iPhone 17 Air মডেলটি 6.6 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে আসতে পারে, যা OLED প্যানেল হবে ও 120 হার্টজ প্রোমোশন রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটির ওজন 145 গ্রামের কাছাকাছি থাকতে পারে। স্মার্টফোনটির সবচেয়ে পাতলা জায়গায় পুরুত্ব মাত্র 5.5 মিমি হবে।
বহু আলোচিত অ্যাপেল কোম্পানীর iPhone SE 4 ফোনটি 2025 সালে লঞ্চ করা হতে পারে। তবে বর্তমানে এটির কোনো অফিসিয়াল তথ্য প্রকাশ করা হয়নি। নতুন iPhone মডেলটি সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের কাছে উপলব্ধ হতে চলেছে। এটিতে ফেস আইডি ব্যবহার করার কথা বলা হয়েছে। এছাড়াও এটিতে অ্যাপেলের Apple Inteligencee বৈশিষ্ট্য যুক্ত করা হবে