প্রসেসর থেকে ক্যামেরায় চমকের ছড়াছড়ি, iPhone 17 লঞ্চ করে বাজিমাত Apple-এর

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 10 সেপ্টেম্বর 2025 02:15 IST
হাইলাইট
  • iPhone 17 অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট করে
  • ফোনটির একটি বড় আপগ্রেড হল 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে
  • iPhone 17-এর বিক্রি ভারতে সেপ্টেম্বর 19 থেকে শুরু হবে

iPhone 17 পাঁচটি রঙে উপলব্ধ

Photo Credit: Apple

মঙ্গলবার Apple-এর 'Awe Dropping' অনুষ্ঠানে নতুন iPhone 17 স্মার্টফোনের আত্মপ্রকাশ ঘটল। iPhone 16 মডেলটির সঙ্গে চেহারার মিল থাকলেও, ক্যামেরা এবং পারফরম্যান্সে পূর্বসূরী মডেলকে ছাপিয়ে গিয়েছে এটি। iPhone 17 এর অন্যতম আপগ্রেড 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ProMotion ডিসপ্লে। এর সেরামিক শিল্ড 2 স্ক্র্যাচ থেকে তিন গুণ বেশি সুরক্ষা দেয়। স্মার্টফোনটিতে সেন্টার স্টেজ ফ্রন্ট ক্যামেরা রয়েছে যা iPhone 16-এর চেয়ে দ্বিগুণ বড় সেন্সর। CPU-এর কর্মক্ষমতা যেমন 40 শতাংশ বৃদ্ধি পেয়েছে, তেমনই অতিরিক্ত 8 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে বলে দাবি করেছে কোম্পানি। এছাড়াও, iPhone 17 এর অন্য হাইলাইটগুলির মধ্যে রয়েছে iOS 26 সফটওয়্যার, অ্যাপল ইন্টেলিজেন্স, IP68 জলরোধী রেটিং, WiFi 7, ইত্যাদি।

ভারতে iPhone 17 এর দাম

iPhone 17 ভারতে 82,900 টাকায় লঞ্চ হয়েছে। এটি 256 জিবি অনবোর্ড স্টোরেজের দাম। অর্থাৎ, বেস মডেলের স্টোরেজ বেড়ে দ্বিগুণ হয়েছে। অন্য দিকে, 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য 1,02,900 টাকা। ফোনটি ল্যাভেন্ডার, মিস্ট ব্লু, সেজ, হোয়াইট, ও ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। প্রি-অর্ডার সেপ্টেম্বর 12 থেকে শুরু হচ্ছে এবং ডেলিভারি সেপ্টেম্বর 19 থেকে চালু হবে।

iPhone 17 ফিচার্স ও স্পেসিফিকেশন

আইফোন 17 এর সামনে 6.3 ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, ডায়নামিক আইল্যাড, 3,000 নিট পিক ব্রাইটনেস, 2,622x1,206 পিক্সেল রেজোলিউশন, এইচডিআর, ও ফিঙ্গারপ্রিন্ট প্রতিরোধী কোটিং অফার করে। ফোনটির প্রোমোশন প্যানেল iPhone 16 Pro থেকে নেওয়া হয়েছে। IP68 রেটিং থাকার কারণে জল ও ধুলো থেকে সম্পুর্ণ সুরক্ষিত এটি।

iPhone 17 ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম নিয়ে এসেছে। ক্যামেরা সেটআপের প্রধান আকর্ষণ 48 মেগাপিক্সেল ফিউশন সেন্সর, যা f/1.6 অ্যাপারচার ও সেন্সর-শিফট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) অফার করে। এটি 52 মিমি ফোকাল লেন্থ সহ 2X টেলিফটো ক্যামেরা হিসেবেও ব্যবহার করা যাবে। মেইন ক্যামেরাকে যোগ্য সঙ্গত দেবে f/2.2 অ্যাপারচার এবং ম্যাক্রো ক্ষমতা সমৃদ্ধ 48 মেগাপিক্সেল ফিউশন আল্ট্রা-ওয়াইড ক্যামেরা।

স্মার্টফোনটির সামনে 18 মেগাপিক্সেলের নতুন সেন্টার স্টেজ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা ডলবি ভিশন ফরম্যাটে 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। iPhone 17 রান করে A19 চিপসেটে। এটি ছয়টি কোর নিয়ে গঠিত একটি সিপিইউ যার মধ্যে 16 কোরের নিউরাল ইঞ্জিন বর্তমান। অ্যাপল জানিয়েছে, তাদের নতুন প্রসেসর আগের তুলনায় আরও উন্নত ক্ষমতা নিয়ে এসেছে। বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক কাজ দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন হবে। মেমরির ব্যান্ডউইথও বৃদ্ধি পেয়েছে।

সব মিলিয়ে আইফোন 16-এর তুলনায় নতুন সিপিইউ 40 শতাংশ বেশি দ্রুতগতির পারফরম্যান্স দিতে সক্ষম হবে।কোম্পানির দাবি, এটি আগের মডেলের তুলনায় প্রায় আট ঘণ্টা বেশি ব্যাটারি ব্যাকআপ দেবে। শুধু তাই নয়, কয়েক মিনিটের মধ্যেই ফোনটি 50 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে। আবার মাত্র 10 মিনিট চার্জ দিলেই সর্বোচ্চ আট ঘণ্টা পর্যন্ত ফোন ব্যবহার করা যাবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Transformative and brighter ProMotion display
  • Powerful performance
  • Meaningful camera upgrades
  • More value-for-money
  • Great battery life
  • Bad
  • iOS 26 has glitches
  • Ineffective anti-reflective coating
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Apple A19
Front Camera 18-megapixel
Rear Camera 48-megapixel + 48-megapixel
RAM 8GB
Storage 256GB, 512GB
OS iOS 26
Resolution 1206x2622 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo A6x 5G ভারতে 6,500mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং সহ লঞ্চ হল, দাম মাত্র 12,499 টাকা
  2. Vivo X300 ও X300 Pro বাজার কাঁপানো ফিচার্স নিয়ে ভারতে লঞ্চ হল, ফোনে এবার DSLR ক্যামেরার মতো ছবি
  3. Sanchar Saathi: নতুন-পুরনো সমস্ত ফোনে ইনস্টল করতেই হবে এই অ্যাপ, নির্দেশ দিল কেন্দ্র
  4. Realme P4x 5G বাজেট স্মার্টফোনে বিপ্লব ঘটাবে, লঞ্চ হওয়ার আগেই দাম ফাঁস
  5. iQOO 15 সেলে 8,000 টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, এমন অফার আর আসবে না
  6. Oppo Find X9 চোখ ধাঁধানো ভেলভেট রেড রঙে লঞ্চ হল, 7,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে
  7. Vivo S50 Pro Mini আসছে iPhone Air-এর মতো ডিজাইন নিয়ে, থাকবে হাই-টেক ফিচার্স
  8. Nothing Phone 3 Lite এর সঙ্গে 10,000 টাকার উপহার পাবে ক্রেতারা, চমকে দেওয়া অফার আনল কোম্পানি
  9. Realme C85 5G লঞ্চ হল 15,000 টাকার কমে, রয়েছে 7,000mAh ব্যাটারি ও 18GB পর্যন্ত র‍্যাম
  10. Reliance অবিশ্বাস্য অফার আনল, মাত্র 12,490 টাকায় পাবেন JioBook ল্যাপটপ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.