Photo Credit: Apple
iPhone 16 সিরিজ 2025 সালের সেপ্টেম্বর 9 লঞ্চ হয়েছিল
বহুল প্রত্যাশিত iPhone 17 সিরিজ সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে আত্মপ্রকাশ করতে পারে। Apple এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও, ব্লুমবার্গের প্রযুক্তি সাংবাদিক মার্ক গারম্যান তেমনটাই দাবি করেছেন। তিনি জানিয়েছেন, চলতি বছর নতুন আইফোন লাইনআপের লঞ্চ ইভেন্ট সেপ্টেম্বর 8 বা 12 তারিখের মধ্যে পড়তে পারে। টেক জায়ান্টটি iPhone 17, iPhone 17 Air (বা Slim), iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max লঞ্চ করবে আশা করা হচ্ছে। Pro ভেরিয়েন্টগুলি A19 Pro প্রসেসরে চলবে, যেখানে নন-Pro ভার্সন A19 চিপসেটের সাথে আসবে বলে জানা গিয়েছে।
গারম্যান তাঁর ‘পাওয়ার অন' নামের নিউজলেটারের লেটেস্ট এডিশনে লিখেছেন, নতুন আইফোন 17 সিরিজ সেপ্টেম্বর 8 থেকে সেপ্টেম্বর 12-এর মধ্যে আত্মপ্রকাশ করতে পারে। অ্যাপলে সাধারণত লেবার ডে'র ঠিক পরের সপ্তাহকেই লঞ্চের জন্য উপযুক্ত বলে মনে করে, বিশেষ করে মঙ্গলবার। তাই সেপ্টেম্বর 9 অথবা সেপ্টেম্বর 10 তারিখ অনুষ্ঠানের জন্য ধার্য হতে পারে। তিনি আরও বলেছেন, অ্যাপল কখনই শুক্রবারে অনুষ্ঠান রাখে না, তাই সেপ্টেম্বর 11 অথবা সেপ্টেম্বর 12-এর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতে পারে।
উল্লেখ্য, প্রতি বছর সেপ্টেম্বরে নতুন মডেলের আইফোন লঞ্চ করে থাকে অ্যাপল। 2014 সাল থেকেই এই রীতি অনুসরণ করে আসছে তারা। শুধুমাত্র কোভিডের জন্য 2020 সালে সংস্থাটির সময়সূচীতে পরিবর্তন ঘটেছিল। গত বছরের সেপ্টেম্বর 9 'ইটস গ্লোটাইম' ইভেন্টে লঞ্চ হয়েছিল iPhone 16 সিরিজ। আর 2023-এর সেপ্টেম্বর 12 অ্যাপলের 'ওয়ান্ডারলাস্ট' ইভেন্টে প্রকাশ হয়েছিল iPhone 15 সিরিজ।
অ্যাপল এই বছর iPhone 17 সিরিজে Plus ভেরিয়েন্ট রাখবে না। এই মডেলটির জায়গা নেবে স্লিম ডিজাইনের iPhone 17 Air। বেস এবং প্রো ভেরিয়েন্ট 6.3 ইঞ্চি স্ক্রিনের সাথে লঞ্চ করবে বলে মনে করা হচ্ছে। কোম্পানি 60 হার্টজের ডিসপ্লে প্যানেলকে 120 হার্টজে আপগ্রেড করবে বলে আশা করা হচ্ছে। টপ-এন্ড iPhone 17 Pro Max-এ 6.9 ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে। iPhone 17 মডেলে 8 জিবি র্যাম এবং Pro ভার্সনগুলিতে 12 জিবি র্যাম থাকবে। প্রতিটি ফোন iOS 26 সংস্করণে চলবে যা Apple WWDC 2025-এ উন্মোচিত হয়েছিল।
iPhone 17-এর ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেমের মধ্যে যার একটি ওয়াইড এবং একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে। iPhone 16-তে 48 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা ও 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা বর্তমান। অ্যাপল এই বছর বেস আইফোনের ক্যামেরা আপগ্রেড করবেবে না। তবে রিপোর্ট বলছে, iPhone 17 সিরিজের সমস্ত মডেল 24 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাবে, যেখানে এতদিন 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ছিল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন