ভারতে 5g সমৃদ্ধ Lava Blaze 2 এর সাফল্যের পর কোম্পানী এবার লঞ্চ করলো Lava Blaze 3 5g। ফোনটি 6.56 ইঞ্চির ডিসপ্লে দ্বারা সজ্জিত। এটি MediaTek Dimensity 6300 চিপসেট প্রসেসর দ্বারা চালিত। ফোনটিতে AI বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। এটিতে উন্নতমানের ছবি তোলার জন্য “ Vibe Light” বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে