অ্যাপেল ওয়াচ সিরিজ এর জি পি এস প্লাস সেলুলার ভার্সন,অবশেষে ভারতে আসতে চলেছে জিও আর এয়ারটেল এর হাত ধরে. 4 মে থেকে জিওর ওয়েবসাইট এবং জিও কিংবা রিলায়েন্স ডিজিটাল দোকান গুলিতে অর্ডার দেওয়া যাবে এবং মে 11 থেকে এটি কেনা যাবে.
যদিও এর দাম সম্পর্কে কোনো সঠিক তথ্য জানা যায়নি. অ্যাপেল ওয়াচ সিরিজ 3 জি পি এস প্লাস মধ্যে eSIM থাকবে যোগাযোগ স্থাপন করার জন্য এবং এর জন্য লাগবে iPhone6 বা iOs11. ব্যবহারকারীরা তাদের নিজস্ব মোবাইল নম্বর টি ব্যবহার করতে পারবেন.
জিও কাস্টমার, যাঁরা প্রি বুকিং করবেন, তাদেরকে আগে বাড়িতে ডেলিভারি দেওয়া হবে এই ঘড়ি এবং সঙ্গে জিও পরিষেবাও পাওয়া যাবে. অন্যদিকে এয়ারটেল কাস্টমাররা ওয়াচ অ্যাপটি খুলে ডিভাইসটিকে মোবাইল এর সঙ্গে সংযুক্ত করতে পারবেন. যদিও শুধুমাত্র এয়ারটেল পোস্ট পেইড ইনফিনিটি প্ল্যান ব্যবহারকারীরাই এটিকে ব্যবহার করতে পারবেন.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.