বাজারে এল iQoo 3 Transformers Limited Edition। ডিজাইনে সামান্য কিছু পরিবর্তন করে চিনে এই ফোন লঞ্চ করেছে iQoo।
iQoo 3
বাজারে এল iQoo 3 Transformers Limited Edition। ডিজাইনে সামান্য কিছু পরিবর্তন করে চিনে এই ফোন লঞ্চ করেছে iQoo। যদিও iQoo 3-এর সঙ্গে লিমিটেড এডিশনের ফিচারে কোন পার্থক্য নেই।
চিনে iQoo 3 Transformers Limited Edition-এর দাম 3,498 ইউয়ান (প্রায় 37,100 টাকা)। 12GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।
iQoo 3 -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির iQoo UI স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.44 ইঞ্চি Full HD+ HDR 10+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে 12GB পর্যন্ত RAM ও 256GB পর্যন্ত স্টোরেজ।
iQoo 3 -র পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সঙ্গে রয়েছে 13 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। এই সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।
iQoo 3 -তে LPDD5 RAM ও UFS 3.1 স্টোরেজ ব্যবহার হয়েছে 4G ও 5G ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। ফোনের ভিতরে রয়েছে 4,440 mAh ব্যাটারি। সঙ্গে 55W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে। এই ফোনের ওজন 214.5 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Xbox Game Pass Wave 2 Lineup for January Announced: Death Stranding Director's Cut, Space Marine 2 and More
Best Laser Printers with Scanners That You Can Buy in India Right Now