iPhone Air এখনও পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে পাতলা আইফোন, যা মাত্র 5.6 মিমি পুরু। ফোনটি 80 শতাংশ রিসাইকেল করা টাইটানিয়াম দিয়ে তৈরি করা হয়েছে। সামনে ও পেছনে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে সেরামিক শিল্ড 2 প্রযুক্তি।
iPhone 17 Air মডেলটি 6.6 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে আসতে পারে, যা OLED প্যানেল হবে ও 120 হার্টজ প্রোমোশন রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটির ওজন 145 গ্রামের কাছাকাছি থাকতে পারে। স্মার্টফোনটির সবচেয়ে পাতলা জায়গায় পুরুত্ব মাত্র 5.5 মিমি হবে।