লন্ডনে Huawei Mate 20 লঞ্চের ঠিক আগে মঙ্গলবার চিনে Enjoy 9 Plus আর Enjoy Max লঞ্চ করল Huawei। দুটি ডিভাইসের ডিসপ্লের উপরে থাকবে ডিসপ্লে নচ, ডুয়াল ক্যামেরা সেট আপ আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। Enjoy 9 Plus ফোনে বড় নচ থাকলেও Enjoy Max ফোনে থাকছে ছোট ওয়াটার ড্রপ নচ। তবে Enjoy 9 Plus ফোনে থাকবে ডুয়াল সেলফি ক্যামেরা অন্যদিকে Enjoy Max ফোনে থাকবে একটি মাত্র সেলফি ক্যামেরা। Enjoy Max ফোনে থাকবে লেদার ব্যাক ডিজাইন।
64GB স্টোরেজ ভেরিয়েন্টের Huawei Enjoy 9 Plus ফোনের দাম 1,699 ইউয়ান (প্রায় 18,100 টাকা)। অন্যদিকে 128GB ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 1,999 ইউয়ান (প্রায় 21,300 টাকা)। তিনটি আলাদা রনে পাওয়া যাবে Enjoy 9 Plus।
64GB Huawei Enjoy Max কিনতে খরচ হবে 1,499 ইউয়ান (প্রায় 15,900 টাকা)। আর বেশি স্টোরেজের 128GB Enjoy Max এর দাম 1,699 ইউয়ান (প্রায় 18,100 টাকা)। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।
ডুয়াল সিম Huawei Enjoy Max ফোনে Android অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব EMUI 8.2 স্কিন। Enjoy Max এ রয়েছে 7.12 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট, সাথে থাকবে Adreno 512 GPU, 4GB RAM আর 64GB/128GB স্টোরেজ।
Huawei Enjoy Max ফোনে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ। Enjoy Max ফোনের পিছনে থাকবে 16MP+2MP ক্যামেরা। ফোনের সামনে রয়েছে 8MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Huawei Enjoy Max এ রয়েছে 4G VoLTE, 3.5 মিমি অডিও জ্যাক, Micro USB পোর্ট, Wi-Fi 802.11 ac, Bluetooth v5.0, GPS। এছাড়াও Enjoy Max তে থাকছে একটি 5,000 mAh ব্যাটারি।
ডুয়াল সিম Huawei Enjoy 9 Plus ফোনে Android অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব EMUI 8.2 স্কিন। Enjoy 9 Plus এ রয়েছে 6.5 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 710 চিপসেট, সাথে থাকবে ARM Mali-G51 MP4 GPU, 4GB RAM আর 64GB/128GB স্টোরেজ।
Huawei Enjoy 9 Plus ফোনে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ। Enjoy 9 Plus ফোনের পিছনে থাকবে 13MP+2MP ক্যামেরা। ফোনের সামনে রয়েছে 16MP+2MP ডুয়াল সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Huawei Enjoy 9 Plus এ রয়েছে 4G VoLTE, 3.5 মিমি অডিও জ্যাক, Micro USB পোর্ট, Wi-Fi 802.11 ac, Bluetooth v5.0, GPS। এছাড়াও Enjoy 9 Plus ফোনে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন