ একটি ফোন লঞ্চের ইঙ্গিত দিয়েছে। বর্তমানে স্মার্টফোনটি পরীক্ষার পর্যায়ে আছে। পোস্টে কোনও ব্র্যান্ডের নাম উল্লেখ করা হয়নি। কিন্তু সেখানে যে ইমোজি দেওয়া রয়েছে, তা হুয়াওয়ে-কেই নির্দেশ করছে।
Huawei Pura 90 Ultra প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত ফোন হিসেবে বাজারে আসতে পারে। এটি মাল্টি-ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত থাকবে, যার মধ্যে প্রাইমারি ও টেলিস্কোপ ক্যামেরায় দু'টি 200 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার হতে পারে। উল্লেখ্য, পূর্বসূরী Pura 80 Ultra গত জুনে 50 মেগাপিক্সেলের 1 ইঞ্চি ক্যামেরা সেন্সরের সঙ্গে লঞ্চ হয়েছিল। এটি চীনে এই বছরের অন্যতম পাওয়ারফুল ক্যামেরা ফ্ল্যাগশিপ ফোন হিসেবে পরিচিতি পেয়েছে।
আপকামিং ফোনটিতে ক্যামেরা ছাড়া আর কী কী বিশেষত্ব থাকতে পারে, তা প্রকাশ হয়নি। তবে চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আরেকজন টিপস্টার দাবি করেছেন, ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা সিস্টেম Pura 90 Ultra এবং Pura 90 Pro+ উভয় মডেলের উপর টেস্ট করা হচ্ছে। খবর সত্যি হলে, হুয়াওয়ে এমন এক রেকর্ড গড়বে যা স্যামসাং বা তাদের কোনও প্রতিদ্বন্দ্বী সংস্থা এখনও অর্জন করতে পারেনি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.