Huawei P Smart+ (2019) তে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার, একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। আর থাকছে একটি 16 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা।
Huawei P Smart+ (2019) ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব EMUI 9 স্কিন
লঞ্চ হল Huawei P Smart+ (2019)। এই ফোনের প্রধান আকর্ষণ ট্রিপল রিয়ার ক্যামেরা আর Kirin 710 চিপসেট। গত বছর ডিসেম্বর মাসে লঞ্চ হওয়া P Smart (2019) ফোনে সামান্য কিছু পরিবর্তন করে লঞ্চ হয়েছে Huawei P Smart+ (2019)। এই ফোনে থাকছে 3,400 mAh ব্যাটারি আর 6.21 ইঞ্চি HD+ ডিসপ্লে। Huawei P Smart (2019) ফোনে ডুয়াল ক্যামেরা থাকলেও P Smart+ (2019) ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা।
কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে দেখা গিয়েছে Huawei P Smart+ (2019)। কয়েক সপ্তাহের মধ্যেই বিক্রি শুরু হবে এই ফোন। তবে এই ফোনের দাম জানা যায়নি। ডিসেম্বর মাসে 249 ইউরো (প্রায় 20,300 টাকা) দামে লঞ্চ হয়েছিল Huawei P Smart (2019)।
Huawei P Smart+ (2019) ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব EMUI 9 স্কিন। এই ফোনে রয়েছে 6.21 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকবে 2.2GHz HiSilicon Kirin 710 অক্টাকোর চিপসেট। 3GB RAM আর 64GB স্টোরেজে পাওয়া যাবে Huawei P Smart (2019)।
ছবি তোলার জন্য Huawei P Smart+ (2019) তে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার, একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। আর থাকছে একটি 16 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি তোলার জন্য সামনে থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।
Huawei P Smart+ (2019) ফোনে রয়েছে 3,400 mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য Huawei P Smart (2019) ফোনে থাকছে 4G VoLTE, NFC, Bluetooth v4.2, Wi-Fi 802.11 a/b/g/n/ac, USB OTG, FM রেডিও, GPS আর 3.5 মিমি হেডফোন জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Find X9, Oppo Find X9 Pro Go on Sale in India for the First Time Today: See Price, Offers, Availability