বিগত মঙ্গলবার iQOO 13-ভারতে লঞ্চ করা হয়েছে,এটি ভারতের বাজারে দ্বিতীয় স্মার্টফোন যেটি,কোয়ালকমের Snapdragon 8 Elite-চিপসেটের সাথে উন্মোচিত হয়েছে। হ্যান্ডসেটটি তিনটি 50মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং 144Hz রিফ্রেশরেট সমৃদ্ধ একটি 6.82ইঞ্চির AMOLED স্ক্রিন দ্বারা সজ্জিত হয়ে আছে।এটি Android 15-ভিত্তিক Vivo কোম্পানীর Funtouch OS 15-দ্বারা চালিত।সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো,হ্যান্ডসেটটিতে একটি 6000mAh-এর বেশী ক্যাপাসিটি যুক্ত ব্যাটারী আছে,যেটি 120W-এর চার্জিং ব্যবস্থাকে সমর্থন করে।ধূলো এবং জল থেকে বাঁচানোর জন্য এটিতে IP68+69 রেটিং যুক্তকরা আছে।
ভারতের বাজারে iQOO 13-এর 12জিবিRAM+256জিবি স্টোরেজের সাথে বেসমডেলটির দাম 54,999টাকা।এই একই হ্যান্ডসেটটির,16জিবি+512জিবি বিকল্পের দাম 59,999টাকা। এটি লিজেন্ড এবং নারদো-গ্রে রঙের বিকল্পে উপলব্ধ আছে।
আগামী 11ই-ডিসেম্বর দুপুর 12টা থেকে এটির বিক্রয় চালু হবে,গ্রাহকরা হ্যান্ডসেটটি অ্যামাজন এবং iQOO ই-স্টোরের মাধ্যমে কিনতে পারবেন।যেসব গ্রাহকরা HDFCব্যাঙ্ক এবং ICICI-ব্যাংকের ডেবিট ও ক্রেডিট ব্যবহার করে ফোনটি কিনবেন,তারা 3000টাকার ছাড় পাবেন।এছাড়াও Vivo এবং iQOO-কোম্পানির পুরোনো ফোনের পরিবর্তে এটি কেনার ক্ষেত্রে 5000টাকার ছাড় পেতে পারেন।
ডুয়াল ন্যানো সিম সমৃদ্ধ,iQOO 13-হ্যান্ডসেটটি Android 15-ভিত্তিক Funtouch OS 15-দ্বারা চালিত।কোম্পানি নিশ্চিত করেছে যে,এটি চারটি অ্যানড্রয়েড সফ্টওয়্যার আপডেট এবং পাঁচবছরের জন্য সিকিউরিটি আপডেট পাবে।হ্যান্ডসেটটি 144Hz রিফ্রেশরেট সহ একটি 6.82ইঞ্চির 2K (1,440×3,186পিক্সেল)LTPO AMOLED-স্ক্রিন দ্বারা সজ্জিত হয়ে আছে,এটির পিক্সেল ডেন্সিটি 510ppi এবং সর্বাধিক উজ্জ্বলতা1,800নিট।
ভারতে এটি দ্বিতীয় স্মার্টফোন,যেটি 12জিবি LPDDR5X আল্ট্রা RAM এবং 512জিবি পর্যন্ত UFS 4.1-স্টোরেজের সাথে যুক্ত হয়ে কোয়ালকমের 3nm অক্টাকোর Snapdragon 8 Elite চিপসেট দ্বারা চালিত।এছাড়াও হ্যান্ডসেটটিতে গেমিং-ক্ষমতাকে আরো উন্নত করে তোলার জন্য,কোম্পানির নিজস্ব Q2 চিপ দেওয়া হয়েছে এবং এটিতে একটি 7000বর্গমিমির বাষ্প চেম্বার আছে,যেটি ফোনটির তাপমাত্রাকে কম করতে সাহায্য করবে।
হ্যান্ডসেটটিতে-OIS,EIS এবং Sony IMX921-সেন্সর (f/1.88)সহ একটি 50মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা,একটি Samsung JN1-সেন্সর(f/2.0)সহ 50মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড শুটার এবং 2X-অপটিক্যাল জুম ও একটি Sony IMX816-সেন্সর(f/1.85)সহ 50মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা আছে।ফোনটির সামনের অংশে 32মেগাপিক্সেলের (f/2.45)সেলফি ক্যামেরা আছে।
সংযোগের জন্য,ফোনটিতে-5G,4G LTE,Wi-Fi -7,ব্লুটুথ 5.4, NFC,GPS এবং একটি USB 3.2 Gen 1 টাইপ-C পোর্ট আছে।বোর্ডের সেন্সরগুলির মধ্যে একটি অ্যাক্সিলোমিটার, পরিবেষ্টিত আলো সেন্সর,প্রক্সিমিটি সেন্সর,ই-কম্পাস, জাইরোস্কোপ,একটি রঙের তাপমাত্রা সেন্সর যুক্ত আছে।
হ্যান্ডসেটটিতে,120W-এর ফ্ল্যাশ চার্জিং সমর্থিত একটি 6000mAh-ব্যা টারী আছে।বিভিন্ন যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করার জন্য হ্যান্ডসেটটিতে একটি“ইনফ্রারেড ট্রান্সমিটার”আছে।ধূলো ও জল থেকে সুরক্ষার জন্য একটি IP68+69 রেটিং যুক্ত করা আছে। এটির পরিমাপ,163.37x76.71x8.13মিমি এবং ওজন 213গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন