বৃহষ্পতিবার দুপুর 12টায় ফ্ল্যাশ সেলে কেনা যাবে Jio Phone 2। এটি কোম্পানির লেটেস্ট ফিচারফোনের তৃতীয় ফ্ল্যাশ সেল। প্রথম দুটি সেলে বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে Jio Phone 2 স্টক শেষ হয়ে গিয়েছিল। আজ দুপুর 12টায় কোম্পানির ওয়েবসাইট Jio..com থেকে কেনা যাবে Jio Phone 2।
আগের দুই ফ্ল্যাশ সেলে Jio Phone 2 কেনার চেষ্টা করেও বিফল হলে দুপুর 12টার আগে Jio.com ওয়েবসাইটে লগ ইন করে রাখুন। এছাড়াও জলদি চেক আউটের জন্য নিজের অ্যাকাউন্টে ঠিকানা আগে থেকেই যোগ করে রাখুন।
আরও পড়ুন: লঞ্চ হল Jio Phone 2
ভারতে Jio Phone 2 এর দাম 2,999 টাকা। 6 সেপ্টেম্বর ফ্ল্যাশ সেলে Jio Phone 2 কেনা যাবে। আশা করা হচ্ছে ফ্ল্যাশ সেলে অর্ডারের বন্যা বয়ে যাবে। তাই শিপিং এ দেরি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন টেক গুরুরা।
ডুয়াল সিম Jio Phone 2 তে থাকবে একটি 2.4 ইঞ্চি QVGA ডিসপ্লে। Jio Phone 2 তে KAI OS চলবে। এই ফোনে রয়েছে 512MB RAM আর 4GB ইন্টারনাল স্টোরেজ। microSD কার্ড ব্যবহার করে 128GB পর্যন্ত মেমোরি বাড়িয়ে নেওয়া যাবে। Jio Phone 2 তে রয়েছে একটি 2MP ব্যাক ক্যামেরা। এর সাথেই Jio Phone 2 এর ভিতরে একটি 2000 mAh ব্যাটারি থাকবে। কানেক্টিভিটির জন্য Jio Phone 2 তে রয়েছে VoLTE, VoWiFi, NFC, GPS, Bluetooth ও FM রেডিও। QWERTY কি-বোর্ড ছাড়াও Jio Phone 2 তে একটি ফোর ওয়ে নেভিগেশান কি থাকছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন