Infinix GT 30 5G+ ব্লেড হোয়াইট, সাইবার ব্লু এবং পালস গ্রিন রঙে বিক্রি হবে
Photo Credit: Infinix
Infinix GT 30 5G+ অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি সপ্তাহেই ভারতে লঞ্চ হবে। খুব সম্প্রতি Gadgets 360 স্মার্টফোনটির আগমনের সম্পর্কে জানিয়েছিল। আর এখন কোম্পানি লঞ্চের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এটি জুনে এ দেশে লঞ্চ হওয়া Infinix GT 30 Pro 5G-এর থেকে সস্তায় আসবে বলে আশা করা হচ্ছে। ফ্লিপকার্টের একটি মাইক্রোসাইট আপকামিং ফোনটির ডিজাইন ও বেশ কিছু ফিচার্স ইতিমধ্যেই প্রকাশ করেছে। Infinix GT 30 5G+ শোল্ডার ট্রিগার বাটন, Dimensity 7400 প্রসেসর, 144 হার্টজ AMOLED ডিসপ্লে, 16 জিবি পর্যন্ত র্যাম (ভার্চুয়াল র্যাম অর্ন্তভুক্ত), ও সংস্থার নিজস্ব AI স্যুটের সঙ্গে বাজারে আসতে চলেছে।
ফ্লিপকার্টের একটি মাইক্রোসাইট থেকে জানা গিয়েছে, Infinix GT 30 5G+ ভারতে আগস্ট 8 দুপুর 12টায় লঞ্চ হবে। হ্যান্ডসেটটি ফ্লিপকার্ট ও অফলাইন রিটেল স্টোরে কেনার জন্য উপলব্ধ হবে বলে অনুমান করা হচ্ছে। এটি তিনটি রঙের বিকল্পে পাওয়া যাবে — ব্লেড হোয়াইট, সাইবার ব্লু এবং পালস গ্রিন।
Infinix GT 30 5G+ একটি গেমিং সেন্ট্রিক স্মার্টফোন হবে। মোবাইল গেমিংয়ের অভিজ্ঞতা উন্নত করার জন্য, এতে শোল্ডার ট্রিগার থাকবে। কোম্পানির দাবি, একে ব্যবহারকারীরা ইন-গেম কন্ট্রোল, ক্যামেরা কন্ট্রোল, দ্রুত অ্যাপ লঞ্চ এবং ভিডিও প্লেব্যাকের জন্য ব্যবহার করতে পারবে। ফোনটি চলবে 4 ন্যানোমিটারের MediaTek Dimensity 7400 প্রসেসরে। এটি 16 জিবি পর্যন্ত LPDDR5x র্যাম (ভার্চুয়াল র্যাম ধরে) ও 256 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ সাপোর্ট করবে। চিপটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 7,79,000+ স্কোর করেছে।
ইনফিনিক্স জিটি 30 5G+ স্মার্টফোনটির সামনে 1.5K AMOLED স্ক্রিন থাকবে যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 10-বিট কালার ডেপ্থ, ও সর্বোচ্চ 4,500 নিট ব্রাইটনেস অফার করবে। এতে কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন থাকবে। স্মার্টফোনটির অন্যতম আকর্ষণ হবে Cyber Mecha 2.0 ডিজাইন। পিছনে Mecha লাইট থাকবে যা বিভিন্ন প্যাটার্ন দিয়ে কাস্টমাইজ করা যাবে।
Infinix GT 30 5G+ ফোনে 90fps পর্যন্ত গতিতে BGMI খেলা যাবে৷ গেমটির নির্মাতা Krafton এই ফিচারটি অফিশিয়ালি সার্টিফাই করেছে। ইনফিনিক্স জানিয়েছে, XBoost AI দ্বারা গেমিং ক্ষমতা বৃদ্ধি করা যাবে। ফোনটি তিনটি পারফরম্যান্স মোড, একটি ই-স্পোর্টস মোড, AI ম্যাজিক ভয়েস চেঞ্জার এবং জোনটাচ মাস্টার অফার করবে বলে জানা গিয়েছে।
এছাড়াও, Infinix GT 30 5G+ কোম্পানির Infinix AI স্যুটের সাথে আসবে৷ যার মধ্যে AI কল অ্যাসিস্ট্যান্ট, AI রাইটিং অ্যাসিস্ট্যান্ট, Follax ভয়েস অ্যাসিস্ট্যান্ট বৈশিষ্ট্য রয়েছে৷ আবার এটি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য এক্সক্লুসিভ Google এর সার্কেল টু সার্চ ফিচার সাপোর্ট করবে৷
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.