Infinix Smart 10 অক্টা-কোর Unisoc T7250 প্রসেসর দ্বারা চালিত। এটি 4 জিবি র্যাম ও 64GB স্টোরেজ অপশনে এসেছে।
Photo Credit: Infinix
Infinix Smart 10 ফোনে IP64 ডাস্ট ও ওয়াটার রেজিস্টান্স রেটিং আছে
Infinix Smart 10 শুক্রবার ভারতে 7,000 টাকারও কম দামে লঞ্চ হল। নতুন স্মার্টফোমটি আমজনতার কথা মাথায় রেখেই এ দেশে এনেছে ইনফিনিক্স। এটি যে সব ফিচার্সের সঙ্গে এসেছে তা এই বাজেটে অন্যান্য ব্র্যান্ডের মডেলে দূরবীন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। Infinix Smart 10 টাচ টান্সফার, 120 হার্টজ স্মুথ ডিসপ্লে, IP64 রেটিং, 300 শতাংশ আলট্রা ভলিউম, Folax AI ভয়েস, DTS-টিউনড ডুয়াল স্পিকার অফার করে। ফোনটি 4 বছর পর্যন্ত ল্যাগ-ফ্রি পারফরম্যান্স প্রদান করবে বলে দাবি করা হয়েছে। ফোনটির বডিও খুব শক্তিশালী। উপর থেকে 25,000 বার নীচে ফেলে ডিউরাবিলিটি পরীক্ষা করেছে কোম্পানি। ফলে এটি সহজে ভাঙা বা ক্ষতিগ্রস্ত হবে না।
Infinix Smart 10 ভারতে 6,799 টাকায় লঞ্চ হয়েছে। এতে 4 জিবি র্যাম এবং 64 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। ফোনটি আইরিস ব্লু, স্লিক ব্ল্যাক, টাইটানিয়াম সিলভার এবং টোয়াইলাইট গোল্ড রঙে উপলব্ধ। এটি আগস্ট 2 থেকে ফ্লিপকার্ট এবং অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাবে।
Infinix Smart 10 আলট্রালিঙ্ক কানেক্টিভিটি প্রযুক্তি সাপোর্ট করে। এটি এমন একটি ফিচার যা সিগন্যাল কম বা সেলুলার নেটওয়ার্ক নেই এমন এলাকায় ব্র্যান্ডের দু'টি ফোনের মধ্যে ভয়েস কল করার সুবিধা দেয়। ফোনটি অক্টা-কোর Unisoc T7250 প্রসেসর দ্বারা চালিত, যার সঙ্গে 4 জিবি LPDDR4x র্যাম ও 64GB স্টোরেজ যুক্ত। র্যাম ভার্চুয়ালি 8 জিবি পর্যন্ত বাড়ানো যায়। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2TB পর্যন্ত বৃদ্ধি করা যাবে।
ইনফিনিক্স স্মার্ট 10 ফোনটিতে 6.67 ইঞ্চি IPS LCD স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট 120 হার্টজ, ব্রাইটনেস লেভেল সর্বোচ্চ 700 নিট, টাচ স্যাম্পলিং রেট 240 হার্টজ, এবং রেজোলিউশন HD+ (720x1,600 পিক্সেল)। এটি বেশ কিছূ এআই ফিচার্সে সজ্জিত, যার মধ্যে রয়েছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফোলাক্স AI। এটি ডকুমেন্ট অ্যাসিস্ট্যান্ট ও রাইটিং অ্যাসিস্ট্যান্টের মতো এআই প্রোডাক্টিভিটি ফিচার সাপোর্ট করে।
সফটওয়্যারের দিক থেকে, Infinix Smart 10 রান করে Android 15 নির্ভর XOS 15.1 কাস্টম স্কিনে। ফোনটির 5,000mAh ব্যাটারি USB Type-C পোর্টের মাধ্যমে 15W চার্জিং সাপোর্ট করে। এটি 28 দিনের স্ট্যান্ডবাই টাইম, 40 ঘন্টার কলিং টাইম, ও 100 ঘন্টার মিউজিক প্লেব্যাক অফার করে। হ্যান্ডসেটটির পিছনে 8 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা এবং সামনে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এটি ডুয়াল ভিডিও মোড রেকর্ডিং সমর্থন করে। এই নতুন ফোনের পরিমাপ 165.62 x 77.01 x 8.25 মিমি এবং ওজন 187 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন