iQOO 15 ভারতে 72,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ আছে।
Photo Credit: iQOO
iQOO 15 price starts in India at Rs. 72,999
iQOO 15 নভেম্বর 26 ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ পয়লা ডিসেম্বর স্মার্টফোনটির সেল শুরু হয়েছে। এটি আইকুর সবচেয়ে দামি ও উন্নত মডেল। ফোনটি অক্টোবর মাসে চীনে রিলিজ হয়েছিল। লঞ্চ অফারে ডিভাইসটির উপরে 7,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। সঙ্গে ক্রেতাদের জন্য 24 মাস পর্যন্ত নো-কস্ট EMI ফেসিলিটি থাকছে। Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত এই ফোনে একঝাঁক প্রিমিয়াম ফিচার্স আছে। iQOO 15 মডেলটিতে 144 হার্টজ ডিসপ্লে, 100x জুম ক্যামেরা, ডুয়াল-অ্যাক্সিস ভাইব্রেশন মোটর, IP68 + IP69 স্তরের জল ও ধুলোরোধী ক্ষমতা, 8,000 স্কোয়ার মিমি ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, 7,000mAh ব্যাটারি, ওয়্যারলেস ফাস্ট চার্জিং, এলং আলট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
iQOO 15 ভারতে 72,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ আছে। 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভার্সনের দাম 79,999 টাকা। তবে Axis, HDFC, ও ICICI ব্যাঙ্কের কার্ডে 7,000 টাকা ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়াও, কোম্পানি 1,000 টাকা কুপন ডিসকাউন্ট দিচ্ছে। ফলে দুই স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 64,999 টাকা ও 71,999 টাকায় নেমে আসবে। এটি লেজেন্ড (সাদা) ও আলফা ব্ল্যাক (কালো) রঙে উপলব্ধ। ফোনটি Amazon, iQOO ইন্ডিয়া ই-স্টোর, Vivo এক্সক্লুসিভ স্টোর, ও অফলাইন দোকানে পাওয়া যাবে।
আইকু 15 স্মার্টফোনের সামনে 6.85 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 2K রেজোলিউশন, 6,000 নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন, এবং DC ডিমিং সাপোর্ট করে৷ এটি স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসরে রান করে৷ দুর্দান্ত গেম খেলার অভিজ্ঞতা দিতে ফোনে Q3 গেমিং চিপ ব্যবহার করা হয়েছে৷
ডিভাইসের পিছনে তিনটি ক্যামেরা আছে — অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স, এবং 3x টেলিফটো লেন্স ও 100x ডিজিটাল জুম সহ একটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনের দিকে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে।
iQOO মডেলে 100W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সহ 7,000mAh ব্যাটারি রয়েছে। এতে Android 16 নির্ভর OriginOS 6.0 প্রি-ইনস্টলড করা আছে। এছাড়াও, ক্যামেরা মডিউলের চারপাশে RGB লাইটিং, এনএফসি, স্মার্ট বাইপাস চার্জিং, ফুল-সিন রে ট্রেসিং, ও ইনফ্রারেড ব্লাস্টার সহ বিভিন্ন আকর্ষণীয় ফিচার্স বর্তমান।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oakley Meta Glasses With Meta AI Integration Now Available for Purchase in India: Price, Availability
Capcom Reportedly Working on New Dead Rising Game With Frank West as Protagonist