ইউটিউবে 'River treasure dives' নামে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এই ভিডিওতে দাবি করা হয়েছে জলের তলা থেকে উদ্ধার হয়েছে একটি iPhone X।
Photo Credit: YouTube/ Man + River
গত বছরে iPhone X লঞ্চের সময় কোম্পানি জানিয়েছিল ওয়াটার ও ডাস্ট রেসিসট্যান্ট হবে এই ফোন। এই জন্যই IP67 সার্টিফিকেশান পেয়েছিল iPhone X। অর্থাৎ এক মিটার জলের তলায় 30 মিনিট থাকলেও এই ফোনে কোন ক্ষতি হবে না। একজন ডাইভার জলের তলা থেকে একটি iPhone X খুঁজে বার করেছেন। কিন্তু এই ফোনের জলের তল্য বেঁচে থাকার ক্ষমতা এতটাই বেশি যে দুই সপ্তাহ জলের তলায় থাকার পড়েও দিব্বি চলছে iPhone X।
সম্প্রতি এমনই একটি ভিডিও পোস্ট হয়েছে ইউটিউবে। ইউটিউবে Man + River নামের এক চ্যানেলে 'River treasure dives' নামে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এই ভিডিওতে দাবি করা হয়েছে জলের তলা থেকে উদ্ধার হয়েছে একটি iPhone X। এর আগে তিনি জলের তলা থেকে একাধিক ওয়্যারেবেল ডিভাইস, দামি সানগ্লাস, ও একাধিক দামি আংটি খুঁজে পেয়েছেন। এবার তিনি খুঁজে পেলেন একটি iPhone X। এই চ্যানেলটি চালান ডালাস নামের এক ব্যাক্তি।
সম্প্রতি এক ডাইভে একটি 10K সোনার আংটি খুঁজে পেয়েছিলেন ডালাস। কিন্তু এইবার তার কপালে ছিল একটি সিলভার রঙের iPhone X। এই ফোনে কোন ওয়াটারপ্রুফ কেসিং যুক্ত ছিল না। অনেকেই মনে করবেন এই ফোন আর কোন ভাবেই কাজ করা সম্ভব নয়। কিন্তু সবাইকে চমকে দিয়ে ডালাস দেখিয়েছেন একদম স্বাভাবিক ভাবেই কাজ করছে ডালাসের খুঁজে পাওয়া iPhone X।
এই ভিডিওতে দেখা গিয়েছে হেয়ার ড্রায়ার দিয়ে প্রথমে এই ফোন শুকিয়ে নিয়েছে ডালাস। এর পরেই তিনি ফোনটি সিলিকা গেল সহ কন্টেনারে ভরে দিয়েছেন। তিনদিন পরে ফোনটি বার করে সাধারন ভাবেই চার্জ করেছেন তার খুঁজে পাওয়া ফোনটি।
এরপরে iPhone X টি পাওয়ার অন করলে তা চলতে শুরু করে দেয়। এরপরে তিনি এই ফোনের মালিক এলিশাকে খুঁজে বার করে তার হাতে ফোনটি ফেরৎ দিয়ে দেন। নতুন ফোন খুঁজে পেয়ে দারুন উত্তেজিত দেখায় এলিসাকে। তার ছোট্ট শিশুর একাধিক ছবি এই ভিভাইসে রয়েছে বলে জানিয়েছেন এলিসা। তিনি স্বীকার করেন তার ফোনে কোন ওয়াটার প্রুফিং কেস ছিল না।
যেহেতু অ্যাপেল জলে পড়ে ফোন নষ্ট হলে তার ওয়্যারান্টি দেয় না তাই iPhone X গ্রাহকরা এই ভিডিও দেখার পরে একটু স্বতি বধ করতে শুরু করেছেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন