iQOO 15 স্মার্টফোনে Samsung এর তৈরি শীর্ষ-স্তরের ডিসপ্লে থাকবে, যা 2K রেজোলিউশন সাপোর্ট করবে।
Photo Credit: iQOO
iQOO 13 গত বছর অক্টোবরে লঞ্চ হয়েছিল
আটটা মাস যেন ঝড়ের গতিতে অতিক্রান্ত হল। দেখতে দেখতে সেপ্টেম্বর মাসে পা দিল 2025 সাল। আর এই সময়ে স্মার্টফোন ব্র্যান্ডগুলির মধ্যে ব্যস্ততা তুঙ্গে। কারণ অক্টোবর থেকেই চীনে একের পর এক ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে থাকে। তারপর সেই মডেলগুলি বিশ্বজুড়ে মুক্তি পায়। iQOO 15 আগামী মাসে আত্মপ্রকাশ করবে বলে মনে করা হচ্ছে। এটি চলতি বছরের বহুল প্রত্যাশিত প্রিমিয়াম স্মার্টফোনগুলির মধ্যে একটি। আসন্ন ফোনটির অন্যতম আকর্ষণ হবে ডিসপ্লে, ক্যামেরা, ও চার্জিং স্পিড। iQOO 15 চলবে Qualcomm-এর নতুন ফ্ল্যাগশিপ প্রসেসরে। এখন একটি সূত্র থেকে হ্যান্ডসেটটির বেশ কয়েকটি ফিচার্স ফাঁস হয়েছে।
টিপস্টার ডিজিটাল চ্যাট একটি আসন্ন ফোনের তথ্য প্রকাশ করেছে, যা SM8850 কোডনাম একটি চিপসেট দ্বারা চালিত হবে। GSMArena এর রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, ফাঁস হওয়া স্পেসিফিকেশনগুলি iQOO 15 এর। ফোনটিতে Samsung কোম্পানির তৈরি শীর্ষ-স্তরের ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হবে। এটি AMOLED প্যানেল হতে পারে যা 2K রেজোলিউশন সাপোর্ট করবে। এর ফলে ব্যবহারকারীরা বিস্তারিত ও প্রাণবন্ত ছবি উপভোগ করতে পারবে।
iQOO 15 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে বলে জানা গিয়েছে, যার মধ্যে 50 মেগাপিক্সেল 1/1.5 ইঞ্চি প্রাইমারি সেন্সর এবং 50 মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স থাকবে। নিরাপত্তার জন্য ফোনটিতে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে। হ্যান্ডসেটটির ব্যাটারি 100 ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। এটি ওয়্যারলেস (তারহীন) চার্জিং অফার করবে বলে জানা গিয়েছে।
iQOO কোম্পানির আসন্ন ফ্ল্যাগশিপ ফোনের ব্যাটারি ক্যাপাসিটি 7,000mAh থেকে 8,000mAh এর মধ্যে থাকতে পারে। উন্নত সাউন্ড কোয়ালিটির জন্য ফোনটি ডুয়াল স্পিকার সেটআপ পেতে পারে। এটি 16 জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ 1 টিবি অনবোর্ড স্টোরেজ ভেরিয়েন্টে আসতে পারে।
প্রসঙ্গত, পূর্বসূরী iQOO 13 গত বছর অক্টোবরে চীনে লঞ্চ হয়েছিল ও ভারতে এসেছিল ডিসেম্বরে। এ দেশে লঞ্চের সময় দাম 54,999 টাকা থেকে শুরু হয়েছিল। 6.82 ইঞ্চি 2K LTPO OLED ডিসপ্লে রয়েছে যা 144 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট ও HDR সাপোর্ট করে। এতে ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite প্রসেসর ও Q2 গেমিং চিপসেট দেওয়া হয়েছে। এটি ভারতে 16 জিবি পর্যন্ত র্যাম এবং সর্বাধিক 512 জিবি স্টোরেজ অফার করে।
ফোনটির পিছনের অংশে ট্রিপল ক্যামেরা সিস্টেম আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স নিয়ে গঠিত। সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। ডিভাইসটির 6,000mAh ব্যাটারি 120W ওয়্যার্ড (তারযুক্ত) ফাস্ট চার্জিং সমর্থন করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Blue Origin Joins SpaceX in Orbital Booster Reuse Era With New Glenn’s Successful Launch and Landing
AI-Assisted Study Finds No Evidence of Liquid Water in Mars’ Seasonal Dark Streaks