খুব শীঘ্রই ভারতে কিনতে পাওয়া যাবে 7000mAh ব্যাটারী সম্পন্ন iQOO Neo 10

ভারতে iQOO Neo 10-ফোনটির প্রী-বুকিং শুরু হয়েছে

খুব শীঘ্রই ভারতে কিনতে পাওয়া যাবে 7000mAh ব্যাটারী সম্পন্ন iQOO Neo 10

Photo Credit: iQOO

iQOO Neo 10 ইনফার্নো রেড এবং টাইটানিয়াম ক্রোম শেডগুলিতে পাওয়া যাচ্ছে

হাইলাইট
  • iQOO Neo 10-হ্যান্ডসেটটিতে একটি 7000 বর্গমিমির ভেপার কুলিং চেম্বার দেওয
  • ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট আছে
  • ফোনটি 120W-তারযুক্ত চার্জিং এবং বিপরীত চার্জিং ব্যবস্থাকে সমর্থন করে
বিজ্ঞাপন

কিছুদিন আগেই অর্থাৎ বিগত 26সে মে iQOO কোম্পানী নতুন iQOO Neo 10 স্মার্টফোন লঞ্চ করে সবাইকে চমকে দিয়েছে। কোম্পানি স্মার্টফোনটির সাথে 120W-তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত একটি 7000mAh-ব্যাটারী যোগ করেছে,যেটি এই সেগমেন্টের জন্য দুর্দান্ত একটি ফিচার।এছাড়াও এটি Android 15-ভিত্তিক FuntouchOS 15-দ্বারা চালিত হবে এবং প্রসেসরের দিক থেকে এটিতে উন্নতমানের 4nm অক্টাকোর Snapdragon 8s Gen 4-চিপসেট দেওয়া হয়েছে। কোম্পানি ফোনটির তাপনিয়ন্ত্রণ করার জন্য সাথে 7000বর্গমিমির একটি ভেপার চেম্বার দিয়েছে। বর্তমানে এটির প্রী-বুকিং চালু হয়েছে, এবং আগামী 3ই জুন থেকে এটি বিক্রি করা হবে।ভারতে iQOO NEO 10-এর দাম, অফার এবং উপলব্ধতা,কোম্পানি iQOO Neo 10-ফোনটিকে চারটি RAM এবং স্টোরেজ বিকল্পের সাথে লঞ্চ করেছে, যার উপর ভিত্তি করে দাম ঠিক করা হয়েছে। 8জিবি+128জিবি, 8জিবি+256জিবি, 12জিবি+256জিবি এবং 16জিবি+512জিবি, দামগুলি যথাক্রমে 31,999টাকা, 33,999 টাকা, 35,999টাকা এবং 40,999টাকা।

কোম্পানি জানিয়েছে এই ফোনগুলি অ্যামাজন এবং iQOO কোম্পানীর নিজস্ব ই-স্টোর থেকে টাইটেনিয়াম-ক্রোম এবং রেড রঙে আগামী জুনের 2 তারিখ দুপুর 12টা থেকে বুক করা যাবে, কিন্তু 3ই জুন থেকে বিক্রি করা হবে। কোম্পানি এর সাথেই আরো একটি দুর্দান্ত অফার দিচ্ছে,যেখানে যেসমস্ত গ্রাহকরা প্রী-বুক করবে, তারা একটি বিনামূল্যে iQOO TWS 1e-ইয়ারফোন পেয়ে যাবে।

পাশাপাশি কোম্পানি বেশকিছু অফার নিয়ে এসেছে, যেমন- গ্রাহকরা ফোনটি কেনার সময় কিছু বাছাইকরা ব্যাংকের কার্ডের মাধ্যমে প্রায় 2000-টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন এবং পুরোনো ফোন পরিবর্তনের জন্য 4000-টাকা ছাড় পেয়ে যাবেন। এছাড়াও কোম্পানি অবশ্যই ফোনটির সাথে ছয় মাসের No-Cost-EMI-এর সুবিধা যোগ করেছে।

iQOO Neo 10-এর স্পেসিফিকেশন এবং ফিচার:

iQOO Neo 10-ফোনটিতে একটি 6.78-ইঞ্চির 1.5K (1260×2800) AMOLED-ডিসপ্লে আছে,যেটির রিফ্রেশ-রেট 144Hz। কোম্পানির নতুন ফোনটির টাচ্ সহজেই কাজ করে, এটির টাচ্ স্যাম্পলিং-রেট 360Hz এবং এটি সর্বোচ্চ 5,500নিট পর্যন্ত উজ্জ্বলতা প্রদান করবে। বলা হয়েছে যে, এটি 144fps গেমিং অভিজ্ঞতা প্রদান করার সাথে সাথে 3000Hz-এ টাচ্-স্যাম্পলিং-রেট দেবে।

যেহেতু গেম খেলার দিক থেকেও ফোনটি অসাধারণ তাই কোম্পানি ফোনটিতে একটি Q1-গেমিং চিপসেটের সাথে Snapdragon 8s Gen 4-চিপসেট দিয়েছে। এছাড়াও ফোনটিতে যথেষ্ট স্টোরেজ এবং স্পিডে কাজ করার জন্য এটিতে 16জিবি পর্যন্ত LPDDR5X RAM ও 512জিবি পর্যন্ত UFS 4.1-স্টোরেজ আছে। ফোনটি Android 15-ভিত্তিক FuntouchOS 15-দ্বারা চলবে।

ফোনটির সবচেয়ে আকর্ষনীয় বিষয় ক্যামেরা। ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে, প্রধান ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের OIS সমর্থিত Sony IMX882 সেন্সর, অন্যটি 8-মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড শুটার। সেলফির জন্য 32-মেগাপিক্সেলের ক্যামেরা আছে।

আগেই বলা হয়েছে, তাপ-নিয়ন্ত্রণের জন্য ফোনটিতে একটি 7000বর্গমিমির ভেপার চেম্বার দেওয়া হয়েছে। ফোনটিতে দুর্দান্ত 7000mAh ক্যাপাসিটি যুক্ত ব্যাটারী আছে এবং এটি দ্রুত চার্জিং এবং বিপরীত চার্জিং ব্যবস্থাকেও সমর্থন করে। এছাড়াও সংযোগের জন্য এটিতে 5G, 4G, WiFi 7, ব্লুটুথ 5.4, GPS, NFC, OTG এবং USB Type-C-পোর্ট দেওয়া হয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Redmi Note 15 5G মিড-রেঞ্জে বড় ধামাকা নিয়ে ভারতে আসছে, ব্যাটারি চলবে 5 বছর!
  2. Samsung বছরের সেরা অফার আনল, 42,000 টাকারও বেশি ছাড়ে বিক্রি হচ্ছে এই ফোন
  3. মিসড কল মেসেজ সহ একঝাঁক নতুন ফিচার আনল WhatsApp, স্ট্যাটাস ও চ্যাটেও বিরাট পরিবর্তন
  4. Realme Narzo 90 সিরিজের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, সস্তায় সেরা ফিচার পাবেন
  5. Vivo S50 স্মার্টফোনের জগতে ঝড় তুলতে আসছে, যেমন ক্যামেরা, তেমন প্রসেসর ও ব্যাটারি
  6. Samsung গ্রাহকদের অভিযোগ মেনে নিয়ে স্মার্টফোনের প্রধান সমস্যা মেটাতে চলেছে
  7. Nothing Phone 4a এবং Phone 4a Pro স্মার্টফোনের দাম লঞ্চের আগেই ফাঁস হল, ফিচার্স কেমন দেখে নিন
  8. Poco M8 Pro: বাজেটে দুর্দান্ত ফোন আনছে পোকো, বিশাল ব্যাটারির সঙ্গে থাকছে 100W ফাস্ট চার্জিং
  9. OnePlus 15R Ace Edition স্মার্টফোনের লঞ্চের তারিখ ঘোষণা হল, বাজার কাঁপাতে আসছে এই মাসেই
  10. Redmi 15C 5G-এর সেল অবশেষে শুরু হল, এত সস্তায় 6,000mAh ব্যাটারি, AI ক্যামেরা!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »