মার্কিন নিষেধাজ্ঞার কয়েক দিনের মধ্যেই চিনে নতুন স্মার্টফোন লঞ্চ করল Huawei। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে Huawei Maimang 8। এই ফোনে রয়েছে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা, আর ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এই ফোনের স্পেসিফিকেশন Huawei P Smart + (2019) ফোনের স্পেসিফিকেশনের সাথে অনেকটাই মিলে যায়। তবে Huawei Maimang 8 ফোনে রয়েছে 6GB RAM আর 128GB স্টোরেজ।
Huawei Maimang 8 ফোনে রয়েছে 1,899 ইউয়ান (প্রায় 19,000 টাকা)। দুটি রঙে পাওয়া যাবে এই ফোন। 12 জুন প্রতিবেশি দেশে Huawei এর লেটেস্ট মিডরেঞ্জ ফোনটি বিক্রি শুরু হবে।
Huawei Maimang 8 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব EMUI 9 স্কিন। এই ফোনে রয়েছে 6.21 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকবে 2.2GHz HiSilicon Kirin 710 অক্টাকোর চিপসেট। 4GB RAM আর 128GB স্টোরেজে পাওয়া যাবে Huawei Maimang 8।
ছবি তোলার জন্য Huawei Maimang 8 তে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 24 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার, একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। আর থাকছে একটি 16 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি তোলার জন্য সামনে থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।
Huawei Maimang 8 ফোনে রয়েছে 3,400 mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য Huawei Maimang 8 ফোনে থাকছে 4G VoLTE, NFC, Bluetooth v4.2, Wi-Fi 802.11 a/b/g/n/ac, USB OTG, FM রেডিও, GPS আর 3.5 মিমি হেডফোন জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন