Infinix Hot 60 5G+ মাত্র 10,499 টাকায় বাজারে এল, সঙ্গে 2,999 টাকার গিফট ফ্রি

Infinix Hot 60 5G+ ফোনে 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।

Infinix Hot 60 5G+ মাত্র 10,499 টাকায় বাজারে এল, সঙ্গে 2,999 টাকার গিফট ফ্রি

Photo Credit: Infinix

Infinix Hot 60 5G+ তিনটি রঙে বিক্রি হবে

হাইলাইট
  • Infinix Hot 60 5G+ সেগমেন্টের প্রথম 90fps গেমিং সাপোর্ট করে
  • ফোনে Google সার্কেল টু সার্চ ও Folax AI অ্যাসিস্ট্যান্ট আছে
  • ফোনটির ব্যাটারি বাইপাস চার্জিং ও রিভার্স চার্জিং সমর্থন করে
বিজ্ঞাপন

Infinix Hot 60 5G+ আজ, শুক্রবার ভারতে 11,000 টাকার কম দামে লঞ্চ হল। এটি প্রথম বাজেট স্মার্টফোন যা 90 fps গেমিং সাপোর্ট করে। সহজ কথায়, হাই-ফ্রেম রেটে মুঠোফোনে গেম খেলা ব্যবহারকারীর জন্য আরও উপভোগ্য হয়ে উঠবে। ফোনটিতে একটি AI বাটন দেওয়া হয়েছে যা বিভিন্ন অ্যাপ খোলার জন্য শর্টকাট হিসেবে ব্যবহার করা যাবে। ফোনটিতে গুগলের সার্কেল টু সার্চ ও Folax AI অ্যাসিস্ট্যান্ট আছে। এছাড়া, 120hz ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ক্যামেরা, ও IP64 ডাস্ট এবং ওয়াটার রেজিট্যান্সের সাথে এসেছে Infinix Hot 60 5G+।

Infinix Hot 60 5G+ স্পেসিফিকেশন, ফিচার্স

Infinix Hot 60 5G+ এর সামনে 6.7 ইঞ্চি IPS LCD অলওয়েজ-অন ডিসপ্লে রয়েছে যা  HD+ (720x1600 পিক্সেল) রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও 700 নিট পিক ব্রাইনটেস সাপোর্ট করে। ফোনটিতে 6 ন্যানোমিটারের MediaTek Dimensity 7020 প্রসেসর ব্যবহার করা হয়েছে। চিপটির AnTuTu স্কোর 5,00,000+। এটি 2.7 গিগাহার্টজ ক্লক স্পিডের একজোড়া A78 কোর ও 2.0 গিগাহার্টজ ক্লক স্পিডের ছয়টি A55 কোর নিয়ে গঠিত।

6 জিবি LPDDR5x র‍্যাম এবং 128 জিবি স্টোরেজের সিঙ্গেল ভেরিয়েন্টে বিক্রি হবে ইনফিনিক্স হট 60+ 5G। মেমরি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। আবার র‍্যাম ভার্চুয়ালি আরও 6 জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ফোনটি Android 15-ভিত্তিক XOS 15 কাস্টম স্কিনে সজ্জিত। হ্যান্ডসেটটিতে হাইপারইঞ্জিন 5.0 লাইট গেমিং প্রযুক্তি এবং একটি ডেডিকেটেড এক্সবুস্ট এআই গেম মোড রয়েছে। এটি তার সেগমেন্টের প্রথম মডেল যা 90fps পর্যন্ত গেমিং সমর্থন করে বলে দাবি কোম্পানির।

Infinix Hot 60 5G+ এর পিছনের অংশে ডুয়াল ফ্ল্যাশ এবং অটোফোকাস সহ একটি 50 মেগাপিক্সেল (f/1.6, FOV 77.3°) প্রাইমারি ক্যামেরা রয়েছে। আর সামনে পাঞ্চ হোলের মধ্যে একটি 8 মেগাপিক্সেল (f/2.0, FOV 77.8) ক্যামেরা অবস্থিত। রিয়ার ক্যামেরায় ডুয়াল মোড ভিডিয়ো রেকর্ডিং, ভ্লগ, এআই ক্যাম, পোর্ট্রেট, সুপার নাইট স্লো মোশন, টাইম-ল্যাপস, ইত্যাদি মোড বর্তমান।

ফোনটির অন্যতম আকর্ষণ কাস্টমাইজেবল এআই বোতাম। এটি ইউটিউব এবং গুগল ম্যাপ সহ তিরিশের বেশি অ্যাপ অ্যাক্সেস করার জন্য সেটআপ করা যেতে পারে। ফোনটিতে 5,250mAh ব্যাটারি আছে। এটি 18W ফাস্ট চার্জিং এবং 10W রিভার্স চার্জিং সাপোর্ট করে। এছাড়া, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আলট্রালিঙ্ক কানেক্টিভিটি (দুটি ইনফিনিক্স ফোনের মধ্যে নেটওয়ার্ক ছাড়াই ভয়েস কলের ব্যবস্থা), এআই কল অ্যাসিস্ট্যান্ট, এআই রাইটিং অ্যাসিস্ট্যান্ট ও গুগলের সার্কেল টু সার্চ ফিচার রয়েছে।

ভারতে Infinix Hot 60 5G+ এর দাম

ভারতে Infinix Hot 60 5G+ এর দাম 10,499 টাকা। ফোনটি শ্যাডো ব্লু, স্লিক ব্ল্যাক এবং টুন্ড্রা গ্রিন রঙে উপলব্ধ। ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি হবে। ইনফিনিক্সের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ফোনটির সাথে 2,999 টাকার একটি ইয়ারফোন বিনামূল্যে দেওয়া হবে।

  • KEY SPECS
  • NEWS
Display 6.70-inch
Front Camera 8-megapixel
Rear Camera 50-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 5200mAh
OS Android 15
Resolution 1600x720 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Vivo T4R 5G মধ্যবিত্তের বাজেটে লঞ্চ হচ্ছে, জলে ভিজলেও কিস্যু হবে না, দাম জেনে নিন
  2. Infinix Hot 60 5G+ মাত্র 10,499 টাকায় বাজারে এল, সঙ্গে 2,999 টাকার গিফট ফ্রি
  3. আর কিছু দিন অপেক্ষা করুন, 2025 সালেই Samsung বদলে দেবে স্মার্টফোনের দুনিয়া
  4. কথা বলুন প্রাণভরে, Airtel সবচেয়ে সস্তায় আনলিমিটেড কলিং রিচার্জ প্ল্যান নিয়ে এল
  5. Lava Blaze সিরিজের দুটি দুর্ধর্ষ ফোন লঞ্চ হচ্ছে, থাকবে AMOLED ডিসপ্লে ও 64MP ক্যামেরা
  6. Lenovo Yoga Tab Plus ভারতে 16GB র‍্যাম, 12 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  7. মাত্র 13,000 টাকায় কিনুন গেমিং স্মার্টফোন, শুরু হল Tecno Pova 7 5G সিরিজের সেল
  8. ECG থেকে প্রেশার মাপা সবই করবে হাতের ঘড়ি! লঞ্চ হল Samsung Galaxy Watch 8, Watch 8 Clasic
  9. ফোল্ডেবল ফোনের শখ মেটাতে সাশ্রয়ী মূল্যে ভারতে এল Samsung Galaxy Z Flip 7 FE
  10. Samsung Galaxy Z Fold 7 বাজার কাঁপিয়ে 16 জিবি র‍্যাম ও 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হল
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »