ক্রমশ কোম্পানির শেয়ারের দাম কমছে। এতদিন Apple এর শক্ত জমি ছিল চিন। সেখানেও বিপুল হারে iPhone বিক্রি কমেছে। বিশ্লেষকরা জানিয়েছেন শিঘ্রই চিনে সস্তা হতে চলেছে iPhone XR। সম্প্রতি জাপানে সস্তা হয়েছে iPhone XR। এছাড়াও চিনে একাধিক পুরনো iPhone মডেলের দাম কমিয়েছে Apple। এছাড়াও নতুন বছরে ভিডিও স্ট্রিমিং অ্যাপ নিয়ে আসতে চলেছে কুপার্টিনোর কোম্পানিটি।
আরও পড়ুন: Amazon Great Indian Sale কে টেক্কা দিতে আসছে Flipkart Republic Day Sale
ড্যানিয়েল ইভস নামে এক বিশ্লেষক জানিয়েছেন, বাজারে নিজেদের প্রাসঙ্গিক করে তুলতে iPhone XR মডেলের দাম অনেকটাই কমাতে চলেছে Apple। ইতিমধ্যেই চিনের বড় রিটেলাররা একাধিক iPhone মডেলে বিপুল ডিসকাউন্ট দিতে শুরু করছে।
আরও পড়ুন: নতুন নিয়মে 153 টাকা বেস প্যাকে 100 টি চ্যানেল দেখা যাবে
সম্প্রতি বেশ নড়বড়ে Apple স্টক। এর অন্যতম কারন লেটেস্ট iPhone XR এর আকাশছোঁয়া দাম। যা Apple লগ্নীকারীদের বেশ চিন্তায় রেখেছে। তাই নতুন গ্রাহক টানতে iPhone XR সস্তা করার সিদ্ধান্ত নিতে চলেছে Apple।
আরও পড়ুন: 2019 সালে সস্তা হয়েছে এই পাঁচটি Xiaomi স্মার্টফোন
বিশ্বব্যাপী iPhone সেলে ভাঁটার কারনে সার্ভিসে জোড় দিতে চাইছে Apple। অনেক দিন ধরেই Apple এর ভিডিও স্ট্রিমিং সার্ভিস বাজারে আসার কথা শোনা যাচ্ছিল। এবার দিনের আলো দেখতে পারে এই সার্ভিস। সম্প্রতি এক সাক্ষাৎকারে কোম্পানির সিইও টিম কুক জানিয়েছিলেন 2019 সালে একাধিক সার্ভিস লঞ্চ করবে Apple। Amazon, Netflix ও Hulu র মতো জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সার্ভিসের সামনে কড়া প্রতিযোগিতার মুখমুখি হবে Apple এর নতুন ভিডিও স্ট্রিমিং সার্ভিস।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন