শুক্রবার লঞ্চ হল Huawei Nova 6 আর Nova 6 5G। আজ চিনে এই দুই স্মার্টফোন লঞ্চ করেছে Huawei। প্রিমিয়াম সেগমেন্টের এই দুই ফোনে 5G মোডেম ছাড়া এই দুই ফোনে কোন পার্থক্য থাকছে না।
Huawei Nova 6 আর Nova 6 5G ফোনে ডুয়াল সেলফি ক্যামেরা থাকছে
শুক্রবার লঞ্চ হল Huawei Nova 6 আর Nova 6 5G। আজ চিনে এই দুই স্মার্টফোন লঞ্চ করেছে Huawei। প্রিমিয়াম সেগমেন্টের এই দুই ফোনে 5G মোডেম ছাড়া এই দুই ফোনে কোন পার্থক্য থাকছে না। Huawei Nova 6 আর Nova 6 5G ফোনে থাকছে ডুয়াল সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরায় থাকছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে ব্যবহার করেছে চিনের কোম্পানিটি। একই ইভেন্ট থেকে চিনে Nova 6 SE লঞ্চ করেছে কোম্পানিটি। মিডরেঞ্জ সেগমেন্টে এই ফোন লঞ্চ হয়েছে। Nova 6 SE ফোনে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে আর একটি সেলফি ক্যামেরা।
Huawei Nova 6 এর দাম 3,199 ইউয়ান (প্রায় 32,400 টাকা)। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। কালো, নীল ও বেগুনি রঙে এই ফোন পাওয়া যাবে।
Huawei Nova 6 5G ফোনের দাম শুরু হচ্ছে 3,799 ইউয়ান (প্রায় 38,400 টাকা) থেকে। 8GB RAM + 256GB স্টোরেজে এই ফোন কিনতে 4,199 ইউয়ান (প্রায় 42,500 টাকা) খরচ হবে। কালো, নীল, বেগুনি ও লাল রঙে পাওয়া যাবে এই ফোন।
Huawei Nova 6 SE এর দাম 2,199 ইউয়ান (প্রায় 22,300 টাকা)। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।
Huawei Nova 6 আর Nova 6 5G ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে EMUI 10.0.1 স্কিন চলবে। এই দুই ফোনে থাকছে 6.57 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই দুই ফোনে থাকছে HiSilicon Kirin 990 চিপসেট, 8GB RAM, 256GB পর্যন্ত স্টোরেজ আর Mali-G76 GPU। Nova 6 5G মডেলে থাকছে একটি Balong 5000 5G মোডেম।
ছবি ও ভিডিও রেকর্ডিংয়ের জন্য Huawei Nova 6 আর Nova 6 5G ফোনের পিছনে তিনটি করে ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে 40 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল সেন্সর। এই দুই ক্যামেরায় থাকছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি তোলার জন্য এই দুই ফোনে থাকছে 32 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আর 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
Huawei Nova 6 ফোনে থাকছে 4G কানেক্টিভিটি আর 4,100 mAh ব্যাটারি। অন্যদিকে Nova 6 5G ফোনে থাকছে 5G কানেক্টিভিটি আর 4,200 mAh ব্যাটারি।
![]()
Huawei Nova 6 SE ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকছে
Huawei Nova 6 ফোনে থাকছে 4G কানেক্টিভিটি আর 4,100 mAh ব্যাটারি। অন্যদিকে Nova 6 5G ফোনে থাকছে 5G কানেক্টিভিটি আর 4,200 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Sony Unveils 27-Inch PlayStation Gaming Monitor That Comes With a Charging Hook for DualSense Controller