iPhone 17 Pro ও iPhone 17 Pro Max ফ্ল্যাগশিপ ফিচার্সের সৌজন্যে বিক্রি বাড়াতে ফের গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে অনুমান করা হচ্ছে।
Photo Credit: Apple
iPhone 16 নতুন ক্যামেরা ডিজাইনের সঙ্গে এসেছিল
iPhone 17 জ্বরে কাবু গোটা বিশ্ব। আর চার দিন পরেই Apple-এর 'Awe Dtopping' ইভেন্টে আত্মপ্রকাশ করবে আইফোনের নতুন প্রজন্ম। তাই প্রত্যাশার পারদ বাড়তে শুরু করেছে। ডিজিটাল জমানায় কোনও খবর গোপন থাকা মুশকিল। iPhone 17 সিরিজ নিয়ে বিগত ক'সপ্তাহ ধরে নানা তথ্য সামনে আসতে শুরু করেছে। বিভিন্ন ডিপার্টমেন্টে আপগ্রেড থাকার কথা শোনা যাচ্ছে। কোম্পানি দাম বৃদ্ধি করলেও, অত্যাধুনিক ক্যামেরা ও অন্যান্য আপগ্রেডের সৌজন্যে iPhone 16 সিরিজের বিক্রিকেও ছাপিয়ে যাবে বলে দাবি করছে একটি রিপোর্ট।আরও জানা গিয়েছে, iPhone 17 Pro মডেলগুলি পূর্বসূরীদের তুলনায় বেশি র্যাম ও উচ্চতর বেস স্টোরেজ পাবে।
iPhone 17 সিরিজ নিয়ে আগ্রহ তুঙ্গে থাকার মূল কারণ হিসেবে সম্পূর্ণ নতুন ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স, উন্নত থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম, ক্যামেরা, ও ইমেজিং ক্ষমতার বৃদ্ধিকে চিহ্নিত করা হচ্ছে। মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম ট্রেন্ডফোর্সের রিপোর্ট অনুযায়ী, iPhone 17 সিরিজের শিপমেন্ট (বিক্রেতাদের কাছে পাঠানো ফোনের সংখ্যা) iPhone 16 সিরিজের তুলনায় প্রায় 3.5 শতাংশ বেশি হতে পারে। যদিও সম্ভাব্য বাড়তি দাম এবং বিশ্বজুড়ে ঝিমিয়ে পড়া অর্থনীতির কারণে সামগ্রিক চাহিদায় কিছুটা ভাটা পড়তে পারে, তবে iPhone 17 Pro ও iPhone 17 Pro Max ফ্ল্যাগশিপ ফিচার্সের সৌজন্যে বিক্রি বাড়াতে ফের গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে অনুমান করা হচ্ছে।
ফটোগ্রাফি এমন একটি বিভাগ যেখানে iPhone 17 সিরিজের প্রতিটি মডেলে বড় সংস্কারের পথে হাঁটেছে Apple। খবর সত্যি হলে, গোটা লাইনআপের সেলফি ক্যামেরা 12 মেগাপিক্সেল থেকে আপগ্রেড করে 24 মেগাপিক্সেল করা হবে। ফোনগুলির পিছনের ক্যামেরায় 48 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার হতে পারে। প্রতিটি ফোনে 120 হার্টজ রিফ্রেশ রেট সহ LTPO অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার হওয়ার সম্ভাবনা আছে।
অন্যান্য আপগ্রেডের কথা বলে, স্ট্যান্ডার্ড iPhone 17 এবং iPhone 17 Air অ্যাপলের A19 প্রসেসরে চলবে বলে জানা গিয়েছে। অন্যদিকে, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max ভেরিয়েন্টগুলিতে A19 Pro চিপ থাকতে পারে। iPhone 17 ছাড়া অন্যান্য মডেলগুলি কমপক্ষে 12 জিবি র্যাম সহ আসবে। স্টোরেজের পরিমাণও বাড়বে বলে জানা গিয়েছে। সংস্থাটির মতে, বেস স্টোরেজ 256 জিবি পর্যন্ত বাড়ানো হবে। আর। আর টপ ভেরিয়েন্টে স্টোরেজ 1 টিবি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
উল্লেখ্য, আগামী সেপ্টেম্বর 9 ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্ক ক্যাম্পাসের স্টিভ জবস থিয়েটারে iPhone 17 এর সঙ্গে আত্মপ্রকাশ করবে iPhone 17 Air, iPhone 17 Pro, এবং iPhone 17 Pro Max। ফোনগুলি iOS 26 ভার্সনের নতুন লিকুইড গ্লাস ডিজাইন অনুসরণ করবে।iPhone 17 Air কোম্পানির ইতিহাসে সবচেয়ে পাতলা এবং হালকা আইফোন মডেল হবে। ফোনটির ক্যামেরা বার সম্পূর্ণ নতুনভাবে ডিজাইন করা হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন