Infinix GT 30 5G+ ফোনে 90fps পর্যন্ত গতিতে BGMI খেলা যাবে৷ গেমটির নির্মাতা Krafton এই ফিচারটি অফিশিয়ালি সার্টিফাই করেছে। ইনফিনিক্স জানিয়েছে, XBoost AI দ্বারা গেমিং ক্ষমতা বৃদ্ধি করা হবে।
গেমিং স্মার্টফোনের জগতে নতুন পোস্টার বয় Infinix GT 30 Pro 5G। সেগমেন্টের প্রথম GT শোল্ডার ট্রিগার ও 120FPS BGMI সাপোর্ট একে অন্যান্য ফোনের থেকে আলাদা করেছে। সুন্দর 108 মেগাপিক্সেল ক্যামেরা ও পাওয়ারফুল 5,500mAh ব্যাটারি একে পরিপূর্ণ করে তুলেছে।