iPhone 17 সিরিজের সঙ্গে 'Awe Dropping' ইভেন্টে Apple Watch Series 11, Apple Watch Ultra 3, ও Apple Watch SE 3 লঞ্চ হয়েছে।
Apple Watch SE 3 নতুন সিরিজের সবচেয়ে সস্তা স্মার্টওয়াচ হওয়ার সম্ভাবনা
মঙ্গলবার Apple-এর 'Awe Dropping' ইভেন্টে iPhone 17 সিরিজের আত্মপ্রকাশ ঘটল। এই বছরেও চারটি স্মার্টফোন এনেছে মার্কিন প্রযুক্তি সংস্থা — iPhone 17, iPhone Air, Phone 17 Pro, ও iPhone 17 Pro Max। প্লাস ভেরিয়েন্টের বদলে এবার আলট্রা স্লিম এয়ার মডেলের আগমন ঘটেছে, যা মাত্র 5.5 মিমি পুরু। এই ফোনগুলির সঙ্গে তিনটি নতুন স্মার্টওয়াচেরও ঘোষণা করেছে কোম্পানি। Apple Watch Series 11, Apple Watch Ultra 3, ও Apple Watch SE 3 আজকের অনুষ্ঠানেই লঞ্চ হয়েছে। এই অত্যাধুনিক স্মার্টঘড়িতে প্রেশার মাপা থেকে বিনা নেটওয়ার্কে কল করার মতো সুবিধা রয়েছে।
Apple Watch Series 11 রক্তচাপ মাপার বৈশিষ্ট্য সহ এসেছে। তবে অ্যাপলের স্মার্টওয়াচটি শুধু হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ পর্যবেক্ষণ করবে। অর্থাৎ, এটি পুরোপুরি রক্তচাপ মাপার যন্ত্রের মতো কাজ করবে না, বরং উচ্চ রক্তচাপের কোনো লক্ষণ খুঁজে পেলে সতর্কবার্তা পাঠাবে। ডিভাইসটি সিস্টোলিক বা ডায়াস্টোলিক কোনও সুর্নিদিষ্ট মান দেখাবে না। এটি 42 মিমি ও 44 মিমি ডায়াল সাইজে উপলব্ধ। ঘড়িটিতে এলটিপিও ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
এই খবরের বাকি অংশ শীঘ্রই আপডেট করা হবে
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন