Apple Watch Ultra 3: রক্তচাপ বাড়লেই সতর্ক করবে অ্যাপলের নতুন স্মার্টওয়াচ

iPhone 17 সিরিজের সঙ্গে 'Awe Dropping' ইভেন্টে Apple Watch Series 11, Apple Watch Ultra 3, ও Apple Watch SE 3 লঞ্চ হয়েছে।

Apple Watch Ultra 3: রক্তচাপ বাড়লেই সতর্ক করবে অ্যাপলের নতুন স্মার্টওয়াচ

Photo Credit: Apple

Apple Watch Ultra 3 উচ্চ রক্তচাপ পর্যবেক্ষণ করলে সতর্কবার্তা পাঠাবে

হাইলাইট
  • Apple Watch Ultra 3 রক্তচাপ বেড়ে গেলে সতর্কবার্তা পাঠাবে
  • Apple Watch 3 SE ঘুমের সময় শ্বাসকষ্টজনিত সমস্যার ঝুঁকি থাকলে সতর্ক করবে
  • Apple Watch SE 3 5G সাপোর্টের সাথে নতুনভাবে ডিজাইন করা অ্যান্টেনা পেয়েছে
বিজ্ঞাপন

মঙ্গলবার Apple-এর 'Awe Dropping' ইভেন্টে iPhone 17, iPhone Air, Phone 17 Pro, ও iPhone 17 Pro Max লঞ্চ হয়েছে। এই চারটি স্মার্টফোনের পাশাপাশি তিনটি অত্যাধুনিক স্মার্টওয়াচ এনেছে মার্কিন প্রযুক্তি সংস্থা —Apple Watch Ultra 3, Apple Watch Series 11, এবং Apple Watch SE 3। এই স্মার্টঘড়িগুলি শুধু সময় জানানোর যন্ত্র নয়, বরং ব্যক্তিগত স্বাস্থ্য সহকারী এবং ফিটনেস ট্রেইনার বলা যায়। প্রতিটি মডেলে হেলথ, ফিটনেস, সেফটি ও কানেক্টিভিটি ফিচারে বড় ধরনের উন্নতি আনা হয়েছে। ঘড়িগুলি 5G সাপোর্ট, টু-ওয়ে স্যাটেলাইট কানেক্টিভিটি, ওয়ার্কআউট বাডি ফিচার, ও স্থাস্থ্য পর্যবেক্ষণ করার সুবিধা দেয়। নতুন Apple স্মার্টওয়াচের আরেকটি বড় গুণ হল, এটি রক্তচাপ বেড়ে গেলে ব্যবহারকারীকে সতর্কবার্তা পাঠাবে।

Apple Watch Ultra 3

Apple Watch Ultra 3 কোম্পানির সবচেয়ে দামি স্মার্টঘড়ি এবং এটি অ্যাপলের তৈরি সব স্মার্টওয়াচের মধ্যে সবথেকে বড় স্ক্রিন যুক্ত মডেল। এতে LTPO3 ওয়াইড-অ্যাঙ্গেল OLED প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি 42 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করে, যা লো পাওয়ার মোডে 72 ঘন্টা পর্যন্ত বাড়ানো যায়। ঘড়িটিতে 5G কানেক্টিভিটি রয়েছে। আবার নেটওয়ার্ক কভারেজের বাইরে থাকাকালীন বার্তা প্রেরণ, SOS, এবং বর্তমান লোকেশন ভাগ করে নেওয়ার জন্য দ্বি-মুখী স্যাটেলাইট কানেক্টিভিটি অন্তর্ভুক্ত রয়েছে।

Apple Watch Ultra 3-এর নতুন হেলথ ফিচার্সের মধ্যে রয়েছে হাইপারটেনশন নোটিফিকেশন, যা উচ্চ রক্তচাপ পর্যবেক্ষণ করলে ব্যবহারকারীকে সতর্কবার্তা পাঠাবে।অন্য দিকে, স্লিপ স্কোর সিস্টেম ঘুমের মান সম্পর্কে বিস্তারিত ধারণা দেবে। এছাড়া অ্যাপল ইন্টেলিজেন্স দ্বারা চালিত ওয়ার্কআউট বাডি ফিচারটি ব্যবহারকারীর জন্য পার্সোনোলাইজড ট্রেনিং সাপোর্ট প্রদান করবে। ঘড়িটি দৌড়নো, সাইক্লিং, সাঁতার, ডাইভিং, গলফ, ও হাইকিংয়ের মতো কার্যকলাপের জন্য উন্নত ট্র্যাকিং সুবিধা দিচ্ছে। এটি ভারতে 89,900 টাকায় লঞ্চ হয়েছে।

Apple Watch SE 3

তিনটি স্মার্টওয়াচের মধ্যে Apple Watch SE 3 সবথেকে সস্তা। ভারতে দাম 25,900 টাকা রাখা হয়েছে। অ্যাপল ওয়াচের এই মডেলে বেশ কিছু উন্নত হেলথ ফিচার যুক্ত হয়েছে। যার মধ্যে রয়েছে স্লিপ ট্র্যাকিং বা ঘুমের মান পর্যবেক্ষণ, যেখানে ব্যবহারকারী একটি স্লিপ স্কোর পাবে। ঘড়িটি হাতের কবজির তাপমাত্রা পরিমাপ করতে পারে। এটি ঘুমের সময় শ্বাসকষ্টজনিত সমস্যার ঝুঁকি থাকলেও সতর্ক করবে।

Apple Watch SE 3 ওয়ার্কআউট বাডি, উন্নত ফিটনেস ও ওয়ার্কআউট অ্যাপস অফার করে। ব্যবহারে সুবিধার জন্য ডাবল-ট্যাপ কিংবা হাত নাড়ানোর মতো নতুন জেসচার কন্ট্রোলসও যোগ করা হয়েছে। এছাড়াও, এই ঘড়িতে S10 চিপ, অলওয়েজ-অন ডিসপ্লে, ফাস্ট চার্জিং, ও 5G সাপোর্ট আছে।

Apple Watch Series 11

Apple Watch Series 11 এর ডিজাইন আরও পাতলা এবং এটি 24 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করে। স্মার্টওয়াচটির অ্যালুমিনিয়াম মডেলে আয়ন-এক্স গ্লাস রয়েছে, অন্যদিকে টাইটানিয়াম মডেলে স্যাফায়ার ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে। ঘড়িটি 5G সাপোর্টের সাথে  নতুনভাবে ডিজাইন করা অ্যান্টেনা পেয়েছে। এতে আল্ট্রা 3 এর মতো, উচ্চ রক্তচাপের এলার্ট, স্লিপ স্কোর, ইসিজি, রক্তে অক্সিজেনের মাত্রা এবং সাইকেল ট্র্যাকিংয়ের জন্য সমর্থন রয়েছে। ভারতে ডিভাইসটির দাম 46,900 টাকা থেকে শুরু হচ্ছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo A6x 5G ভারতে 6,500mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং সহ লঞ্চ হল, দাম মাত্র 12,499 টাকা
  2. Vivo X300 ও X300 Pro বাজার কাঁপানো ফিচার্স নিয়ে ভারতে লঞ্চ হল, ফোনে এবার DSLR ক্যামেরার মতো ছবি
  3. Sanchar Saathi: নতুন-পুরনো সমস্ত ফোনে ইনস্টল করতেই হবে এই অ্যাপ, নির্দেশ দিল কেন্দ্র
  4. Realme P4x 5G বাজেট স্মার্টফোনে বিপ্লব ঘটাবে, লঞ্চ হওয়ার আগেই দাম ফাঁস
  5. iQOO 15 সেলে 8,000 টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, এমন অফার আর আসবে না
  6. Oppo Find X9 চোখ ধাঁধানো ভেলভেট রেড রঙে লঞ্চ হল, 7,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে
  7. Vivo S50 Pro Mini আসছে iPhone Air-এর মতো ডিজাইন নিয়ে, থাকবে হাই-টেক ফিচার্স
  8. Nothing Phone 3 Lite এর সঙ্গে 10,000 টাকার উপহার পাবে ক্রেতারা, চমকে দেওয়া অফার আনল কোম্পানি
  9. Realme C85 5G লঞ্চ হল 15,000 টাকার কমে, রয়েছে 7,000mAh ব্যাটারি ও 18GB পর্যন্ত র‍্যাম
  10. Reliance অবিশ্বাস্য অফার আনল, মাত্র 12,490 টাকায় পাবেন JioBook ল্যাপটপ
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »