গতকাল Apple এর 'Awe Dropping' অনুষ্ঠানে iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 Pro Max, ও iPhone Air লঞ্চ হয়েছে।
Photo Credit: Apple
iPhone 17 Pro সিরিজে চারটি স্মার্টফোন বিক্রি হবে
iPhone 17 সিরিজ কেমন দামে আসবে, কী কী ফিচার্স পাওয়া যাবে, নতুন কী চমক থাকবে — গতকাল Apple এর 'Awe Dropping' অনুষ্ঠানে চিরকালের মতো সেই সমস্ত জল্পনার অবসান ঘটেছে। iPhone 17, iPhone 17 Pro, ও iPhone 17 Pro Max-এর পাশাপাশি এসেছে iPhone Air। শেষের এয়ার মডেলটি মাত্র 5.6 মিমি স্লিম, যা একে অ্যাপলের ইতিহাসে সবচেয়ে পাতলা আইফোন পরিণত করেছে। iPhone 17 Pro সিরিজ ব্র্যান্ডের প্রথম মডেল যার পিছনের তিনটি ক্যামেরাই 48 মেগাপিক্সেল। সঙ্গে ভেপার চেম্বার কুলিং সিস্টেম রয়েছে। অফিসিয়াল লঞ্চ হওয়ার পরে বিশ্বজুড়ে iPhone 17 সিরিজের দাম প্রকাশ্যে এসেছে। শুনলে অবাক হবেন, আইফোনের লেটেস্ট মডেল ভারতের থেকে 45,000 টাকারও কমে পাওয়া যাচ্ছে আমেরিকায়। এছাড়াও, অন্যান্য দেশে প্রো মডেলগুলির দাম ভারতীয় রুপিতে রুপান্তর করলে দেখা যাচ্ছে, দামের ফারাক অনেকটা।
iPhone 17 | iPhone 17 Pro | iPhone 17 Pro Max | iPhone Air | |
---|---|---|---|---|
আমেরিকা | 799 ডলার (82,500 টাকা) | 1,099 ডলার (96,800 টাকা) | 1,199 ডলার (1,05,500 টাকা) | 999 ডলার (88,800 টাকা) |
ভারত | 82,900 টাকা | 1,34,900 টাকা | 1,49,900 টাকা | 1,19,900 টাকা |
দুবাই (UAE) | 3,399 দিরহাম (81,500 টাকা) | 4,699 দিরহাম (1,12,650 টাকা) | 5,099 দিরহাম (1,22,200 টাকা) | 4,299 দিরহাম (1,03,000 টাকা) |
সিঙ্গাপুর | 1,299 সিঙ্গাপুরি ডলার (89,200 টাকা) | 1,749 সিঙ্গাপুরি ডলার (1,20,100 টাকা) | 1,899 সিঙ্গাপুরি ডলার (1,30,400 টাকা) | 1,599 সিঙ্গাপুরি ডলার (1,09,800 টাকা) |
Apple-এর হোম মার্কেট আমেরিকায় iPhone 17 মডেলটির দাম 799 ডলার থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় 70,355 টাকা। তুলনাস্বরূপ, সিরিজের বেস মডেলের দাম ভারতে 82,900 টাকা রাখা হয়েছে। অর্থাৎ, দুই দেশের মধ্যে দামে প্রায় 12,500 টাকার ফারাক। iPhone 17 Pro আমেরিকায় পাওয়া যাচ্ছে 1,099 ডলারে (96,800 টাকা)। ভারতে প্রো মডেলের দাম 1,34,900 টাকা রাখা হয়েছে। ফলে এখানেও 38,000 টাকা বেশি দিতে হচ্ছে।
মার্কিন মুলুকে নতুন আইফোন সিরিজের টপ এন্ড মডেল, iPhone 17 Pro Max-এর দাম 1,199 ডলার (1,05,500 টাকা)। এটি ভারতে 1,49,900 টাকায় উপলব্ধ। অর্থাৎ, এখানেও 44,400 টাকার ফারাক। এমনকি দুবাই এবং সিঙ্গাপুরের মতো দেশে Pro ও Pro Max মডেলগুলির মূল্য ভারতের থেকে অনেক কম।
প্রসঙ্গত, গতকাল iPhone 17 সিরিজের সঙ্গে AirPods Pro 3, Apple Watch Ultra 3, Apple Watch Series 11, এবং Apple Watch SE 3 লঞ্চ হয়েছে। AirPods Pro 3-এর দাম ভারতে 25,900 টাকা। ইয়ারফোন হলেও এতে স্বাস্থ্য পর্যবেক্ষণের সুবিধা রয়েছে। এটি হার্ট রেট সেন্সর অফার করে, যা ব্যবহারকারীর হৃদস্পন্দন নজরে রাখবে। অ্যাপল দাবি করেছে, ইয়ারবাডসটি অডিও কোয়ালিটি ও নয়েজ ক্যান্সেলেশনের ক্ষেত্রে এক নতুন বেঞ্চমার্ক তৈরি করবে।
অ্যাপলের নতুন স্মার্টঘড়িগুলি শুধু সময় জানানোর যন্ত্র নয়, বরং ব্যক্তিগত স্বাস্থ্য সহকারী এবং ফিটনেস ট্রেইনার। Apple Watch Ultra 3 রক্তচাপ পর্যবেক্ষণ করতে সক্ষম, ফলে প্রেশার হাই হলেই ব্যবহারকারীকে সতর্কবার্তা পাঠাবে। ঘড়িটিতে 5G সাপোর্ট ও দ্বি-মুখী স্যাটেলাইট কানেক্টিভিটি অন্তর্ভুক্ত আছে। ডিভাইসটির দাম ভারতে 89,900 টাকা রাখা হয়েছে। অন্য দিকে, Apple Watch SE 3 এবং Apple Watch Series 11 কিনতে যথাক্রমে 25,900 টাকা ও 46,900 টাকা খরচ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন