12 সেপ্টেম্বর তিনটি নতুন iPhone লঞ্চ করবে Apple। এর মধ্যী দুটি OLED ডিসপ্লের iPhone। আর তৃতীয় iPhone এ থাকবে একটি LCD ডিসপ্লে। দুটি OLED ডিসপ্লের iPhone এ থাকবে 5.8 ইঞ্চি ও 6.5 ইঞ্চি ডিসপ্লে। অন্যদিকে LCD ডিসপ্লের iPhone এ থাকবে একটি 6.1 ইঞ্চি ডিসপ্লে। আগামী 12 সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার স্টিভ জোবস থিয়েটারে লঞ্চ হবে এই তিনটি iPhone। 5.8 ইঞ্চি OLED ডিসপ্লের নাম হতে পারে iPhone Xs। 6.5 ইঞ্চি OLED ডিসপ্লে iPhone এর নাম হতে পারে iPhone Xs Plus। তিন নম্বর 6.1 ইঞ্চি LCD ডিসপ্লে ফোনের নাম হতে পারে iPhone Xc। লঞ্চের আগেই তিনটি iPhone এর দাম ফাঁস হয়ে গেল।
চিনে নতুন iPhoneএর দাম ফাঁস হয়েছে। জানা গিয়েছে প্রতিবেশী । iPhone Xs এর দাম শুরু হবে 7388 ইউয়ান (প্রায় 77,900 টাকা) থেকে। আর প্রিমিয়াম iPhone Xs Plus এর দাম শুরু হতে চলেছে 8388 ইউয়ান (প্রায় 88,400 টাকা) থেকে।
CNBC তে এক রিপোর্টে জানানো হয়েছে নতুন 6.1 ইঞ্চি LCD ডিসপ্লের নাম হতে পারে iPhone 9। iPhone 9 এর দাম শুরু হবে 849 মার্কিন ডলার (প্রায় 61,500 টাকা) থেকে। আগে জানানো হয়েছিল 699 মার্কিন ডলারে (প্রায় 50,600 টাকা) থেকে এই ফোন পাওয়া যাবে। নতুন iPhone লঞ্চের সাথেই কোম্পানির স্টকের দাম বাড়ার সম্ভাবনা দেখছেন বিনিয়োগকাড়িরা।
এই প্রথম iPhone এ ডুয়াল সিম আসতে চলেছে। শুধুমাত্র iPhone Xc তে ডুয়াল সিম যোগ করেছে Apple। আপাতত যা খবর শুধুমাত্র চিনে ডুয়াল সিম iPhone Xc লঞ্চ করবে কোম্পানি। প্রসঙ্গত আগামী 12 সেপ্টেম্বর ভারতীয় সময় রাত 10টা 30 মিনিট থেকে এক লঞ্চ ইভেন্টে একাধিক নতুন iPhone এর সাথে আরও অনেক প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে মার্কিন টেক জায়েন্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন