iPhone 17 পাঁচটি রঙে উপলব্ধ
Photo Credit: Apple
মঙ্গলবার Apple-এর 'Awe Dropping' অনুষ্ঠানে নতুন iPhone 17 স্মার্টফোনের আত্মপ্রকাশ ঘটল। iPhone 16 মডেলটির সঙ্গে চেহারার মিল থাকলেও, ক্যামেরা এবং পারফরম্যান্সে পূর্বসূরী মডেলকে ছাপিয়ে গিয়েছে এটি। iPhone 17 এর অন্যতম আপগ্রেড 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ProMotion ডিসপ্লে। এর সেরামিক শিল্ড 2 স্ক্র্যাচ থেকে তিন গুণ বেশি সুরক্ষা দেয়। স্মার্টফোনটিতে সেন্টার স্টেজ ফ্রন্ট ক্যামেরা রয়েছে যা iPhone 16-এর চেয়ে দ্বিগুণ বড় সেন্সর। CPU-এর কর্মক্ষমতা যেমন 40 শতাংশ বৃদ্ধি পেয়েছে, তেমনই অতিরিক্ত 8 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে বলে দাবি করেছে কোম্পানি। এছাড়াও, iPhone 17 এর অন্য হাইলাইটগুলির মধ্যে রয়েছে iOS 26 সফটওয়্যার, অ্যাপল ইন্টেলিজেন্স, IP68 জলরোধী রেটিং, WiFi 7, ইত্যাদি।
iPhone 17 ভারতে 82,900 টাকায় লঞ্চ হয়েছে। এটি 256 জিবি অনবোর্ড স্টোরেজের দাম। অর্থাৎ, বেস মডেলের স্টোরেজ বেড়ে দ্বিগুণ হয়েছে। অন্য দিকে, 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য 1,02,900 টাকা। ফোনটি ল্যাভেন্ডার, মিস্ট ব্লু, সেজ, হোয়াইট, ও ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। প্রি-অর্ডার সেপ্টেম্বর 12 থেকে শুরু হচ্ছে এবং ডেলিভারি সেপ্টেম্বর 19 থেকে চালু হবে।
আইফোন 17 এর সামনে 6.3 ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, ডায়নামিক আইল্যাড, 3,000 নিট পিক ব্রাইটনেস, 2,622x1,206 পিক্সেল রেজোলিউশন, এইচডিআর, ও ফিঙ্গারপ্রিন্ট প্রতিরোধী কোটিং অফার করে। ফোনটির প্রোমোশন প্যানেল iPhone 16 Pro থেকে নেওয়া হয়েছে। IP68 রেটিং থাকার কারণে জল ও ধুলো থেকে সম্পুর্ণ সুরক্ষিত এটি।
iPhone 17 ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম নিয়ে এসেছে। ক্যামেরা সেটআপের প্রধান আকর্ষণ 48 মেগাপিক্সেল ফিউশন সেন্সর, যা f/1.6 অ্যাপারচার ও সেন্সর-শিফট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) অফার করে। এটি 52 মিমি ফোকাল লেন্থ সহ 2X টেলিফটো ক্যামেরা হিসেবেও ব্যবহার করা যাবে। মেইন ক্যামেরাকে যোগ্য সঙ্গত দেবে f/2.2 অ্যাপারচার এবং ম্যাক্রো ক্ষমতা সমৃদ্ধ 48 মেগাপিক্সেল ফিউশন আল্ট্রা-ওয়াইড ক্যামেরা।
স্মার্টফোনটির সামনে 18 মেগাপিক্সেলের নতুন সেন্টার স্টেজ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা ডলবি ভিশন ফরম্যাটে 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। iPhone 17 রান করে A19 চিপসেটে। এটি ছয়টি কোর নিয়ে গঠিত একটি সিপিইউ যার মধ্যে 16 কোরের নিউরাল ইঞ্জিন বর্তমান। অ্যাপল জানিয়েছে, তাদের নতুন প্রসেসর আগের তুলনায় আরও উন্নত ক্ষমতা নিয়ে এসেছে। বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক কাজ দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন হবে। মেমরির ব্যান্ডউইথও বৃদ্ধি পেয়েছে।
সব মিলিয়ে আইফোন 16-এর তুলনায় নতুন সিপিইউ 40 শতাংশ বেশি দ্রুতগতির পারফরম্যান্স দিতে সক্ষম হবে।কোম্পানির দাবি, এটি আগের মডেলের তুলনায় প্রায় আট ঘণ্টা বেশি ব্যাটারি ব্যাকআপ দেবে। শুধু তাই নয়, কয়েক মিনিটের মধ্যেই ফোনটি 50 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে। আবার মাত্র 10 মিনিট চার্জ দিলেই সর্বোচ্চ আট ঘণ্টা পর্যন্ত ফোন ব্যবহার করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.