iQoo 3 -তে থাকবে Snapdragon 865 চিপসেট। 4G ও 5G ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ হবে।
Photo Credit: Weibo
25 ফেব্রুয়ারি লঞ্চ হবে iQoo 3
25 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে iQoo 3। এটাই ভারতে কোম্পানির প্রথম স্মার্টফোন। এই ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে এই ফোনের দাম ও স্পেসিফিকেশন জানা গিয়েছে।
iQoo 3 -তে থাকবে Snapdragon 865 চিপসেট। চলতি বছর সব ফ্ল্যাগশিপ স্মার্টফোনেই এই চিপসেট দেখা যাবে। 4G ও 5G ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ হবে। গেমিংয়ের জন্য এই ফোনের পাশে বিশেষ বাটন থাকবে। কোম্পানি জানিয়েছে দুর্দান্ত গেমিংয়ের জন্য এই ফোনে 180 Hz টাচ রেসপন্স থাকবে।
91Mobiles ওয়েবসাইটে প্রকাশিত নতুন রিপোর্টে জানা গিয়েছে 45,000 টাকার কম দামে ভারতে আসতে পারে iQoo 3। 4G ভেরিয়েন্টে এই ফোনের দাম হতে পারে 35,000 টাকার আশেপাশে। 5G ভেরিয়েন্টে iQoo 3 -এর দাম হতে পারে প্রায় 40,000 টাকা। অফলাইন স্টর ও Flipkart থেকে এই ফোন বিক্রি হবে।
এছাড়াও চিনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে সামনে ও পিছন থেকে এই ফোন দেখা গিয়েছে। ভলকানো অরেঞ্জ, টরনাডো ব্ল্যাক ও কোয়ান্টাম সিলভার কালারে এই ফোন পাওয়া যাবে। এই ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। ফোনের সামনে রয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে। এই ফোনে একটি Super AMOLED ডিসপ্লে থাকবে। ফোনের ভিতরে থাকবে LPDDR5 RAM, UFS 3.1 স্টোরেজ।
![]()
iQoo 3 -র উপরে রয়েছে একটি 3.5 মিমি অডিও জ্যাক
ছবি: SlashLeaks
iQoo 3 তে থাকছে 4,400 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 55W ফাস্ট চার্জ সাপোর্ট। দুর্দান্ত সাউন্ডের জন্য থাকছে একটি HiFi AK4377A PA অ্যাম্প। ফোনের উপরে রয়েছে একটি 3.5 মিমি অডিও জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Find X9, Oppo Find X9 Pro Go on Sale in India for the First Time Today: See Price, Offers, Availability