iPhone X এর এই বিশাল সাফল্যের পিছনে হাত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, চিন ও জাপানের মতো দেশগুলির। লঞ্চের পর থেকে কোম্পানি iPhone থেকে মোট যত লাভ করেছে তার অর্ধেক টাকা এসেছে iPhone X বিক্রি করে।
বিশ্বব্যাপী ছয় কোটির বেশি iPhone X বিক্রি হয়েছে।
গত বছর লঞ্চ হয়েছিল iPhone X। ইতিমধ্যেই বিশ্বব্যাপী ছয় কোটির বেশি iPhone X বিক্রি হয়েছে। দাম বেশি হওয়ার কারনে অন্যান্য iPhone এর মতো বেশি পরিমানে বিক্রি না হলেও কোম্পানির ইতিহাসে সবথেকে লাভজঙ্ক প্রোডাক্ট হতে চলেছে এই ফোন। গত দশ মাসে iPhone X বিক্রি করে 62 মিলিয়ান মার্কিন্ন ডলার লাভ করেছে Apple। এর আগে iPhone 6 বিক্রি করে একই রকম লাভ করেছিল কুপার্চিনোর কোম্পানিটি। নতুন ডিজাইনে বাজারে এসেছে 2014 সালে কোম্পানির সব লাভের রেকর্ড ভেঙে দিয়েছিল iPhone 6। এবার সেই রেকর্ড ভাঙতে প্রস্তুত iPhone X।
লঞ্চের দশ মাস পরে মোট নয় কোটি iPhone 6 বিক্রি হয়েছিল। ছয় কোটি iPhone 6 বিক্রি হতে সময় লেগেছিল মাত্র ছয় মাস। তাই সংখ্যার বিচারে নিঃসন্দেহে এগিয়ে থাকবে iPhone 6 । সম্পূর্ণ নতুন ডিজাইনের উপরে ভর করে বাজারে এসেছিল iPhone X। আর সেই উপায়েই কিস্তি মাত করে এই ফোন। আপাতত iPhone 6 ও iPhone X দুটি ফোন থেকে 62 বিলিয়ান মার্কিন ডলার রোজগার করেছে Apple।
এই রিপোর্টে বলা হয়েছে iPhone X এর এই বিশাল সাফল্যের পিছনে হাত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, চিন ও জাপানের মতো দেশগুলির। লঞ্চের পর থেকে কোম্পানি iPhone থেকে মোট যত লাভ করেছে তার অর্ধেক টাকা এসেছে iPhone X বিক্রি করে। সারা পৃথিবীতে বিক্রি হওয়া মোট iPhone X এর মাত্র এক শতাংশ ফোন বিক্রি হয়েছে এই দেশে। গত দশ মাসে Huawei, Oppo, Vivo, Xiaomi এর মতো তাবড় কোম্পানি গুলির থেকে বেশি লাভ করেছে iPhone X।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Vivo S50 and Vivo S50 Pro Mini Spotted on China Telecom Website Ahead of December 15 Launch