Photo Credit: Infinix
Infinix Hot 60 5G+ তিনটি রঙে বিক্রি হবে
Infinix Hot 60 5G+ আজ, শুক্রবার ভারতে 11,000 টাকার কম দামে লঞ্চ হল। এটি প্রথম বাজেট স্মার্টফোন যা 90 fps গেমিং সাপোর্ট করে। সহজ কথায়, হাই-ফ্রেম রেটে মুঠোফোনে গেম খেলা ব্যবহারকারীর জন্য আরও উপভোগ্য হয়ে উঠবে। ফোনটিতে একটি AI বাটন দেওয়া হয়েছে যা বিভিন্ন অ্যাপ খোলার জন্য শর্টকাট হিসেবে ব্যবহার করা যাবে। ফোনটিতে গুগলের সার্কেল টু সার্চ ও Folax AI অ্যাসিস্ট্যান্ট আছে। এছাড়া, 120hz ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ক্যামেরা, ও IP64 ডাস্ট এবং ওয়াটার রেজিট্যান্সের সাথে এসেছে Infinix Hot 60 5G+।
Infinix Hot 60 5G+ এর সামনে 6.7 ইঞ্চি IPS LCD অলওয়েজ-অন ডিসপ্লে রয়েছে যা HD+ (720x1600 পিক্সেল) রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও 700 নিট পিক ব্রাইনটেস সাপোর্ট করে। ফোনটিতে 6 ন্যানোমিটারের MediaTek Dimensity 7020 প্রসেসর ব্যবহার করা হয়েছে। চিপটির AnTuTu স্কোর 5,00,000+। এটি 2.7 গিগাহার্টজ ক্লক স্পিডের একজোড়া A78 কোর ও 2.0 গিগাহার্টজ ক্লক স্পিডের ছয়টি A55 কোর নিয়ে গঠিত।
6 জিবি LPDDR5x র্যাম এবং 128 জিবি স্টোরেজের সিঙ্গেল ভেরিয়েন্টে বিক্রি হবে ইনফিনিক্স হট 60+ 5G। মেমরি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। আবার র্যাম ভার্চুয়ালি আরও 6 জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ফোনটি Android 15-ভিত্তিক XOS 15 কাস্টম স্কিনে সজ্জিত। হ্যান্ডসেটটিতে হাইপারইঞ্জিন 5.0 লাইট গেমিং প্রযুক্তি এবং একটি ডেডিকেটেড এক্সবুস্ট এআই গেম মোড রয়েছে। এটি তার সেগমেন্টের প্রথম মডেল যা 90fps পর্যন্ত গেমিং সমর্থন করে বলে দাবি কোম্পানির।
Infinix Hot 60 5G+ এর পিছনের অংশে ডুয়াল ফ্ল্যাশ এবং অটোফোকাস সহ একটি 50 মেগাপিক্সেল (f/1.6, FOV 77.3°) প্রাইমারি ক্যামেরা রয়েছে। আর সামনে পাঞ্চ হোলের মধ্যে একটি 8 মেগাপিক্সেল (f/2.0, FOV 77.8) ক্যামেরা অবস্থিত। রিয়ার ক্যামেরায় ডুয়াল মোড ভিডিয়ো রেকর্ডিং, ভ্লগ, এআই ক্যাম, পোর্ট্রেট, সুপার নাইট স্লো মোশন, টাইম-ল্যাপস, ইত্যাদি মোড বর্তমান।
ফোনটির অন্যতম আকর্ষণ কাস্টমাইজেবল এআই বোতাম। এটি ইউটিউব এবং গুগল ম্যাপ সহ তিরিশের বেশি অ্যাপ অ্যাক্সেস করার জন্য সেটআপ করা যেতে পারে। ফোনটিতে 5,250mAh ব্যাটারি আছে। এটি 18W ফাস্ট চার্জিং এবং 10W রিভার্স চার্জিং সাপোর্ট করে। এছাড়া, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আলট্রালিঙ্ক কানেক্টিভিটি (দুটি ইনফিনিক্স ফোনের মধ্যে নেটওয়ার্ক ছাড়াই ভয়েস কলের ব্যবস্থা), এআই কল অ্যাসিস্ট্যান্ট, এআই রাইটিং অ্যাসিস্ট্যান্ট ও গুগলের সার্কেল টু সার্চ ফিচার রয়েছে।
ভারতে Infinix Hot 60 5G+ এর দাম 10,499 টাকা। ফোনটি শ্যাডো ব্লু, স্লিক ব্ল্যাক এবং টুন্ড্রা গ্রিন রঙে উপলব্ধ। ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি হবে। ইনফিনিক্সের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ফোনটির সাথে 2,999 টাকার একটি ইয়ারফোন বিনামূল্যে দেওয়া হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন