Lava Blaze 2 5g এর সফল্যের পর এবার এসে গেলো বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা বৈশিষ্ট্য দ্বারা যুক্ত Lava Blaze 3 5gq

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 18 সেপ্টেম্বর 2024 11:02 IST
হাইলাইট
  • Lava Blaze 3 5G ফোনটিতে একটি 90Hz - এর হোল-পাঞ্চ যুক্ত ডিসপ্লে আছে
  • এটি 6GB RAM সহ MediaTek Dimensity 7300 SoC প্রসেসর দ্বারা চালিত
  • নিরাপত্তার ক্ষেত্রে হ্যান্ডসেটটির পাশের অংশে সামান্য উঁচু করা ফিঙ্গারপ্

Lava Blaze 3 5G is claimed to be equipped with a segment-first VIBE light

Photo Credit: Lava

বিগত সোমবার ভারতে লঞ্চ হয়ে গেলো Lava কোম্পানীর পক্ষ থেকে Lava Blaze 3 5g। বিগত নভেম্বর মাসে লঞ্চ হওয়া Lava Blaze 2 5g এর সাফল্যের পর কোম্পানীর এই নতুন উন্মোচন। হ্যান্ডসেটটি একটি 90Hz ডিসপ্লে দ্বারা সজ্জিত। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বৈশিষ্ট্য সহ MediaTek Dimensity 6300 চিপসেট প্রসেসর দ্বারা চালিত। নতুন Lava Blaze 3 ফোনটি “ Vibe Light” বৈশিষ্ট্য দ্বারা যুক্ত, বলা হয়েছে যে, ছবি তোলার সময় আলোর উন্নতি ঘটায় ,যেটি এই বিভাগের প্রথম বৈশিষ্ট্য।

ভারতে Lava Blaze 3 5g এর দাম:

ভারতে Lava Blaze 3 5g এর দাম শুরু হচ্ছে 11,499 টাকা থেকে। যাইহোক এটি কোম্পানীর পক্ষ থেকে বিশেষ লঞ্চিং মূল্য। এছাড়াও এটি বিভিন্ন ব্যাংক অফার নিয়ে এসেছে, যেটির মাধ্যমে প্রায় 9,999 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ফোনটি একমাত্র 8জিবি RAM+ 128জিবি স্টোরেজ দ্বারা নির্মিত। এটি সেপ্টেম্বরের 18 তারিখ থেকে ভারতীয় সময় অনুযায়ী রাত্রি 12 থেকে অ্যামাজনের মাধ্যমে ক্রয় করা যাবে।
হ্যান্ডসেটটি গ্লাস নীল এবং গ্লাস গোল্ড রঙের বিকল্পে উপলব্ধ।

Lava Blaze 3 5g এর স্পেসিফিকেশন:

Lava Blaze 3 5g ফোনটি 6.56 ইঞ্চি HD+ পাঞ্চ গর্ত যুক্ত একটি স্ক্রীন দ্বারা সজ্জিত। এটির রেজোলিউশন 720× 1600 পিক্সেল, এবং রিফ্রেশ রেট 90Hz, পিক্সেলের ঘনত্ব 269 ppi। হ্যান্ডসেটটি MediaTek Dimensity 6300 প্রসেসর দ্বারা চালিত । এটিতে 6 জিবি LPDDR4x RAM এবং 12জিবি UFS 2.2 স্টোরেজ যুক্ত করা হয়েছে। স্টোরেজটি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1টিবি পর্যন্ত বাড়ানো যাবে এবং একইভাবে RAM টিও 6 জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে।
ফোনটি অ্যানড্রয়েড 14 দ্বারা চালিত। ফোনটির পরিমাপ 164.3×76.24×8.6মিমি এবং এটির ওজন 210 গ্রাম।

ক্যামেরার ক্ষেত্রে ফোনটিতে দ্বিমাত্রিক ক্যামেরা আছে। যার মধ্যে একটি f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং অন্যটি AI বৈশিষট্যসম্পন্ন 2 মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফির ক্ষেত্রে এটিতে 8 মেগাপিক্সেলের ক্যামেরা আছে।
স্মার্টফোনটি প্রতি সেকেন্ডে 30 ফ্রেম( fps) পর্যন্ত 2K রেজোলিউশন যুক্ত ভিডিও রেকর্ডিং সমর্থন করে।
এছাড়াও এটিতে বিভিন্ন ক্যামেরা কেন্দ্রিক বৈশিষ্ট্য আছে যেমন- AI বিশিষ্ট Emoji মোড, পোর্ট্রেট মোড, প্রো ভিডিও মোড, ডুয়াল ভিউ মোড এবং AI মোড।

সংযোগের ক্ষেত্রে হ্যান্ডসেটিতে USB Type-C পোর্ট, একটি 3.5 মিমি হেডফোন জ্যাক, 5g, ডুয়াল 4g VoLTE , ডুয়াল ব্যান্ড Wi-Fi 5 এবং ব্লুটুথ 5.2। এটি GLONASS এর নেগিভিশন ক্ষমতা দ্বারা সজ্জিত হয়ে এসেছে। এছাড়াও এটিতে সামান্য উঁচু একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার যুক্ত করা হয়েছে।

ব্যাটারীর ক্ষেত্রে Lava Blaze 3 5g ফোনটি 18W এর তারযুক্ত চার্জিং ব্যাবস্থা সহ একটি 5,000 mAh এর ব্যাটারী দ্বারা চালিত।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Lava Blaze Dragon 5G বাজার কাঁপাতে 25 জুলাই লঞ্চ হচ্ছে, কম দামে পাবেন 50MP AI ক্যামেরা
  2. 6,500mAh ব্যাটারি ও 90W ফাস্ট চার্জিং সহ দেশে আসছে Vivo V60, থাকবে নতুন অপারেটিং সিস্টেম
  3. Realme 15 5G হবে বাজার কাঁপানো ফোন, সস্তায় 50MP সেলফি ক্যামেরা, 7,000mAh ব্যাটারি পাবেন
  4. Realme 15 সিরিজের সঙ্গে একই দিনে লঞ্চ হচ্ছে Realme Buds T200, কিনবেন নাকি
  5. স্মার্টফোনের ক্যামেরায় এক নতুন যুগের ইঙ্গিত, Hasselblad-এর সাথে সম্পর্ক দৃঢ করল Oppo
  6. 36 কোটি মানুষকে 17,000 টাকার Free AI পরিষেবা, Perplexity-এর সাথে হাত মিলিয়ে বিপ্লব ঘটাল Airtel
  7. iPhone 17 লঞ্চের আগেই আসছে Google Pixel 10 সিরিজ, সেয়ানে সেয়ানে টক্কর দুই টেক জায়ান্টের
  8. আগস্টে লঞ্চের আগেই ফাঁস Vivo Y400 5G স্মার্টফোনের দাম, এক ক্লিকে দেখুন ফিচার্স
  9. 32 মেগাপিক্সেল 4K সেলফি ক্যামেরার সঙ্গে iQOO Z10R লঞ্চ হচ্ছে 24 জুলাই, দাম জেনে নিন
  10. 7,000mAh ব্যাটারির সাথে বাজার কাঁপাতে তৈরি Lava Agni 4, লঞ্চের আগেই দাম ফাঁস
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.