প্রকাশিত হয়েছে,iQOO 13 হ্যান্ডসেটটির মূল বৈশিষ্ট্য এবং ডিসপ্লের ডিজাইন

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 12 নভেম্বর 2024 13:03 IST
হাইলাইট
  • iQOO 13,অ্যামাজন এবং ভারতীয় iQOO-এর মাধ্যমে উপলব্ধ হবে
  • ফোনটির ভারতীয় সংস্করণটি Helo light-বৈশিষ্ট্যের সাথে প্রকাশ করা হয়েছে
  • iQOO 13-এর ভারতীয় বিকল্পটি,একটি 144Hz, 2K LTPO AMOLED ডিসপ্লে দ্বারা স

Photo Credit: iQOO

iQOO হ্যান্ডসেটটি খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে।কোম্পানী ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, হ্যান্ডসেটটি কোয়ালকমের সর্বশেষ অক্টাকোর Snapdragon 8 Elite-চিপসেটের সাথে আসবে।এটি হ্যান্ডসেটের ডিজাইনের পাশাপাশি কিছু ডিসপ্লের বৈশিষ্ট্যও প্রকাশ করেছে।বর্তমানে কোম্পানী ভারতে iQOO 13-হ্যান্ডসেটটির লঞ্চের সময়সীমা ঘোষণা করেছে। চীনেতে ফোনটি 30সে অক্টোবর উন্মোচিত হয়েছে। আশা করা যাচ্ছে, ফোনটির ভারতীয় সংস্করণটিও চীনের প্রতিলিপির মতই একই ডিজাইন এবং মূল বৈশিষ্ট্যগুলি বহন করবে।

ভারতে iQOO 13-লঞ্চের সময়সীমা:

কোম্পানী একটি X-পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে যে,iQOO 13-ফোনটি ভারতে ডিসেম্বর মাসে লঞ্চ করা হবে। ব্র্যান্ডটির,BMW Motorsport-এর সাথে সহযোগিতায়,ফোনটি নীল,কালো,লাল-এই তিনটি রঙের প্যাটার্নের সাথে,একটি বিশেষ সংস্করণের সাথে আনতে চলেছে। উল্লেখযোগ্যভাবে পূর্ববর্তী iQOO 12 ফোনটি 2023সালের ডিসেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল,এটি এই একই বিকল্পে উপলব্ধ আছে।

আসন্ন হ্যান্ডসেটটি ভারতে iQOO-এর অফিসিয়াল ই-স্টোর এবং অ্যামাজনের মাধ্যমে কেনা যাবে। অ্যামাজনের একটি মাইক্রোসাইট হ্যান্ডসেটটির জন্য লাইভ আছে।ফোনটিকে Halo light ফিচারের সাথে দেখানো হয়েছে।মাইক্রোসাইটটি প্রকাশ করেছে যে, হ্যান্ডসেটটিতে 144Hz রিফ্রেশরেট সহ, একটি 2K LTPO AMOLED ডিসপ্লে প্যানেল আছে।এটি নিশ্চিত যে,হ্যান্ডসেটটি Snapdragon 8 Elite SoC-র সাথে চলবে এবং একটি Q2 গেমিং চিপসেটের সাথে যুক্ত থাকবে।

iQOO 13-এর বৈশিষ্ট্য:

iQOO 13-হ্যান্ডসেটটি চীনেতে,একটি Snapdragon 8 Elite SoC চিপসেট,একটি স্বনির্মিত Q2 গেমিং চিপসেট,16জিবি পর্যন্ত RAM এবং 1টিবি পর্যন্ত অন বোর্ড স্টোরেজের সাথে লঞ্চ হয়েছিল।এটি Android 15-ভিত্তিক OriginOS 5-দ্বারা চালিত। আশা করা যাচ্ছে,এটি ভারতে একটি FuntouchOS 15 স্কিন দ্বারা সজ্জিত হয়ে আসবে।হ্যান্ডসেটটি 120W-তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত,একটি 6,150mAh ব্যাটারী দ্বারা চালিত।

iQOO 13-ফোনটি HDR সমর্থনযুক্ত এবং 144Hz পর্যন্ত রিফ্রেশরেট সহ একটি 6.82ইঞ্চির 2K(1,440× 3,168 পিক্সেল)BOE Q10 8T LTPO 2.0 OLED স্ক্রিন দ্বারা সজ্জিত।
ক্যামেরার ক্ষেত্রে ফোনটিতে একটি 50মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট আছে,যার মধ্যে একটি 50মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা এবং একটি 50মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড শুটার আছে। ফোনটির সামনে 32মেগাপিক্সেলের একটি ক্যামেরা আছে।হ্যান্ডসেটটিতে একটি IP68 এবং IP69 রেটিং নির্মাণ করা আছে এবং এটির ডিসপ্লের মধ্যে একটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: iQOO 13, iQOO 13 India launch, iQOO
 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. চাপে Samsung, ফোল্ডেবল ফোনের বাজার কাঁপিয়ে আজ Vivo X Fold 5-এর সেল শুরু
  2. 5G এর যুগেও আমজনতার জন্য সস্তায় ফোন আনছে Lava, শীঘ্রই লঞ্চ হবে Shark 2 4G
  3. 3,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির নতুন ফোন
  4. Moto G86 Power 5G ভারতে 6,720mAh ব্যাটারি ও Sony-র দুর্দান্ত ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দামও কম
  5. Android ফোনের পথেই Apple, iPhone 17 সিরিজ সুপারহিট করতে আসছে বিরাট বদল
  6. 7,000mAh ব্যাটারির সাথে Redmi 15 5G ভারতে আসছে, 1% চার্জে 13.5 ঘন্টা চলবে!
  7. Vivo স্বাধীনতা দিবসের আগে নতুন 5G ফোন লঞ্চ করছে, ছবি ও ফিচার্স দেখে নিন
  8. iQOO Z10R 5G এর সেল শুরু, 2,000 টাকা ছাড়ে কিনুন 4K ক্যামেরার ওয়াটারপ্রুফ ফোন
  9. 6,000mAh ব্যাটারি, 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হবে Redmi 15C 5G, ছবি-ফিচার্স ফাঁস
  10. কম দামে কিনুন Apple এর সবচেয়ে সস্তা iPhone, পুজোর দু'মাস আগেই বিরাট ছাড়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.