iPhone Air এখনও পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে পাতলা আইফোন, যা মাত্র 5.6 মিমি পুরু। ফোনটি 80 শতাংশ রিসাইকেল করা টাইটানিয়াম দিয়ে তৈরি করা হয়েছে। সামনে ও পেছনে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে সেরামিক শিল্ড 2 প্রযুক্তি।
iPhone 17 Air এখনও পর্যন্ত সবচেয়ে পাতলা এবং হালকা আইফোন মডেল হবে। এটি 5.5 মিমি পুরু হওয়ার সম্ভাবনা। এতে 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও A19 প্রসেসর থাকতে পারে।
ব্লুমবার্গের প্রযুক্তি সাংবাদিক মার্ক গারম্যান তাঁর ‘পাওয়ার অন’ নামের নিউজলেটারের লেটেস্ট এডিশনে লিখেছেন, নতুন আইফোন 17 সিরিজ সেপ্টেম্বর 8 থেকে সেপ্টেম্বর 12-এর মধ্যে আত্মপ্রকাশ করতে পারে।