সমস্ত সমালোচনা তুড়ি মেরে উড়িয়ে দিল iPhone 17 Pro Max, তিন দিনে স্টক শেষ

iPhone 17 Pro Max-এর কসমিক অরেঞ্জ ভেরিয়েন্ট ভারত ও আমেরিকায় তিন দিনের মধ্যেই বিক্রি হয়ে গিয়েছে।

সমস্ত সমালোচনা তুড়ি মেরে উড়িয়ে দিল iPhone 17 Pro Max, তিন দিনে স্টক শেষ

Photo Credit: Apple

iPhone 17 Pro Max কসমিক অরেঞ্জ, ডিপ ব্লু, ও সিলভার কালার অপশনে উপলব্ধ

হাইলাইট
  • iPhone 17 সিরিজের বিক্রি সেপ্টেম্বর 19 থেকে শুরু হবে
  • কসমিক অরেঞ্জের iPhone 17 Pro Max আউট অফ স্টক
  • অত্যাধিক প্রি-অর্ডারের কারণে স্টক শেষ হয়ে গিয়েছে
বিজ্ঞাপন

iPhone 17 সিরিজ গত মঙ্গলবার Apple-এর 'Awe Dropping' ইভেন্টে লঞ্চ হয়েছে। iPhone 17, 17 Pro,  17 Pro Max-এর পাশাপাশি সম্পূর্ণ নতুন ডিজাইনের আলট্রা স্লিম iPhone Air মডেল এনেছে মার্কিন টেক জায়ান্টটি। সেপ্টেম্বর 19 থেকে বিক্রি শুরু হবে, ফলে ভারত সহ বিভিন্ন দেশে প্রি-অর্ডার নিচ্ছে অ্যাপল। সমস্ত সমালোচনা তুড়ি মেরে উড়িয়ে নয়া আইফোন মডেলগুলির সামগ্রিক চাহিদা ইতিমধ্যেই গত বছরের iPhone 16 সিরিজকে ছাড়িয়ে গিয়েছে। কসমিক অরেঞ্জ রঙের iPhone 17 Pro Max মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতে এতটাই জনপ্রিয় হয়েছে যে, তিন দিনের মধ্যেই স্টক পুরো শেষ। এমনকি, স্টক ফুরিয়ে যাওয়ার কারণে অ্যাপল স্টোরে গিয়েও অগ্রিম বুকিং করা যাচ্ছে না।

iPhone 17 Pro Max-এর কসমিক অরেঞ্জ কালার আউট অফ স্টক

iPhone 17 Pro Max কসমিক অরেঞ্জ, ডিপ ব্লু, এবং সিলভার কালার অপশনে পাওয়া যাচ্ছে। কিন্তু প্রথম রঙটির প্রতি ক্রেতাদের আকর্ষণ সবথেকে বেশি, যার ফলে চাহিদার যোগান দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে কোম্পানি। প্রি-অর্ডার শুরু করার তিন দিন পরেই আমেরিকা ও ভারতে অ্যাপল স্টোর থেকে পিকআপের জন্য রিজার্ভেশন শেষ হয়ে গিয়েছে। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে, স্টক ঘাটতির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

একজন অ্যাপল বিশেষজ্ঞ জানিয়েছেন, অত্যধিক অগ্রিম অর্ডারের কারণে, কসমিক অরেঞ্জের আইফোন 17 প্রো ম্যাক্স সমস্ত স্টোরেজ ভেরিয়েন্টে বিক্রি হয়ে গিয়েছে। তবে ডিপ ব্লু সংস্করণটি এখনও কিছু দোকানে পাওয়া যাচ্ছে। সংস্থার কর্মীরা যত তাড়াতাড়ি সম্ভব কমলা মডেলটি পুনরায় স্টক করার জন্য কাজ করে চলেছে। অ্যাপল ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়েও দেখা গিয়েছে যে, এটি অগ্রিম অর্ডার করা যাচ্ছে না।

উল্লেখ্য, অনেক বছর পর অ্যাপল তাদের প্রো মডেলের ডিজাইন পরিবর্তন করেছে। iPhone 17 Pro সিরিজ কোম্পানির প্রথম মডেল যার পিছনের তিনটি ক্যামেরাই 48 মেগাপিক্সেল। আবার iPhone 17 Pro Max প্রথম আইফোন যা 5,000mAh-এর বেশি ক্ষমতার ব্যাটারিতে চলে। ভারতে প্রো ম্যাক্স ভেরিয়েন্টের দাম 1,49,900 টাকা থেকে শুরু হচ্ছে৷ এটি 256 জিবি স্টোরেজ অফার করে।

iPhone 17 Pro Max-এর অন্যতম আকর্ষণ ক্যামেরা সিস্টেম। এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে f/1.6 অ্যাপারচার, সেন্সর-শিফট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং 48 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা বর্তমান। সংস্থার তরফে বলা বলছে, নতুন টেলিফটো ক্যামেরাটি 8x অপটিক্যাল জুম, ও 40x ডিজিটাল জুম অফার করে। আর সামনের দিকে একটি 18 মেগাপিক্সেলের ক্যামেরা সেলফি ক্যামেরা আছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Redmi Note 15 5G মিড-রেঞ্জে বড় ধামাকা নিয়ে ভারতে আসছে, ব্যাটারি চলবে 5 বছর!
  2. Samsung বছরের সেরা অফার আনল, 42,000 টাকারও বেশি ছাড়ে বিক্রি হচ্ছে এই ফোন
  3. মিসড কল মেসেজ সহ একঝাঁক নতুন ফিচার আনল WhatsApp, স্ট্যাটাস ও চ্যাটেও বিরাট পরিবর্তন
  4. Realme Narzo 90 সিরিজের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, সস্তায় সেরা ফিচার পাবেন
  5. Vivo S50 স্মার্টফোনের জগতে ঝড় তুলতে আসছে, যেমন ক্যামেরা, তেমন প্রসেসর ও ব্যাটারি
  6. Samsung গ্রাহকদের অভিযোগ মেনে নিয়ে স্মার্টফোনের প্রধান সমস্যা মেটাতে চলেছে
  7. Nothing Phone 4a এবং Phone 4a Pro স্মার্টফোনের দাম লঞ্চের আগেই ফাঁস হল, ফিচার্স কেমন দেখে নিন
  8. Poco M8 Pro: বাজেটে দুর্দান্ত ফোন আনছে পোকো, বিশাল ব্যাটারির সঙ্গে থাকছে 100W ফাস্ট চার্জিং
  9. OnePlus 15R Ace Edition স্মার্টফোনের লঞ্চের তারিখ ঘোষণা হল, বাজার কাঁপাতে আসছে এই মাসেই
  10. Redmi 15C 5G-এর সেল অবশেষে শুরু হল, এত সস্তায় 6,000mAh ব্যাটারি, AI ক্যামেরা!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »