AirPods Pro 3 বিশ্বের সর্বাধুনিক ANC বা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন প্রযুক্তি অফার করে বলে দাবি করছে কোম্পানি৷
2022 সালের সেপ্টেম্বরে AirPods Pro 2 এনেছিল Apple
মঙ্গলবার Apple-এর 'Awe Dropping' ইভেন্টে iPhone 17 সিরিজের আত্মপ্রকাশ ঘটল। এই বছরেও চারটি স্মার্টফোন এনেছে মার্কিন প্রযুক্তি সংস্থা — iPhone 17, iPhone Air, Phone 17 Pro, ও iPhone 17 Pro Max। প্লাস ভেরিয়েন্টের বদলে এবার আলট্রা স্লিম এয়ার মডেলের আগমন ঘটেছে, যা মাত্র 5.5 মিমি পুরু। এই ফোনগুলির সঙ্গে নতুন AirBuds Pro 3 ইয়ারবাডসের ঘোষণা করেছে কোম্পানি, যা বিশ্বের সর্বাধুনিক ANC বা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন প্রযুক্তি অফার করে বলে দাবি করছে কোম্পানি৷ এয়ারপডসের থার্ড জেনারেশন মডেল আরও চমকে ভরপুর৷ চলুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক৷
AirPods Pro 3-তে বিশেষ হিয়ারিং টেস্ট ফিচার রয়েছে, যা বিভিন্ন ধরনের শব্দ বাজিয়ে ব্যবহারকারীর শ্রবণশক্তি পরীক্ষা করবে। যদি শ্রবণ সংক্রান্ত কোনও সমস্যা ধরতে পারে, তাহলে ডাক্তারের পরামর্শ নিতে বলবে। হেডসেটটির অভ্যন্তরে আরও উন্নত চিপ ব্যবহার হয়েছে।
এই খবরের বাকি অংশ শীঘ্রই আপডেট করা হবে
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন