বার্লিনে IFA 2018 ইভেন্টে নতুন Mate 20 Lite স্মার্টফোন বিশ্বের সামনে নিয়ে এলো Huawei। একই ইভেন্টে AI Cube নামের একটি স্মার্টস্পিকার ও ফ্ল্যাগশিপ Kirin 980 চিপসেট টেক দুনিয়ার সামনে নিয়ে এসেছে চিনের কোম্পানিটি। Mate 20 Lite এ রয়েছে একটি HiSilicon Kirin 710 চিপসেট, 19.5:9 ডিসপ্লে আর ফোনের সামনে ও পিছনে ডুয়াল ক্যামেরা।
Huawei Mate 20 Lite এর দাম 379 পাউন্ড (প্রায় 34,800 টাকা)। আপাতত এই ফোন ভারতে আসছে না। একাধিক আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ফিচার সহ বাজারে এসেছে Huawei Mate 20 Lite।
Huawei Mate 20 Lite তে চলবে Android 8.1 Oreo। Mate 20 Lite এ রয়েছে একটি 6.3 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ফোনের ভিতরে থাকবে একটি HiSilicon Kirin 710 চিপসেট আর Mali G51 GPU। সাথে থাকবে 4GB RAM আর 64GB স্টোরেজ। microSD কার্ড ব্যবহার করে এই ফোনের স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।
ছবি তোলার জন্য Huawei Mate 20 Lite তে চারটি ক্যামেরা থাকবে। দুটি সামনে, আর দুটি পিছনে। ফোনের পিছনের ক্যামেরা দুটিতে থাকবে 20MP আর 2MP সেন্সার। সামনের ক্যামেরা দুটিতে থাকবে 24MP আর 2MP সেন্সার। Mate 20 Lite এর ভিতরে একটি 3750 mAh ব্যাটারি ব্যবহার করেছে Huawei।
কানেক্টিভিটির জন্য Huawei Mate 20 Lite তে থাকবে 4G LTE, ডুয়াল ব্যান্ড Wi-Fi 802.11ac, Bluetooth v4.2 LE, GPS/ A-GPS, GLONASS, NFC, USB Type-C, আর 3.5 মিমি হেডফোন জ্যাক। Mate 20 Lite এর ওজন 172 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন