AirPods Pro 3: ইয়ারবাডস মাপবে হার্ট রেট, অনুবাদ করে শোনাবে অন্যের ভাষা, বিরাট চমক Apple-এর

AirPods Pro 3 যেমন ব্যবহারকারীর হৃদস্পন্দন মাপতে পারে, তেমনই ক্যালোরি বার্ন বা শরীরের খরচ হওয়া ক্যালোরির পরিমাণও মাপতে সক্ষম

AirPods Pro 3: ইয়ারবাডস মাপবে হার্ট রেট, অনুবাদ করে শোনাবে অন্যের ভাষা, বিরাট চমক Apple-এর

Photo Credit: Apple

AirPods Pro 3 লাইভ ট্রান্সলেশন সাপোর্ট করে

হাইলাইট
  • AirPods Pro 3-এর-এর বডি IP67 সার্টিফায়েড
  • এতে সর্বাধুনিক অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন থাকার দাবি করা হয়েছে
  • AirPods Pro 3 হেডসেটে হার্ট রেট সেন্সর দিয়েছে অ্যাপল
বিজ্ঞাপন

গতকাল Apple-এর 'Awe Dropping' অনুষ্ঠানে AirPods Pro 3 লঞ্চ হয়েছে। এটি মার্কিন টেক জায়ান্টটির তৃতীয় প্রজন্মের এয়ারপডস যা অবিশ্বাস্য সব ফিচার্সের সঙ্গে আত্মপ্রকাশ করেছে। গান শোনার পাশাপাশি এই নতুন টিডব্লিউএস (TWS) ইয়ারবাড ব্যবহারকারীর ফিটনেস এবং স্বাস্থ্যের খেয়ালও রাখতে পারবে। AirPods Pro 3 স্বাস্থ্য পর্যবেক্ষণের নতুন ফিচার নিয়ে এসেছে। এতে হার্ট রেট সেন্সর দিয়েছে অ্যাপল, যা ব্যবহারকারীর হৃদস্পন্দন নিয়মিত নজরে রাখবে। এটি ক্যালোরি বার্ন বা শরীরের খরচ হওয়া ক্যালোরির পরিমাণও মাপতে সক্ষম। সংস্থা জানিয়েছে, নতুন ইয়ারফোনটি আগের মডেলের তুলনায় দ্বিগুণ নয়েজ ক্যান্সেলেশন অফার করবে।

AirPods Pro 3 স্পেসিফিকেশন ও ফিচার্স

অ্যাপল দাবি করেছে, নতুন এয়ারপডস প্রো 3 অডিও কোয়ালিটি ও নয়েজ ক্যান্সেলেশনের ক্ষেত্রে এক নতুন বেঞ্চমার্ক তৈরি করবে। এই ইয়ারবাডসে বিশ্বের সর্বাধুনিক অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন প্রযুক্তি থাকার দাবি করছে কোম্পানি। বাইরের শব্দ আরও কার্যকরভাবে বন্ধ করার লক্ষ্যে, নতুন ফোম-ইনফিউজড ইয়ার টিপ দেওয়া হয়েছে। অ্যাপল বলছে যে, এই নতুন ডিজাইন আগের প্রজন্মের তুলনায় দ্বিগুণ নয়েজ ক্যান্সেলেশনের ক্ষমতা প্রদান করবে।

AirPods Pro 3-এর সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হল, একটি কাস্টম PPG হার্ট রেট সেন্সর, যা অ্যাপলের তৈরি এখনও পর্যন্ত সবচেয়ে ছোট সেন্সর। অর্থাৎ, স্মার্টওয়াচের ফিচার এবার ইয়ারবাডসে পাওয়া যাবে। এই বৈশিষ্ট্য ডিভাইসটির মোশন সেন্সর, জাইরোস্কোপ, ও জিপিএস সেন্সরের সঙ্গে কাজ করে। এর ফলে ব্যবহারকারীরা হৃদস্পন্দন, ক্যালোরি, ও পঞ্চাশের বেশি ওয়ার্কআউট ট্র্যাক করতে পারবে।

AirPods Pro 3 মডেলের আরেকটি দুর্দান্ত ফিচার হল, লাইভ ট্রান্সলেশন। এই বৈশিষ্ট্য আসার ফলে ভাষা আর যোগাযোগের মাধ্যমে বাধা হয়ে দাঁড়াবে না। এটি অ্যাপল ইন্টেলিজেন্সের মাধ্যমে লাইভ অনুবাদ করবে। ফিচারটি যখন কেউ কথা বলে তখন মূল ভাষার শব্দের ভলিউম কমিয়ে দেয়, এবং ব্যবহারকারীর পছন্দের ভাষায় সেই কথার অনুবাদ শোনায়। ব্যবহারকারীরা আইফোনকে ডিসপ্লে হিসাবে ব্যবহার করতে পারেন, যা অন্য ব্যক্তির ভাষায় লাইভ ট্রান্সক্রিপশন দেখাবে।

থার্ড জেনারেশন এয়ারপডসে IP67 জলরোধী রেটিং আছে। এটি ফুল চার্জে আট ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেবে বলে দাবি করা হয়েছে। ANC অন থাকলে, ইয়ারফোনটি কেস সহ 24 ঘন্টা পর্যন্ত মোট ব্যাটারি লাইফ সরবরাহ করবে। এটির কেস USB Type-C এবং Qi2 ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

ভারতে AirPods Pro 3 এর দাম

AirPods Pro 3 এর ভারতে দাম 25,900 টাকা। মনে রাখবেন, ইয়ারফোনটির সমস্ত বৈশিষ্ট্য অ্যাক্সেস করার জন্য ব্যবহারকারীদের লেটেস্ট ভার্সনের সফটওয়্যার চালিত অ্যাপল ডিভাইসের সাথে যুক্ত করতে হবে। এটি শুধুমাত্র সাদা রঙে পাওয়া যাচ্ছে ও বর্তমানে প্রি অর্ডারের জন্য উপলব্ধ।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. সেরা ক্যামেরার Samsung Galaxy S25 FE ফোনের সেল শুরু, পাবেন 5,000 টাকা ছাড়
  2. দুর্ধর্ষ ব্যাটারি ব্যাকআপ নিয়ে লঞ্চ হল CMF Headphone Pro, স্টাইল-ফিচার্সে বাজিমাত
  3. 200 মেগাপিক্সেল ক্যামেরা এবং 60W ফাস্ট চার্জিং সহ আসছে Samsung Galaxy S26 Ultra
  4. লঞ্চের আগেই Oppo Find X9 স্মার্টফোনের ক্যামেরা ও ডিসপ্লে স্পেসিফিকেশন ফাঁস হল
  5. সস্তায় জিনিস কেনার লাস্ট চান্স, এই তারিখ শেষ হচ্ছে Flipkart Big Billion Days সেল
  6. Realme 15 Pro 5G Game of Thrones Limited Edition ভারতে আসছে, থাকবে ড্রাগনের ডিজাইন
  7. বিজ্ঞাপন ছাড়াই দেখুন YouTube, রাস্তার বিরিয়ানির দামের থেকেও সস্তা প্ল্যান আনল Google
  8. 4G চালু করার সাথে সাথেই BSNL আনল দুর্দান্ত প্ল্যান, সবথেকে কম খরচে ডেটা ও আনলিমিটেড কলিং
  9. ক্যামেরা, ব্যাটারি ও প্রসেসরে বড় চমক, Poco F8 Ultra ঝড় তুলবে Android ফোনের বাজারে
  10. পিছনে 200MP ও সামনে 50MP ক্যামেরার সঙ্গে মধ্যবিত্তের বাজেটে আসছে Vivo V60e, দাম ফাঁস
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »