Lava Agni 2 5g-এর সাফল্যের পর ভারতে এবার আসতে চলেছে Lava Agni 3 5g

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 1 অক্টোবর 2024 11:59 IST
হাইলাইট
  • Lava Agni 3 5G ফোনটির লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে
  • রটনা হয়েছে যে,ফোনটি একটি 6.78-ইঞ্চি Full-HD+ ডিসপ্লের সাথে আসতে পারে
  • Lava Agni 2 5G ফোনটি বিগত বছরের মে মাসে আত্মপ্রকাশ করেছিল

Lava Agni 3 5G could run on MediaTek Dimensity 7300 SoC

Photo Credit: Lava

ভারতে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে Lava Agni 3 5g ফোনটি লঞ্চ করা হতে পারে, বিগত রবিবার স্বদেশী ব্র্যান্ডটি X-এর, (আগেকার টুইটার) মাধ্যমে এই তথ্যটি ঘোষণা করেছে। আসন্ন 5g ফোনটির অফিসিয়াল টিজারে এটির পিছনের ডিজাইন এবং ক্যামেরার সর্ম্পূণ তথ্য প্রকাশিত হয়েছে। আসন্ন Lava কোম্পানীর স্মার্টফোনটি দুটি রঙের বিকল্পে এবং 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ইউনিট সাথে প্রকাশিত হয়েছে। ফোনটি অ্যামাজনের মাধ্যমে বিক্রি করার জন্য নিশ্চিত করা হয়েছে। অনুমান করা হচ্ছে Lava Agni 3 5g ফোনটি MediaTek Dimensity 7300 SoC প্রসেসর দ্বারা চালিত হতে পারে।

ভারতে অক্টোবর মাসের 4 তারিখ ভারতীয় সময় অনুযায়ী দুপুর 12টায় Lava Agni 3 5g ফোনটি লঞ্চ করা হবে।
লঞ্চের অনুষ্ঠানটি ইউটিউবের মাধ্যমে লাইভ স্ট্রিমিং হতে চলেছে। কোম্পানীর টিজার ভিডিওতে দেখাচ্ছে যে, ফোনটি দুটি রঙের বিকল্পে উপস্থিত হতে চলেছে। ফোনটির পিছনের অংশে উপরের বামদিকের কোণে চৌকাকৃতি ক্যামেরা মডিউল আছে। Lava Agni 3 5g ফোনটিতে অপটিক্যাল ইমেজ স্টেবেলাইজেশনের সমর্থন সহ 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা আছে, যেটি ক্যামেরার অংশে ‘50MP OIS' রূপে খোদাই করা আছে। গুজব ছড়ানো হয়েছে যে, হ্যান্ডসেটটি 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.78 ইঞ্চির Full-HD ডিসপ্লে দ্বারা সজ্জিত হয়ে আছে। আশা করা যাচ্ছে এটির পিছনের অংশে একটি দ্বিতীয় ডিসপ্লে থাকবে এবং এটি MediaTek Dimensity 7300 SoC প্রসেসর দ্বারা চালিত হতে পারে।

Lava Agni 2 5G-এর দাম এবং স্পেসিফিকেশন:

Lava Agni 3 5g ফোনটি, বিগত বছরে লঞ্চ হওয়া Lava Agni 2 5g ফোনটির তুলনায় উল্লেখযোগ্য উন্নতমানের আপগ্রেড অফার করতে পারে। Lava Agni 2 5g ফোনটির 8জিবি RAM এবং 256জিবি স্টোরেজ যুক্ত মডেলটির দাম ছিল 21,999 টাকা। এটি নীলচে সবুজ রঙের বিকল্পে উপলব্ধ হয়েছিল।

Lava Agni 2 5g ফোনটি 6.78ইঞ্চির Full-HD+ (2220× 1080) বক্র ডিসপ্লে দ্বারা সজ্জিত। ফোনটি MediaTek Dimensity 7050 SoC প্রসেসর দ্বারা চালিত এবং এটিতে 6জিবি পর্যন্ত RAM আছে। হ্যান্ডসেটটি 50 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা ইউনিট দ্বারা সজ্জিত এবং এটিতে 66W এর চার্জিং সমর্থিত একটি 4,700 mAh-এর ব্যাটারী আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X300 সিরিজ ভারতে এই তারিখে লঞ্চ হচ্ছে, ফোনেই এবার DSLR-এর মতো ছবি!
  2. বিশ্বের প্রথম 20 জিবি র‍্যামের ফোন আনছে Huawei, স্পিডে ধারে কাছে কেউ আসবে না
  3. Oppo Find X9 সিরিজের ভারতীয় দাম ফাঁস, 200MP ক্যামেরার ফোন কত টাকায়? জেনে নিন
  4. ChatGPT Group Chats: হোয়াটসঅ্যাপের সুবিধা এবার চ্যাটজিপিটিতে, চালু হল গ্রুপ চ্যাটস ফিচার
  5. Itel খুব সস্তায় 128 জিবি স্টোরেজের ফোন আনল, AI দিয়েই ভিডিও কল করা যাবে
  6. OnePlus 15R স্মার্টফোনের লঞ্চ কনফার্মড! OnePlus 15-এর থেকেও বড় 7,800mAh ব্যাটারি থাকতে পারে
  7. OnePlus 15 ভারতে লঞ্চ হল, 7,300mAh ব্যাটারি, তুখোড় প্রসেসর, ও 165Hz রিফ্রেশ রেটে গেমিং-এর আসল মজা
  8. Samsung-এর প্রথম ট্রিপল ডিসপ্লের ফোন ডিসেম্বরে 5 লঞ্চ হতে পারে, থাকবে 200MP ক্যামেরা, দাম জেনে নিন
  9. GPT-5.1: চ্যাটজিপিটির মানবিক ভার্সন লঞ্চ হল, মানুষের মতোই মিষ্টি কথার জাদুতে মুগ্ধ করবে
  10. Oppo-র পাঁচ ক্যামেরার দুর্ধর্ষ ফোনের দাম 19,000 টাকা কমল, কিনবেন নাকি?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.