শুক্রবার লঞ্চ হল Huawei Nova 6 আর Nova 6 5G। আজ চিনে এই দুই স্মার্টফোন লঞ্চ করেছে Huawei। প্রিমিয়াম সেগমেন্টের এই দুই ফোনে 5G মোডেম ছাড়া এই দুই ফোনে কোন পার্থক্য থাকছে না। Huawei Nova 6 আর Nova 6 5G ফোনে থাকছে ডুয়াল সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরায় থাকছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে ব্যবহার করেছে চিনের কোম্পানিটি। একই ইভেন্ট থেকে চিনে Nova 6 SE লঞ্চ করেছে কোম্পানিটি। মিডরেঞ্জ সেগমেন্টে এই ফোন লঞ্চ হয়েছে। Nova 6 SE ফোনে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে আর একটি সেলফি ক্যামেরা।
Huawei Nova 6 এর দাম 3,199 ইউয়ান (প্রায় 32,400 টাকা)। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। কালো, নীল ও বেগুনি রঙে এই ফোন পাওয়া যাবে।
Huawei Nova 6 5G ফোনের দাম শুরু হচ্ছে 3,799 ইউয়ান (প্রায় 38,400 টাকা) থেকে। 8GB RAM + 256GB স্টোরেজে এই ফোন কিনতে 4,199 ইউয়ান (প্রায় 42,500 টাকা) খরচ হবে। কালো, নীল, বেগুনি ও লাল রঙে পাওয়া যাবে এই ফোন।
Huawei Nova 6 SE এর দাম 2,199 ইউয়ান (প্রায় 22,300 টাকা)। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।
Huawei Nova 6 আর Nova 6 5G ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে EMUI 10.0.1 স্কিন চলবে। এই দুই ফোনে থাকছে 6.57 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই দুই ফোনে থাকছে HiSilicon Kirin 990 চিপসেট, 8GB RAM, 256GB পর্যন্ত স্টোরেজ আর Mali-G76 GPU। Nova 6 5G মডেলে থাকছে একটি Balong 5000 5G মোডেম।
ছবি ও ভিডিও রেকর্ডিংয়ের জন্য Huawei Nova 6 আর Nova 6 5G ফোনের পিছনে তিনটি করে ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে 40 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল সেন্সর। এই দুই ক্যামেরায় থাকছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি তোলার জন্য এই দুই ফোনে থাকছে 32 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আর 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
Huawei Nova 6 ফোনে থাকছে 4G কানেক্টিভিটি আর 4,100 mAh ব্যাটারি। অন্যদিকে Nova 6 5G ফোনে থাকছে 5G কানেক্টিভিটি আর 4,200 mAh ব্যাটারি।
Huawei Nova 6 ফোনে থাকছে 4G কানেক্টিভিটি আর 4,100 mAh ব্যাটারি। অন্যদিকে Nova 6 5G ফোনে থাকছে 5G কানেক্টিভিটি আর 4,200 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন