সঞ্চার সাথীর রেশ কাটতেই ফের বিতর্ক, এবার 24 ঘন্টা নাগরিকদের উপর নজরদারির প্রস্তাব

সরকার একটি প্রস্তাব পর্যালোচনা করছে, যেখানে সমস্ত স্মার্টফোনে স্যাটেলাইট-ভিত্তিক লোকেশন ট্র্যাকিং সবসময় চালু রাখতে হবে।

সঞ্চার সাথীর রেশ কাটতেই ফের বিতর্ক, এবার 24 ঘন্টা নাগরিকদের উপর নজরদারির প্রস্তাব

Photo Credit: Reuters

কেন্দ্রীয় সরকার স্মার্টফোনে বাধ্যতামূলক অন-লোকেশন ট্র্যাকিং প্রস্তাব পর্যালোচনা করছে

হাইলাইট
  • COAI চাইছে স্মার্টফোন নির্মাতারা সর্বদা A-GPS লোকেশন ট্র্যাকিং চালু রাখুক
  • প্রস্তাব বাস্তবায়িত হলে, নাগরিকদের গতিবিধি নির্ণয় করা সহজ হবে
  • Apple, Samsung, ও Google এই ব্যবস্থা চালু করতে আপত্তি জানিয়েছে
বিজ্ঞাপন

ডিসেম্বরের শুরুতে দেশের প্রতিটি স্মার্টফোনে সঞ্চার সাথী অ্যাপ বাধ্যতামূলক ভাবে প্রি-ইনস্টল করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকারের টেলিযোগাযোগ দফতর। কিন্তু ওই অ্যাপের মাধ্যমে আদতে নাগরিকদের উপর সরকারের ডিজিটাল নজরদারি বাড়বে বলে দেশজুড়ে অসন্তোষ ও বিতর্ক শুরু হয়। অসম্মতি জানায় মোবাইল ফোন নির্মাতারাও। এর ফলে শেষমেষ পিছু হঠে নির্দেশ প্রত্যাহার করার কথা জানায় কেন্দ্রীয় সরকার। সঞ্চার সাথী নিয়ে বিতর্কের রেশ কাটতেই পুনরায় কেন্দ্রের আরও একটি প্রস্তাব নিয়ে উদ্বেগ শুরু হয়েছে। কারণ সরকার একটি প্রস্তাব পর্যালোচনা করছে, যেখানে সমস্ত স্মার্টফোনে স্যাটেলাইট-ভিত্তিক লোকেশন ট্র্যাকিং সবসময় চালু থাকববে। গ্রাহকরা চাইলেও তা বন্ধ করতে পারবে না।

সরকার স্মার্টফোনে অন-লোকেশন ট্র্যাকিং প্রস্তাব পর্যালোচনা করছে

যদি এই প্রস্তাব বাস্তবায়িত হয়, তাহলে স্মার্টফোন ব্যবহারকারীরা কখনই তাদের লোকেশন অফ রাখতে পারবে না। কখন ও কোথায় যাচ্ছেন, সমস্ত গতিবিধি সরকারের নজরে থাকবে। ফলে এটাও নাগরিকদের ব্যক্তিগত পরিসরে অবিরাম নজরদারি চালানোর একটি প্রয়াস বলে অভিযোগ উঠছে। এটি চালু হলে গ্রাহকদের গোপনীয়তার সুরক্ষা লঙ্ঘিত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, টেলিকম পরিষেবা সংস্থাগুলির সংগঠন সিওএআই (COAI) প্রস্তাব দিয়েছে যে, স্মার্টফোন নির্মাতাদের সবসময় স্যাটেলাইট-ভিত্তিক A-GPS লোকেশন ট্র্যাকিং চালু রাখা বাধ্যতামূলক করা হোক। এর ফলে তদন্তের স্বার্থে অপরাধী ও সন্দেহভাজনদের নির্দিষ্ট অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যেমন সহজ হবে, তেমনই জালিয়াতি বা চুরির সঙ্গে যুক্ত ডিভাইস খুঁজে পেতে সুবিধা হবে।

জানিয়ে রাখি, এই A-GPS বা অ্যাসিস্টেড জিপিএস হল একটি উন্নত প্রযুক্তি যা স্যাটেলাইট সিগনাল ও ফোনের টাওয়ারের ডেটা ব্যবহার করে দ্রুত ও নির্ভুল লোকেশন খুঁজে বার করে। প্রস্তাব গৃহীত হলে, কর্তৃপক্ষ যে কোনও নাগরিকের অবস্থান মিটার-স্তরের নির্ভুলতায় বার করতে সক্ষম হবে। বর্তমানে তদন্তের সময় যে পদ্ধতি ব্যবহার করা হয়, তা সুনির্দিষ্ট অবস্থানের পরিবর্তে কেবল একটি আনুমানিক এলাকা চিহ্নিত করতে সক্ষম।

Apple, Samsung, ও Google আপত্তি জানিয়েছে

কিন্তু সঞ্চার সাথীর মতোই অ্যাপল, গুগল, এবং স্যামসাং গ্রাহকদের গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কা প্রকাশ করে এই প্রস্তাবে আপত্তি জানিয়েছে। কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। আগামী কয়েকদিনের মধ্যে এই বিষয়ে সমস্ত পক্ষকে নিয়ে বৈঠক হওয়ার কথা আছে।

স্মার্টফোনে ইনস্টল করা কোনও অ্যাপ আপনার লোকেশন অ্যাক্সেস করতে চাইলে, একটি পপ-আপ সতর্ককবাতা স্ক্রিনে চলে আসে। কিন্তু নতুন প্রস্তাবে লোকেশন ট্র্যাকিং করার ক্ষেত্রে কোনও নোটিফিকেশন আসবে না, যাতে কেউ বুঝতে না পারে যে তার উপর নজরদারি চালানো হচ্ছে।

জানা গিয়েছে, অ্যাপল এবং গুগলের হয়ে প্রতিনিধিত্ব করা একটি লবি সরকারকে গোপন চিঠি দিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, সবসময় সক্রিয় লোকেশন ট্র্যাকিং এর মতো ব্যবস্থা পৃথিবীর অন্য কোনও দেশে চালু হয়নি। এই ধরনের নিয়ম চালু হলে সাংবাদিক, বিচারক, সামরিক এবং প্রতিরক্ষার মতো সংবেদনশীল পেশায় নিয়োজিত মানুষদের অতিরিক্ত নজরদারির ঝুঁকিতে ফেলবে। কারণ তাদের গতিবিধি নিখুঁতভাবে নির্ণয় করা যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Realme Neo 8 আসতে পারে জানুয়ারিতে, 8000mAh ব্যাটারি ও ফ্ল্যাগশিপ প্রসেসরে করবে বাজিমাত
  2. BSNL ফিরিয়ে আনল 1 টাকার রিচার্জ প্ল্যান, 30 দিন আনলিমিটেড কলিং ও ডেইলি 2GB ডেটা ফ্রি
  3. Gmail ব্যবহারকারীদের জন্য খুশির খবর, Email অ্যাড্রেস বদলানোর সুবিধা আনছে Google
  4. OnePlus Turbo: ওয়ানপ্লাসের 9000mAh ব্যাটারির ফোনের ছবি ফাঁস, ফিচার্সে চমক
  5. Xiaomi Watch 5 এবং Buds 6 লঞ্চ হল, হাতে পড়লে বা কানে দিলেই ঘটবে ম্যাজিক
  6. Xiaomi 17 Ultra: DSLR-কে চ্যালেঞ্জ ছুঁড়ে হাজির শাওমির নতুন স্মার্টফোন, ক্যামেরা তাক লাগাবে
  7. 200MP ক্যামেরার Realme 16 Pro+ 5G স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  8. বড়দিনে বড় চমক, Oppo Pad Air 5 ট্যাব 10050mAh ব্যাটারি, বিশাল স্ক্রিন, 12GB র‍্যামের সঙ্গে লঞ্চ হল
  9. বছরের শেষে ধামাকা অফার, 60,000 টাকা দাম কমল Samsung-এর প্রিমিয়াম ফোনের, কোথায় পাবেন জেনে নিন
  10. রাত পোহালেই লঞ্চ হচ্ছে Xiaomi 17 Leica Edition, এমন DSLR স্টাইল ক্যামেরা ফোনে আগে দেখেননি
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »