iQOO 15 ট্রিপল ব্যাক ক্যামেরার সঙ্গে আসছে
Photo Credit: iQOO
iQOO 15 আগামী মাসে চীনে লঞ্চ হয়ে যেতে পারে। Vivo X300 সিরিজ ও Oppo Find X8 সিরিজ অক্টোবর মাসে মুক্তি পাচ্ছে। ফলে আইকু-ও একই সময়ে তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন প্রকাশ করবে বলে জল্পনা শোনা যাচ্ছে। অফিসিয়াল লঞ্চের আগে, এখন হ্যান্ডসেটটির ডিজাইন তথা ফার্স্ট লুক প্রকাশ করেছে কোম্পানি। iQOO 15 নজরকাড়া স্টাইল নিয়ে বাজারে আসবে। এতে রঙ পরিবর্তনকারী ব্যাক প্যানেল থাকবে। শুধু স্টাইলিং এলিমেন্ট নয়, ফিচার্সের দিক থেকেও সমীহ জাগাবে। আসন্ন ডিভাইসটি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,000mAh ব্যাটারি অফার করতে পারে।
iQOO 15 ভিন্নধর্মী ডিজাইনের সঙ্গে আসছে। ফোনটির ব্যাক প্যানেল বা পিছনের অংশে রঙ বদলানোর প্রযুক্তি ব্যবহার হয়েছে। হাতে ধরলে অথবা বিভিন্ন কোণ থেকে দেখলে ব্যাক প্যানেলের রঙ পাল্টে যাবে। এছাড়া এই ফোনে RGB লাইটিং সিস্টেমের উপস্থিতি নিশ্চিত করে সংস্থার তরফে আগেই টিজার প্রকাশ করা হয়েছে। এর বর্গাকার ক্যামেরা মডিউলে তিনটি ক্যামেরা সেন্সর ও একটি LED ফ্ল্যাশ রয়েছে।
তিনটি ক্যামেরার মধ্যে একটি টেলিফটো সেন্সর হবে যা 100x ডিজিটাল জুম অফার করবে। ডানদিকে একটি পাওয়ার বাটন ও ভলিউম কন্ট্রোল বোতাম দেখা যাচ্ছে। সেখানে দুটি অ্যান্টেনা ব্যান্ডও চোখে পড়ছে। বলা হচ্ছে যে, এই ডিভাইসটি প্রথম যেখানে Android 16 ভিত্তিক OriginOS 6 কাস্টম সফটওয়্যার ব্যবহার করা হবে। ফোনটিতে মেটাল ফ্রেম ও একটি মার্বেলের মতো ব্যাক প্যানেলও থাকবে।
টিপস্টার সঞ্জু চৌধুরী X (সাবেক টুইটার)-এর একটি পোস্টের মাধ্যমে iQOO 15 মডেলটির বেশ কয়েকটি স্পেসিফিকেশন ফাঁস করেছেন। তার দাবি, ফটোগ্রাফির জন্য হ্যান্ডসেটটির ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল 1/1.56-ইঞ্চি প্রাইমারি ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স মিলতে পারে। সিকিউরিটির জন্য, আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকতে পারে।
ফোনটির সামনে 2K রেজোলিউশন সহ 6.8-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে এবং অ্যান্টি-রিফ্লেক্টিভ কোটিং থাকবে। এতে ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 চিপসেট থাকার জোরালো সম্ভাবনা রয়েছে৷ তার সাথে একটি গেমিং চিপ মিলবে। এটি LPDDR5X র্যাম ও UFS 4.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত থাকবে। iQOO 15 ফোনে 7,000mAh ব্যাটারি থাকতে পারে যা 100W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। এতে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পাওয়া যেতে পারে। এছাড়াও, এটি IP68 বা IP69 জল ও ধুলো প্রতিরোধী রেটিং সহ আসতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.