iPhone Air: অ্যাপলের ইতিহাসে সবচেয়ে পাতলা স্মার্টফোন লঞ্চ হল, দাম জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 9 সেপ্টেম্বর 2025 23:20 IST
হাইলাইট
  • Apple-এর ইতিহাসে iPhone Air সবচেয়ে পাতলা স্মার্টফোন
  • IP68 রেটিং থাকার ফলে ফোনের ভিতরে জল বা ধুলো ঢুকতে পারবে না
  • iPhone Air তৈরি হয়েছে 80 শতাংশ রিসাইকেল করা টাইটানিয়াম দিয়ে

iPhone Air মাত্র 5.5 মিমি স্লিম

Photo Credit: Apple

iPhone 17 সিরিজ আইফোনপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে Apple-এর 'Awe Dropping' ইভেন্টে আত্মপ্রকাশ করেছে। এই বছর Plus ভেরিয়েন্টের পরিবর্তে iPhone Air নামে একটি সম্পূর্ণ নতুন মডেল লঞ্চ করেছে মার্কিন টেক জায়ান্টটি। এই ফোনের মূল আকর্ষণ আলট্রা স্লিম ডিজাইন। শুধু তাই নয়, এটি অ্যাপলের ইতিহাসে সবচেয়ে পাতলা আইফোন। শুনলে অবাক হবেন, iPhone Air মাত্র 5.6 মিমি স্লিম, যা একে বিশ্বের অন্যতম সরু স্মার্টফোনে পরিণত করেছে। নয়া আইফোনের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 40 শতাংশ বেশি পারফরম্যান্স সহ CPU, তিন গুণ বেশি স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট সেরামিক শিল্ড 2, অল-ডে ব্যাটারি লাইফ, iOS 26 সফটওয়্যার, অ্যাপল ইন্টেলিজেন্স, IP68 জলরোধী রেটিং, WiFi 7, ইত্যাদি। আলট্রা স্লিম স্মার্টফোনের বাজারে iPhone Air এর সঙ্গে মূলত Samsung Galaxy S25 Edge-এর প্রতিযোগিতা চলবে, যা 5.8 মিমি পাতলা।

ভারতে iPhone Air এর দাম

iPhone Air ভারতে 1,19,900 টাকায় লঞ্চ করেছে Apple, যা 256 জিবি বেস স্টোরেজে অপশনের দাম। অন্য দিকে, 512 জিবি স্টোরেজ ও 1 টিবি স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য যথাক্রমে 1,39,900 টাকা এবং 1,59,900 টাকা। ফোনটি স্কাই ব্লু, লাইট গোল্ড, ক্লাউড হোয়াইট, ও স্পেস ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। প্রি-অর্ডার সেপ্টেম্বর 12 থেকে শুরু হচ্ছে এবং ডেলিভারি সেপ্টেম্বর 19 থেকে চালু হবে।

iPhone Air স্পেসিফিকেশন ও ফিচার্স

আইফোন এয়ার 6.5 ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওলেড স্ক্রিনের সঙ্গে এসেছে, যা 10 থেকে 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 3,000 নিট পিক ব্রাইটনেস, 2,736x1,260 পিক্সেল রেজোলিউশন, এইচডিআর,  অলওয়েজ অন ডিসপ্লে (AOD) ফিঙ্গারপ্রিন্ট প্রতিরোধী ওলিওফোবিক কোটিং, ও অ্যান্টি-রিফ্লেকটিভ কোটিং অফার করে। এতে IP68 রেটিং থাকার ফলে ফোনের ভিতরে জল বা ধুলো ঢুকতে পারবে না।

অ্যাপলের দাবি, আইফোন এয়ার এখনও পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে পাতলা আইফোন মডেল, যা মাত্র 5.6 মিমি পুরু। ফোনটি 80 শতাংশ রিসাইকেল করা টাইটানিয়াম দিয়ে তৈরি করা হয়েছে। সামনে ও পেছনে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে সেরামিক শিল্ড 2 প্রযুক্তি। কোম্পানি আরও জানিয়েছে, ফোনটা চার গুণ বেশি টেকসই হবে এবং ফাটল ধরার ঝুঁকি অনেকটাই কমে যাবে।

iPhone Air একটাই রিয়ার ক্যামেরা নিয়ে এসেছে। 48 মেগাপিক্সেলের সেই ফিউশন সেন্সর f/1.6 অ্যাপারচার ও সেন্সর-শিফট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) অফার করে। ক্যামেরায় ছ'টি ইফেক্ট সহ পোট্রেট লাইটিং, নাইট মোড, বার্স্ট মোড, ফটোনিক ইঞ্জিন, ট্রু টোন ফ্ল্যাশ রয়েছে। সামনে 18 মেগাপিক্সেলের নতুন সেন্টার স্টেজ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা ডলবি ভিশন ফরম্যাটে 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

iPhone Air রান করে A19 Pro চিপসেটে। এটি ছয়টি কোরের সিপিইউ, 16টি কোরের নিউরাল ইঞ্জিন, ও ছ'টি কোরের জিপিইউ নিয়ে গঠিত বর্তমান। এতে অ্যাপলের নতুন N1 চিপ ব্যবহার করা হয়েছে, যা Wi-Fi 7, ব্লুটুথ 6 এবং থ্রেড সুবিধা সমর্থন করে। ফোনটিতে নতুন C1X মডেমও যুক্ত করা হয়েছে, যা iPhone 16e-তে ব্যবহৃত C1 মডেমের তুলনায় দ্বিগুণ নেটওয়ার্কিং স্পিড দিতে সক্ষম।

iPhone Air-এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ করেনি সংস্থা। তবে 30 মিনিটের মধ্যে ফোনটি 50 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে বলে দাবি করা হয়েছে। অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ফোনে ফুল চার্জে 27 ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখা যাবে। ফোনটির ওজন 165 গ্রাম। শেষে বলে রাখি, এটি শুধুমাত্র ই-সিম সহ পাওয়া যাবে অর্থাৎ, ভিতরে সিম কার্ডের স্লট থাকবে না।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 80W ফাস্ট চার্জিং সহ লঞ্চ হল Oppo A6 5G স্মার্টফোন
  2. 6,000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরার বাজেট স্মার্টফোন আনছে Realme, র‍্যাম 16 জিবি বাড়ানো যাবে!
  3. 7,000 টাকারও কমে লঞ্চ হচ্ছে Samsung Galaxy M07, লো বাজেটেও দুর্দান্ত ফিচার
  4. Moto X70 Air: আইফোন এয়ারকে টেক্কা! এবার সুপার-স্লিম ফোন আনছে মটোরোলা
  5. সেরা ক্যামেরার Samsung Galaxy S25 FE ফোনের সেল শুরু, পাবেন 5,000 টাকা ছাড়
  6. দুর্ধর্ষ ব্যাটারি ব্যাকআপ নিয়ে লঞ্চ হল CMF Headphone Pro, স্টাইল-ফিচার্সে বাজিমাত
  7. 200 মেগাপিক্সেল ক্যামেরা এবং 60W ফাস্ট চার্জিং সহ আসছে Samsung Galaxy S26 Ultra
  8. লঞ্চের আগেই Oppo Find X9 স্মার্টফোনের ক্যামেরা ও ডিসপ্লে স্পেসিফিকেশন ফাঁস হল
  9. সস্তায় জিনিস কেনার লাস্ট চান্স, এই তারিখ শেষ হচ্ছে Flipkart Big Billion Days সেল
  10. Realme 15 Pro 5G Game of Thrones Limited Edition ভারতে আসছে, থাকবে ড্রাগনের ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.