iQOO 15 Ultra ফোনের অ্যাক্টিভ কুলিং সিস্টেমের ইনটেক ভেন্ট ক্যামেরা মডিউলের ঠিক নিচে অবস্থিত।
Photo Credit: iQOO
iQOO 15 Ultra features a honeycomb-patterned rear panel
iQOO 15 Ultra স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে এল। ভিভোর সাব ব্র্যান্ডটি বিগত ক'দিন ধরে টিজ করার পর অবশেষে অফিসিয়াল ছবি প্রকাশ করেছে। ফোনটির ডিজাইন প্রথম ঝলকেই নজর কাড়তে বাধ্য। লুকসে সায়েন্স ফিকশন থিমের প্রভাব রয়েছে। ডিভাইসটি একজোড়া রঙের বিকল্পে উপলব্ধ হবে। এতে একটি অত্যাধুনিক গেমিং স্মার্টফোনের সমস্ত বৈশিষ্ট্য মজুত থাকবে। iQOO 15 Ultra ফেব্রুয়ারিতে চীনে লঞ্চ হতে পারে। এই হ্যান্ডসেটে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে, যা এখন বিশ্বের অন্যতম শক্তিশালী Android প্রসেসর। ফোনটির অন্যতম চমক হবে অ্যাক্টিভ কুলিং ফ্যান।
আইকু 15 আল্ট্রা দুইটি রঙের বিকল্পে আসছে। এদের মধ্যে একটির পোশাকি নাম 2077 ফ্লোয়িং অরেঞ্জ, যা দেখতে আরও বেশি এনার্জেটিক। অন্য দিকে, আরেকটি কালার অপশনের নাম 2049 কোল্ড ব্লু। এটি অরেঞ্জের তুলনায় তুলনামূলকভাবে কুল ভাইব নিয়ে এসেছে। স্মার্টফোনের পিছনের অংশে হেক্সাগোনাল হানিকম্ব টেক্সচার রয়েছে। এটি হাই-পারফরম্যান্সকে নির্দেশ করে। কোম্পানি ফ্রেমে ডুয়াল ট্রিগার (শোল্ডার) বাটন দিয়েছে। অর্থাৎ একে গেমিং ফোন হিসেবে ডিজাইন করা হয়েছে।
iQOO 15 Ultra
Photo Credit: iQOO
iQOO 15 Ultra ট্রান্সপারেন্ট ফিনিশ সহ বড় স্কোয়ার ক্যামেরা মডিউল পেয়েছে। ক্যামেরার ভিতরে একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স আছে বলে অনুমান করা হচ্ছে। ভিতরে একটি লাইট স্ট্রিপ লম্বালম্বি অবস্থিত৷ এটি ব্রিদিং লাইট হিসেবে কাজ করবে। অ্যাক্টিভ কুলিং সিস্টেমের ইনটেক ভেন্ট ক্যামেরা মডিউলের ঠিক নিচে অবস্থিত।
আইকুর নতুন ফ্ল্যাগশিপ গেমিং ফোন LTPO OLED ডিসপ্লে প্যানেলের সাথে বাজারে আসছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট ও 2K রেজোলিউশন সাপোর্ট করবে। ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 7,000mAh ব্যাটারি। এর সাথে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। আসন্ন ফোনে Q3 গেমিং চিপ এবং 8,000 স্কোয়ার মিলিমিটার ভ্যাপার চেম্বার মিলবে।
এই ফোনে সাউন্ড, ভিজ্যুয়াল, এবং কন্ট্রোল ল্যাটেন্সি সম্পর্কিত একঝাঁক ফার্স্ট-টাইম গেমিং ফিচার থাকবে। কোম্পানির প্রোডাক্ট ডিরেক্টর গ্যালান্ট ভি iQOO 15 Ultra এর AnTuTu বেঞ্চমার্ক ফিগার প্রকাশ করেছেন। সেখানে 4.51 মিলিয়ন স্কোর অতিক্রম করেছে। তবে তাঁর দাবি, এটি পিক পারফরম্যান্স নয় ও আরও অপ্টিমাইজেশন বাকি আছে।
ডিভাইসের বেস মডেলে 16 জিবি র্যাম ও 512 জিবি অনবোর্ড স্টোরেজ থাকতে পারে। টপ মডেলে 24 জিবি র্যাম ও 1 টিবি স্টোরেজ মিলতে পারে। আশা করা যায় যে, সংস্থা খুব শীঘ্রই ফোনের আরও তথ্য প্রকাশ করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Prince of Persia: Sands of Time Remake Cancelled Alongside Five Unannounced Ubisoft Games